নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
(ক) দলের সদস্য ও স্থানীয় বিচার কার্য পরিচালনায় কার্যনির্বাহী কমিটি এক বা একাধিক আইনজীবী নির্ধারিত সম্মানী সহ নিয়োগ দিবেন এবং দ্রুত সময়ে বিচার কার্য নিষ্পত্তি করিবেন।
(খ) লিখিত অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিচার কার্যের ক্ষেত্রে অভিযুক্তকে হাজির বা বিচার মানতে বাধ্য করা যাইবে না, সরকারি বিচার ব্যবস্থা (আদালত) উম্মুক্ত থাকিবে। তবে আইনের মধ্য থাকিয়া দলের প্রত্যেক সদস্য অবাধ্য উক্ত ব্যক্তিকে সকল প্রকার সেবা ও কারবার করা হইতে বিরত থাকিতে পারিবে/বয়কট করিতে পারিবে এবং অভিযোগকারীর পক্ষে কমিটির সিদ্ধান্তে আইনজীবী (কমিটির বিচারক) আদালতে মামলা পরিচালনা করিতে পারিবেন।
(গ) নির্দিষ্ট ক্ষেত্রে লিখিত অভিযোগের ভিত্তিতে দলের সদস্যের (অভিযুক্ত ও অভিযোগকারী উভয় দলের সদস্য) বিচার কার্যের ক্ষেত্রে অভিযুক্তকে হাজির বা বিচার মানতে বাধ্য করা যাইবে, তবে দলের গঠনতন্ত্র ও নীতি বিরোধী কাজের ক্ষেত্রে সরকারি বিচার ব্যবস্থা (আদালত) উম্মুক্ত থাকিবে।
(ঘ) ওয়ার্ডের দলীয় বিচার বিভাগের রায়ের বিরুদ্ধে ইউনিয়ন দলীয় বিচার বিভাগে রায়ের কপি সহ লিখিত নিষ্পত্তি জন্য আবেদন করা যাবে, ইউনিয়ন দলীয় বিচার বিভাগের রায় চূড়ান্ত বলে গণ হবে।