নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
মানবিক সমাজ পার্টি-HSP একটি ‘সোশ্যাল প্লাটফর্ম’। প্রচলিত গণতন্ত্রের অন্ধকার বিষয়সমূহ পাশ কাটিয়ে নতুন ধারার গণতন্ত্রের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে এই প্ল্যাটফর্মটি পরিচালিত হবে। কাজেই, প্রকৃত গণতান্ত্রিক ধারায় একক ব্যক্তির সিদ্ধান্ত বা কর্তৃত্বের কোনো সুযোগ নেই।
যেহেতু, গঠনতন্ত্র ও তফসিলে উল্লেখিত সুস্পষ্ট কর্মসূচীর ভিত্তিতে বাংলাদেশের জনগণ পার্টির সদস্য হওয়ার মাধ্যমে এই সোশ্যাল প্লাটফর্মে একত্রিত হইবে, সেহেতু প্রতিষ্ঠাতা (যিনি কর্মসূচীর উদ্ভাবক/গবেষক) কর্মসূচীর নিশ্চয়তা প্রদান করিবেন।
(ক) প্রতিষ্ঠাতা সদস্য,
(১) প্রতিষ্ঠাতা হিসেবে ‘আবু সাইদ রিয়াজ’ আজীবন উপদেষ্টা পরিষদের সদস্য হইবেন এবং প্রতিষ্ঠাতা পদ বহিষ্কার অযোগ্য হইবেন।
(২) প্রতিষ্ঠাতার অবর্তমানে তাঁর মনোনীত নমিনি ‘হুমায়রা তামান্না’ প্রতিষ্ঠাতা পদের দায়িত্ব পালন করবেন। নমিনির অবর্তমানে প্রতিষ্ঠাতার পরিবারের (প্রতিষ্ঠাতা/নমিনি কর্তৃক লিখিত) সংখ্যাগরিষ্ঠ সদস্যবৃন্দের সম্মতিতে একজন সদস্য ৪ বছরের জন্য মনোনীত হইবেন।
(খ) প্রতিষ্ঠাতা সদস্যের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য,
(১) প্রতিষ্ঠাতা পদের একটি মাত্র ক্ষমতা থাকিবে, তিনি যেকোনো কারণে পার্টির প্রেসিডিয়াম কমিটি বিলুপ্ত করিয়া নতুন কমিটি আহ্বান করিতে পারিবেন এবং প্রেসিডিয়াম কমিটি বিলুপ্ত হইলে পার্টি হইতে প্রেসিডিয়াম কমিটির সকল সদস্য বহিষ্কৃত হইবেন। তবে কোনোভাবেই প্রেসিডিয়াম কমিটির সকল সদস্য ব্যতীত কোনো এক বা একাধিক সদস্যকে বহিষ্কার করিতে পারিবেন না।
(২) পার্টির যেকোনো কার্যক্রম সম্পর্কে অবগত হইতে পারিবেন (সোশ্যাল প্লাটফর্মের সকল তথ্যের এক্সেস থাকিবে) ।
(৩) সোশ্যাল প্লাটফর্মের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচী বহির্ভূত কাজ বা নীতি সম্পর্কে লিখিত সংশোধনী ও সতর্ক বার্তা প্রদান করিতে পারিবেন। তবে পার্টির কোনো সিদ্ধান্ত বা কাজে বাঁধা দিতে পারিবেন না।
(৪) সোশ্যাল প্লাটফর্মের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচী বাস্তবায়নে তাগিদ প্রদান করিবেন।
(৫) মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক অবক্ষয় রোধে এবং সুখী জীবন প্রতিষ্ঠায় রিসার্চ কার্যক্রম তদারকি করিবেন।
(৬) গঠনতন্ত্রের এই ধারার (সোশ্যাল প্লাটফর্মের প্রতিষ্ঠাতা) পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে প্রতিষ্ঠাতা সম্মতি প্রয়োজন হইবে।
(৭) পার্টির নির্বাচনে সাধারণ সদস্যের ন্যায় অংশগ্রহণ করিবেন এবং সাধারণ সদস্যের ন্যায় গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত কমিটিতে দায়িত্ব পালন করবেন (এ ক্ষেত্রে প্রতিষ্ঠাতা সাধারণ সদস্যের ন্যায় মূল্যায়িত হইবেন)
(৮) প্রেসিডেন্টের ন্যায় প্রতিষ্ঠাতা সম্মানী ও সুযোগ-সুবিধা প্রাপ্ত হইবে।