আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
সূচি
১। প্রেক্ষাপট
২। ঘোষণাপত্র
৩। সংজ্ঞা
৪। নাম, লোগো, প্রতীক, ও পতাকা
৫। উদ্দেশ্য ও লক্ষ্য
পার্টির সদস্য
৬। সদস্য হওয়ার শর্তাবলী
৭। সদস্য হওয়ার নিয়ম
৮। সদস্যের দায়িত্ব ও কর্তব্য
৯। সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও অপসারণ
১০। সদস্যপদ হইতে পদত্যাগ
পার্টির উপদেষ্টা পরিষদ
১১। পার্টির প্রতিষ্ঠাতা
১২। উপদেষ্টা পরিষদের সদস্য
১৩। উপদেষ্টা পরিষদ ও সদস্যদের দায়িত্ব-কর্তব্য
১৪। প্রেসিডিয়াম কমিটি
পার্টির ইউনিয়ন হইতে কেন্দ্রীয় কাউন্সিল
১৫। দুটি ইউনিয়ন কাউন্সিল
১৬। দুটি উপজেলা কাউন্সিল
১৭। দুটি জেলা কাউন্সিল
১৮। দুটি আঞ্চলিক কাউন্সিল
১৯। কেন্দ্রীয় কাউন্সিল
পার্টির ইউনিয়ন হইতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
২০। দুটি ওয়ার্ড কার্যনির্বাহী কমিটি
২১। দুটি ইউনিয়ন কার্যনির্বাহী কমিটি
২২। দুটি উপজেলা কার্যনির্বাহী কমিটি
২৩। দুটি জেলা কার্যনির্বাহী কমিটি
২৪। দুটি আঞ্চলিক কার্যনির্বাহী কমিটি
২৫। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
অন্যান্য কমিটি
২৬। লেজিসলেটিভ কমিটি
২৭। মিউচাল কমিটি
২৮। গভর্নেন্স কমিটি
২৯। লোকাল কমিটি
৩০। প্রেসিডিয়াম স্থায়ী বা অস্থায়ী উপ-কমিটি
৩১। কাউন্সিল স্থায়ী বা অস্থায়ী উপ-কমিটি
৩২। কার্যনির্বাহী স্থায়ী বা অস্থায়ী উপ-কমিটি
নাগরিকতন্ত্রের নির্বাচনে মনোনয়ন
৩৩। ইউনিয়ন পরিষদ মেম্বার মনোনয়ন
৩৪। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনয়ন
৩৫। উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনয়ন
৩৬। জেলা পরিষদের উপজেলা সদস্য মনোনয়ন
৩৭। জেলা পরিষদ চেয়ারম্যান মনোনয়ন
৩৮। আঞ্চলিক পরিষদের জেলা সদস্য মনোনয়ন
৩৯। আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান মনোনয়ন
৪০। জাতীয় সংসদ সদস্য মনোনয়ন
৪১। প্রধানমন্ত্রী ও মন্ত্রী বা প্রধান প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী মনোনয়ন
৪২। অন্যান্য নির্বাচনে মনোনয়ন
৪৩। জনপ্রতিনিধি
পার্টির চেইন অব কমান্ড ও পদের দায়িত্ব-কর্তব্য
৪৪। পার্টির চেইন অব কমান্ড
৪৫। প্রেসিডেন্ট
৪৬। ভাইচ প্রেসিডেন্ট
৪৭। চেয়ারম্যান
৪৮। ভাইচ চেয়ারম্যান
৪৯। সভাপতি
৫০। সহ সভাপতি
৫১। সাধারণ সম্পাদক
৫২। যুগ্ম সাধারণ সম্পাদক
৫৩। সম্পাদক
৫৪। সহ-সম্পাদক
৫৫। নির্বাহী সদস্য
শপথ পাঠ
৫৬। প্রেসিডিয়াম কমিটি
৫৭। কাউন্সিল কার্যপরিষদ
৫৮। কার্যনির্বাহী কমিটি
অঙ্গ সংগঠন
৫৯। অঙ্গ সংগঠনের নাম
৬০। অঙ্গ সংগঠন ও কার্যাবলী
শৃঙ্খলা
৬১। বিধি সংশোধন ও প্রণয়ন
৬২। টিম
৬৩। তদন্ত
৬৪। সিদ্ধান্ত
৬৫। সরকারি প্রতিষ্ঠান ও কাজে শৃঙ্খলা
৬৬। কমিটি ও সদস্যদের শৃঙ্খলা
৬৭। আর্থিক শৃঙ্খলা
বিবিধ
৬৮। ন্যায়-বিচার
৬৯। নারীর অংশগ্রহণ
৭০। বিশেষ পরিস্থিতি
৭১। তফসিল
গঠনতন্ত্র
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

পরিবর্তন আনতে প্রস্তুত?

আমাদের চেঞ্জমেকার দলে যোগ দিন এবং নতুন বাংলাদেশের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার অংশীদার হন।