নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
(ক) প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাতা পদে মনোনীত ব্যক্তি পদাধিকারবলে পার্টির উপদেষ্টা পরিষদের সদস্য হইবেন।
(খ) বাংলাদেশের স্বাধীনতায় বিশেষ অবদানের জন্য খেতাব খেতাবপ্রাপ্ত ও ৮ জুলাই
২০২৪ ঘোষিত ৬৫ জন সমন্বয়ক, পার্টির সদস্য হইলে পদাধিকারবলে পার্টির
উপদেষ্টা পরিষদের সদস্য হইবেন।
(গ) পূর্ণ মেয়াদে পার্টির সাবেক দুই টার্মের মন্ত্রী/সমমান বা প্রতিমন্ত্রী/সমমান বা উভয় পদ মিলিয়া, এক টার্মের আঞ্চলিক পরিষদের সদস্য ও এক টার্মের প্রধানমন্ত্রী পদাধিকারবলে উপদেষ্টা পরিষদের সদস্য হইবেন।
(ঘ) প্রেসিডিয়াম
কমিটির সম্মতিতে
পার্টির যেকোনো সদস্য উপদেষ্টা পরিষদের সদস্য হইতে
পারিবেন।
(ঙ) যোগ্যতা
ও অযোগ্যতা,
(অ) উপদেষ্টা পরিষদের সদস্য হইতে, পার্টির সদস্য
হইতে হইবে।
(আ) পার্টি হইতে বহিষ্কৃত হইলে ২ বছরের মধ্যে উপদেষ্টা পরিষদের
সদস্য হইতে পারিবেন না।
(চ) মেয়াদ ও পদত্যাগ,
(অ) উপদেষ্টা পরিষদের পদের মেয়াদ থাকবে আজীবন।
(আ) প্রতিষ্ঠাতা বরাবর পদত্যাগ করিবার কারণ উল্লেখ পূর্বক আবেদন করিয়া উপদেষ্টা পরিষদ সদস্য পদ ত্যাগ করিতে
পারিবেন।
(ছ) অপসারণ,
(অ) প্রেসিডিয়াম কমিটির ২/৩ সদস্যের সুপারিশে এবং প্রতিষ্ঠাতার সম্মতিতে উপদেষ্টা পরিষদের সদস্য অপসারণ করা যাইবে।