আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৬০। অঙ্গ সংগঠন ও কার্যাবলী
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১। অঙ্গ সংগঠন ও কার্যাবলী,

(ক) অঙ্গসংগঠন সংগঠনের সকল সদস্য পার্টির সদস্য হইয়া অঙ্গসংগঠন সংগঠনে যুক্ত হইবেন। অর্থাৎ পার্টির সদস্য না হইয়া অঙ্গ সংগঠনে যুক্ত হইতে পারিবেন না।

(খ) অঙ্গ সংগঠনের নিজস্ব ঘোষণাপত্রপতাকা ও দফতর থাকিবে এবং পার্টির মূলনীতির ভিত্তিতে পার্টির উদ্দেশ্য ও লক্ষ্যের সহিত নির্দিষ্ট অঙ্গ সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য যুক্ত করিতে হইবে এবং পরবর্তীতে কোনো পরিবর্তনে পার্টির প্রেসিডিয়াম কমিটি কর্তৃক অনুমোদন লইতে হইবে।

(গ) পার্টির সাংগঠনিক কাঠামো ও শৃঙ্খলা একই হবে। তবে অঙ্গ সংগঠনের কাঠামো ও শৃঙ্খলা বাস্তবায়ন অঙ্গ সংগঠনের হস্তে ন্যাস্ত থাকিবে, আবেদন ব্যতীত পার্টি হস্তক্ষেপ করিবে না।

(ঘ) অঙ্গ সংগঠন হিসেবে উপদেষ্টা পরিষদের অনুমোদন ব্যতীত কোনো সংগঠন পার্টির অঙ্গ সংগঠন হিসেবে বিবেচিত হইবে না

(ঙ) পার্টির কেন্দ্রীয় কাউন্সিলের সর্বোনিম্ন ৮ জন সদস্য থাকিতে হইবে এবং অঙ্গ সংগঠনের সর্বোচ্চ পদধারী বা সভাপতি হইতে পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা বা নির্বাহী সদস্য হইতে হইবে

(চ) কোনো সদস্য একই সাথে দুটি অঙ্গ সংগঠনের কমিটির সদস্য হইতে পারিবে না। তবে পার্টির যেকোনো কমিটির সদস্য ও একটি অঙ্গ সংগঠনের কমিটির সদস্য হইতে পারিবেন এবং একাধিক অঙ্গ সংগঠনের সদস্য হইতে পারিবে।

(ছ) পার্টির মূলনীতি বাস্তবায়ন হইবে অঙ্গ সংগঠনের মুখ্য উদ্দেশ্য, উদ্দেশ্য প্রসারে তাদের নিজস্ব কর্মসূচি প্রণয়ন করবে এবং অঙ্গ সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে পার্টি স্বতঃস্ফূর্ত সহযোগিতা করিবে, তেমন পার্টির কর্মসূচি বাস্তবায়নে অঙ্গ সংগঠন স্বতঃস্ফূর্ত সহযোগিতা করিবে।