নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
(১) চেয়ারম্যানের কাজে সহযোগিতা করা এবং চেয়ারম্যান কর্তৃক অর্পিত দায়িত্ব পালন
করা,
(২) চেয়ারম্যানের অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের
দায়িত্ব পালন করা,
(৩) সরকার ও পার্টির সকল কার্যক্রমের তদারকী ও সমন্বয় সাধন করা,
(৪) পার্টি সদস্যদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও
মিডিয়া উইং পরিচালনায় সহযোগিতা করা,
(৫) পার্টির কর্মকর্তা ও সদস্যদের অপরাধ ও অসদাচরণের বিরুদ্ধে গোপন তথ্য সংগ্রহ
করিয়া যথাযথ ব্যবস্থা গ্রহণ করা,
(৬) নাগরিকতন্ত্রের কর্মে কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধির অসাদাচরণ ও অনিয়মের
বিরুদ্ধে পার্টির প্রদেয় রিপোর্টের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ
করা,
(৭) পার্টির সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনকে গতিশীল করা,
(৮) নিয়ম অনুযায়ী পার্টির বৈঠক আহ্বান করা এবং কোরাম পূর্ণে ব্যবস্থা গ্রহণ করা,
(৯) কাউন্সিলদের দায়-দায়িত্ব, ক্ষমতা ও কর্তব্য
নিরূপণ করা,
(১০) উপ-কমিটিসমূহের কার্যাদি তদারক ও সমন্বয়ের ব্যবস্থা করা,
(১১) পার্টি অর্থ অনুমোদন সহ অর্থ আয় ও ব্যয় নিরীক্ষা করা,
(১২) কার্যনির্বাহী কমিটির রিপোর্ট অনুসারে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্ব
আরোপ,
(১৩) পার্টির সকল পর্যায়ের সভায় নিজের মতামত স্পষ্ট ও দ্ব্যর্থহীন দৃপ্তকণ্ঠে
প্রকাশ করা
(১৪) পার্টি ও ঊর্ধ্বতন সদস্য কর্তৃক প্রদেয় যেকোনো দায়িত্ব সততা ও নিষ্ঠার সহিত
পালন করা,
(১৫) চেয়ারম্যানের ন্যায় ক্ষমতা ও অধিকার থাকিবে,
(১৬) কোনো ফৌজদারি অপরাধ বা অসদাচরণের ভিত্তিতে পার্টি থেকে বহিষ্কার ব্যতীত অপসারণ
করা যাইবে না,