নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
(১) পার্টির প্রেসিডিয়াম কমিটির সুপারিশে উপদেষ্টা পরিষদের ২/৩ সদস্যের সম্মতিতে প্রত্যেক পদের জন্য তিনজন প্রার্থীর নাম প্রদান করিবে এবং পার্টি কর্তৃক নির্বাচিত সংসদ সদস্যরা প্রত্যেক পদের জন্য ইনস্ট্যান্ট রান অফ টপ-থ্রি ভোটিং সিস্টেমে নির্বাচিত করিবেন এবং নির্বাচিতদের মধ্যে প্রধানমন্ত্রী ও মন্ত্রী বা প্রধান প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদ বন্টন হইবে।
(২) প্রধানমন্ত্রী বা প্রধান প্রতিমন্ত্রী মনোনয়নে চারটি পরিসংখ্যানের (১- সংসদ নির্বাচনে ভোটার ও প্রাপ্ত ভোট সংখ্যার অনুপাত, ২- পার্টির কমিটিতে পদমর্যাদা ও সময়কাল, ৩-বর্তমান টার্মে পার্টির ওয়ার্ড থেকে বর্তমান পদ পর্যন্ত নির্বাচনে মোট ভোটার ও প্রাপ্ত ভোট সংখ্যার অনুপাত, ৪- শিক্ষা ও ব্যক্তি জীবনে দক্ষতা) সমন্বয় পার্টির প্রেসিডিয়াম কমিটি সুপারিশ করিবেন।
(৩) নির্দিষ্ট মন্ত্রণালয়ের বিষয়ে দক্ষ, সৎ ও নিষ্ঠাবান সংসদ সদস্যকে গুরুত্ব দেওয়া হইবে, কোনো পদের ক্ষেত্রে বয়স মুখ্য হইবে না। প্রত্যেকটি অঞ্চল হইতে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সংখ্যার ভারসাম্য রেখে পার্টি নাম প্রদান করিবে।
(৪) প্রধানমন্ত্রী ও মন্ত্রী বা প্রধান প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ
করিলে ঐ টার্মে তাঁর কমিটির পদ শূন্য হইবে।