আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৩। সংজ্ঞা
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

সংজ্ঞা,

(১) “অসদাচরণ” বলিতে ক্ষমতার অপব্যবহার, যৌন হয়রানি, দুর্নীতি, প্রতারণা, দল ও স্বজনপ্রীতি (পৌরনীতির ভাষায়), ধর্মীয় অসহিষ্ণুতা, মাদক সেবন, পরকীয়া, জুয়াখেলা বা নৈতিক স্খলনকে বুঝাইবে,

(২) রাষ্ট্রদ্রোহি” বলিতে কোনো নাগরিক বাংলাদেশের নিরাপত্তা, সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা ও গণতান্ত্রিক মূল্যবোধ অস্বীকার করেন বা ক্ষতি সাধনের চেষ্টা করেন, বাংলাদেশের জনগণের ঐক্য ও সংহতি বিনষ্ট করার প্রয়াস, এবং নাগরিকের চিন্তা ও আবেগকে রুদ্ধ করার প্রয়াসকে বুঝাইবে,

(৩) “সহযোগী সদস্য” বলিতে কোন ব্যক্তি যাহার সম্মতিতে পার্টির সদস্য হইবেন, 

(৪) “শুভাকাঙ্ক্ষী সদস্য” গলিতে কোন ব্যক্তি সহযোগী সদস্য ব্যতীত অতিরিক্ত সদস্যের বলিয়া যাহার আইডি উল্লেখ করিয়া পার্টিতে সদস্য হইবেন,

(৫) “দেশি উৎস” বলিতে দেশের বাজার হইতে আয় অথবা দেশি শ্রমিকের অবদানে বিদেশের বা বিশ্ব বাজার হইতে আয়,

(৬) “দেউলিয়া” অর্থ আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের পাওনা পরিশোধে করনি অথবা বাংলাদেশের আইনের যাকে দেউলিয়া বলা হয়েছে,

(৭) “সম্পদ” বলিতে যাহা বিক্রয় করা যায় এবং যাহার বিক্রয় মূল্য ১,০০০ টাকার অধিক,

(৮) “স্থায়ী সম্পদ” বলিতে ঋণের অর্থ বা সমপরিমাণ সম্পদ এবং শেয়ার মার্কেট ভ্যালু ব্যতীত ব্যক্তির মালিকানাধীন সকল সম্পদ,

(৯) সম্পদের প্রবৃদ্ধিবলিতে অর্থবছরের শুরুতে ঋণের অর্থ বাদ দিয়ে এবং শেয়ার মার্কেট ভ্যালু ব্যতীত তাঁহার অর্থ সহ মোট সম্পদের বাজার মূল্য ছিল, অর্থবছর শেষে ঋণের অর্থ বাদ দিয়ে এবং শেয়ার মার্কেট ভ্যালু ব্যতীত তাঁহার অর্থ সহ মোট সম্পদের বাজার মূল্যের তুলনা,