নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
(১) প্রেসিডেন্টের দায়িত্ব-কর্তব্য,
(ক)
পার্টির প্রধান দায়িত্ব প্রেসিডেন্টের উপর অর্পিত থাকিবে। প্রেসিডেন্ট,
উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কাউন্সিলের নিকট দায়ী থাকিবেন।
(খ)
প্রেসিডিয়াম কমিটি, অস্থায়ী বা স্থায়ী উপ-কমিটি ও প্রেসিডিয়াম সদস্যদের
সহিত আলোচনা করিয়া পার্টির নীতি নির্ধারণ ও সকল গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত
গ্রহণ করিবেন।
(গ) নিজের অর্থ-সম্পদ ও আত্মত্যাগ দিয়া পার্টির উদ্দেশ্য ও
লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকিবেন।
(ঘ) পার্টির কাজ ও স্বার্থকে নিজের কাজ ও স্বার্থের ঊর্ধ্বে
প্রাধান্য দিবেন।
(ঙ) কেবল গোপনীয় ও জরুরি মুহূর্ত ব্যতীত পার্টির সকল সিদ্ধান্ত
সমষ্টিগতভাবে গ্রহণ করিবেন।
(চ) পার্টির সদস্যদের মধ্যে নিরপেক্ষতা, ন্যায়পরতা ও সুবিচার
নিশ্চিত করিবেন।
(ছ) পার্টির অর্থ-সম্পদ যথাযথ সংরক্ষণ ও ব্যয় নিশ্চিত করিবেন।
(জ) পার্টির গঠনতন্ত্র অনুসরণ করিয়া কার্য করিবেন এবং সদস্যদের
মধ্যে ঐক্য, ও শৃঙ্খলা বজায় রাখিতে সচেষ্ট হইবেন।
(ঝ) পার্টির সকল সিদ্ধান্তের সুষ্ঠু বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা
গ্রহণ করিবেন এবং প্রকাশ্য ও গোপনে তদারকি করিবেন।
(ঞ) গঠনতন্ত্রের যে কোনো ধারা ব্যাখ্যা করিয়া বিধি প্রণয়ন করা।
(ট) পার্টির সকল সদস্যকে নিজের পরিবার সমতুল্য মর্যাদা, স্নেহ ও
ভালবাসা প্রদান করিবেন।
(ঠ) পার্টির কোনো সদস্যের বিরুদ্ধে ভেবেচিন্তে যাচাই-বাছাই করে
ব্যবস্থা গ্রহণে পরামর্শ প্রদান করিবেন।
(ড) পার্টির মূলনীতির পরিপন্থী বা জনসাধারণের জন্য হুমকি স্বরূপ
সদস্যকে পার্টিতে কোনো অবস্থাতেই বরদাস্ত করবেন না বা ক্ষমা প্রদর্শনে করিবেন না।
(ঢ) কোনো সদস্য ফৌজদারি অপরাধ বা অপরাধমূলক অসদাচরণে লিপ্ত হইলে
পার্টির স্বার্থ বিরোধী হইলেও আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট সপর্দ করিতে পরামর্শ
প্রদান করিবেন।
(ন) পার্টির স্বার্থ বা অর্থ-সম্পদের বিনিময়ে কোনো জনস্বার্থ বিরোধী
অন্যায় প্রস্তাব গ্রহণ করিবেন না।
(২) প্রেসিডেন্টের ক্ষমতা ও অধিকার,
(ক) গুরুত্বপূর্ণ
বিষয়ে জরুরী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিধান বা কোরাম অনুযায়ী সদস্যদের সহিত
আলোচনা করিবার সুযোগ না হইলে, এক বা একাধিক যথাযথ সদস্যের সহিত যোগাযোগ করা সম্ভব
হইলে তাঁহাদের সহিত পরামর্শ করিয়া সিদ্ধান্ত গ্রহণ করিবেন।
(খ)
কোনো সমাবেশ, কর্মসূচি বা অধিবেশন স্থগিত করিতে পারিবেন এবং কোনো কমিটি, কাউন্সিল
বা কার্যনির্বাহী পরিষদের সভা আহবান করিতে পারিবেন।
(গ) জরুরী প্রয়োজনে পার্টির অর্থ ব্যবহারের অনুমতি প্রদান করিতে পারবেন।
(ঘ) পার্টির কোনো কমিটি স্থগিত বা ভাঙ্গিয়া দিতে বা কোনো
সদস্যকে অপসারণ করিতে পারিবেন না, তবে যথাযথ কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করিতে
পারিবেন।
(ঙ) কোনো সদস্যকে ক্ষমাপ্রদর্শন করিতে পারিবেন।
(চ) দায়িত্ব ও ব্যক্তিগত কাজের জন্য ১১ সদস্যসের একটি ব্যক্তিগত
টিম নিজে নিয়োগ দিতে পারিবেন যেখানে সহযোগী হইতে পিয়ন থাকিবে।
(৩) প্রেসিডেন্টের মেয়াদ, অপসারণ ও পদত্যাগ,
(ক) প্রেসিডেন্টের মেয়াদ হইবে চার
বৎসর। তাঁহার বিরুদ্ধে তিন-চতুর্থাংশ
উপদেষ্টা পরিষদ বা প্রেসিডিয়াম কমিটির সদস্য
অসন্তোষ প্রকাশ করিলে অপসারিত হইবেন। তবে অপসারণের ক্ষেত্রে তাঁকে আত্মপক্ষ
শুনানির সুযোগ পাইবে এবং অসুস্থতা জনিত কারণে অপসারণের প্রস্তাবে প্রেসিডিয়াম কমিটি
চিকিৎসকের পরামর্শ গ্রহণ করিবেন।