আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৫৩। সম্পাদক
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

সম্পাদক,

(১) এক বা একাধিক বিভাগীয় কার্যাবলি সম্পাদন করিবেন,

(২) পার্টির কল্যাণে ও বিভাগ সম্পর্কিত বিষয়ে ঊর্ধ্বতনদের পরামর্শ বা সুপারিশ প্রদান করা,

(৩) প্রতি সপ্তাহে অন্তত একদিন সরাসরি বা ভারচুয়াল সভায় বিভাগের কার্যাবলির অগ্রগতি সম্পর্কে অবগত করা,

(৪) নিজ বিভাগের উপ-কমিটির বিধি অনুযায়ী দায়িত্ব পালন করা,

(৫) পার্টির সকল পর্যায়ের সভায় নিজের মতামত স্পষ্ট ও দ্ব্যর্থহীন দৃপ্তকণ্ঠে প্রকাশ করা,

(৬) পার্টি ও ঊর্ধ্বতন সদস্য কর্তৃক প্রদেয় যেকোনো দায়িত্ব সততা ও নিষ্ঠার সহিত পালন করা,

(৭) পার্টি ও ঊর্ধ্বতন সদস্য কর্তৃক দায়িত্ব-কর্তব্য ও ক্ষমতা নির্ধারণ ইহবে,

(৮) যুগ্ম সাধারণ সম্পাদক অপসারণের ন্যায় একই হইবে,