নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
১.১ প্রেসিডেন্ট, (পার্টির সর্বাধিক ক্ষমতার অধিকারী হইবেন)
১.২ ভাইচ-প্রেসিডেন্ট,
১.৩ সাধারণ সম্পাদক,
১.৪ যুগ্ম সাধারণ সম্পাদক,
১.৫ সম্পাদক,
১.৬ সহ-সম্পাদক,
১.৭ কোষাধ্যক্ষ,
১.৮ ও ১.৯ নির্বাহী সদস্য- পদাধিকার বলে কেন্দ্রীয় কাউন্সিলের কার্যপরিষদের চেয়ারম্যান ও ভাইচ চেয়ারম্যান।
১.১০ ও ১.১১ নির্বাহী সদস্য- পদাধিকার বলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সহ-সভাপতি।
২.১ প্রেসিডিয়াম কমিটির পার্টির অভিভাবক রূপে দায়িত্ব ও কর্তব্য পালন করিবে।
২.২ উপদেষ্টা পরিষদ পার্টির সর্বোচ্চ কমিটি ও প্রধান নীতি নির্ধারক অঙ্গ হইবে।
২.৩ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত সুপারিশে পার্টির লক্ষ্য-উদ্দেশ্য, নীতি, গঠনতন্ত্র, বিধি, বা উপবিধি বাতিল বা সংশোধন বা পরিবর্তন করিতে পারিবে।
২.৪ গঠনতন্ত্রের কোনো অনুচ্ছেদ বাতিল বা সংযোজন বা পরিবর্তন করিতে দুই-তৃতীয়াংশ উপদেষ্টা পরিষদ সদস্যের লিখিত সম্মতি নিতে হইবে।
২.৫ পার্টির লক্ষ্য-উদ্দেশ্য, নীতি, গঠনতন্ত্র, বিধি, বা উপবিধি সম্পর্কে প্রেসিডিয়াম কমিটি ব্যাখ্যা প্রদান করিবে এবং কোনো সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন করার কারণ বিস্তারিত ব্যাখ্যা করিবেন।
২.৬ প্রেসিডিয়াম কমিটির সাধারণ সভায় উপদেষ্টা পরিষদ সদস্যবৃন্দ আমন্ত্রিত হইবেন।
২.৭ পার্টির মধ্যে কোনো বিষয়ে অসন্তুষ্টি বা মতানৈক্য সৃষ্টি হইলে প্রেসিডিয়াম কমিটি সে বিষয় মীমাংসা করিয়া চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করিবে।
২.৮ প্রেসিডিয়াম কমিটি পার্টির প্রধান নির্বাচক মনোনীত করিবে এবং প্রধান নির্বাচক প্রেসিডিয়াম কমিটির নিকট জবাবদিহিতা ও রিপোর্ট প্রদান করিবেন ।
২.৯ উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কাউন্সিলের সমন্বয়ে সকল নির্বাচন অনুষ্ঠিত হইবে এবং অধীনস্থ সকল কমিটির নির্দেশক্রমে নির্বাচনে সহযোগিতা করিবেন। এছাড়া কোনো নির্বাচন লইয়া কোনো অভিযোগ উপদেষ্টা পরিষদ মীমাংসা বা নিষ্পত্তি করিবে।
২.১০ প্রেসিডিয়াম কমিটি উপদেষ্টা পরিষদ বা প্রেসিডিয়াম কমিটির কোনো সদস্যকে সভাপতি করে যেকোনো বিষয়ে বিভিন্ন অস্থায়ী বা স্থায়ী উপ-কমিটি গঠিত করিতে পারিবেন এবং দায়িত্ব বণ্টন করিবেন। তবে, উপ- কমিটিতে দলের সদস্য নন অথচ বিশেষ ক্ষেত্রে পারদর্শী, যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন এমন ব্যক্তিদেরকেও অন্তর্ভুক্ত করা যাইবে।
২.১১ উপ-কমিটিসমূহ পার্টির চিন্তাকোষ হিসেবেও কাজ করিবে। জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় রাখিয়া বিভিন্ন বিষয়ের উপর পার্টির করণীয় সম্পর্কে প্রেসিডিয়াম কমিটিকে পরামর্শ বা দিক-নির্দেশনা দিবেন।
২.১২ সরাসরি বা ভার্চুয়াল সপ্তাহে অন্তত একটি বৈঠক অনুষ্ঠিত হইবে,তবে দুটি বৈঠকের মধ্যে সর্বোচ্চ ১৫ দিনের অধিক গ্যাপ থাকিবে না।
২.১৩ প্রেসিডিয়াম কমিটির ৮ জন সদস্যের সরাসরি বা ভার্চুয়াল উপস্থিতে কোরাম পূর্ণ হইবে এবং কমিটির ৮ জন সদস্যের সম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হইবে। তবে বিশেষ পরিস্থিতি উল্লেখ করিয়া, প্রেসিডেন্ট ও ভাইচ প্রেসিডেন্টের সম্মতিতে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবেন।
২.১৪ তৎক্ষণাৎ প্রয়োজনে প্রেসিডেন্ট ও ভাইচ প্রেসিডেন্টের সম্মতিতে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবেন। তবে নিকটতম সভায় সিদ্ধান্ত গৃহীত হইতে হইবে, নতুবা সিদ্ধান্ত বাতিল হইবে।
২.১৫ প্রেসিডিয়াম কমিটির অধীন কেন্দ্রীয় কাউন্সিলের কার্যপরিষদ ও কার্যনির্বাহী কমিটি হইবে এবং সকল বিষয়ে প্রেসিডিয়াম কমিটিকে অবগত করিবেন, প্রয়োজনে, গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতি গ্রহণ করিবে।
২.১৬ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক কোনো কর্মসূচির প্রস্তাবের ভিত্তিতে প্রেসিডিয়াম কমিটি বিবেচনা করে সম্মতি দিবে।
২.১৭ নির্দিষ্ট এক বা একাধিক বিষয়ে প্রেসিডিয়াম কমিটি কর্তৃক অনুমোদনের ক্ষমতা অধীনস্থ কমিটিকে প্রদান করিতে পারিবে।
২.১৮ প্রেসিডিয়াম কমিটি বা কোনো সদস্যের বিরুদ্ধে তিন-চতুর্থাংশ উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য একই সাথে লিখিত অসন্তোষের প্রকাশ করিলে অপসারিত বা বিলুপ্ত হইবে।
২.১৯ প্রেসিডিয়াম কমিটি জাতীয় নির্বাচন কমিশনের ন্যায় দায়িত্ব পালন করিবেন এবং প্রয়োজনে জাতীয় নির্বাচন কমিশনের সহযোগিতা গ্রহণের অনুমতি প্রদান করিবেন।
৩.১ প্রতি চার বছর পরপর অধিবর্ষের ৫ আগস্ট “ইনস্ট্যান্ট রান-অফ ভোটিং টপ-সেভেন” পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হইবে।
৩.২ উপদেষ্টা পরিষদের সদস্যদের ভোটে তাঁদের মধ্য থেকে প্রেসিডিয়াম কমিটির নির্বাহী সদস্য ব্যতীত অন্যান্য ৭ জন সদস্য নির্বাচিত হইবেন।
৩.৩ উপদেষ্টা পরিষদ হইতে নির্বাচিত ৭ জন সদস্য ও ৪ জন নির্বাহী সদস্য লইয়া ১১ জনের প্রেসিডিয়াম কমিটি গঠিত হইবে।
৩.৪ যিনি ভোটারদের প্রথম পছন্দে থাকিবেন তিনি প্রেসিডেন্ট, দ্বিতীয় পছন্দে থাকিবেন তিনি ভাইচ-প্রেসিডেন্ট......এভাবে যিনি সপ্তম পছন্দে থাকিবেন তিনি সহ-সম্পাদক নির্বাচিত হইবেন।
৩.৫ কোনো পদে সমভোট হইলে, পার্টির সদস্য পদে (একটানা) জেষ্ঠ্যতার ভিত্তিতে মনোনীত হইবেন এবং অন্যজন ক্রমিক অনুযায়ী পরবর্তী পদে মনোনীত হইবেন। নিষ্পত্তি না হইলে, লটারির মধ্যমে পদে মনোনীত হইবেন।
৩.৬ প্রেসিডিয়াম কমিটির পদ শূন্য হইলে এবং পদের মেয়াদ পূর্তি হইতে ১ বছর বাকি থাকিলে ১ মাসের মধ্য নতুন নির্বাচন হইবে, এর কম হইলে প্রেসিডিয়াম কমিটির সম্মতিতে উপদেষ্টা পরিষদের কোনো সদস্য ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করিবেন। তবে সংখ্যাগরিষ্ঠ পদ শূন্য হইলে ১ মাসের মধ্য নতুন নির্বাচন হইবে।
উপদেষ্টা পরিষদের প্রত্যেক সদস্য অন্য সদস্যদের নিম্নোক্ত বিষয়ে প্রতিবছর মে মাসে স্কোর প্রদান করবেন, উক্ত স্কোর থেকে প্রার্থীর পূর্ববর্তী চার বছরের স্কোর গ্রহণ করা হবে (পূর্ববর্তী স্কোর পরিবর্তন যোগ্য নয়)
৪.১ "৫ স্কোর= অনুশোচনা বা আত্মসমালোচনার বৈশিষ্ট্য (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।"
৪.২ "৫ স্কোর= অর্থ লেনদেন, চুক্তি, অঙ্গীকার ও প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীলতা (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।"
৪.৩ "৫ স্কোর= কাজের স্বচ্ছতা, দায়িত্বের পরিচ্ছন্নতা, সমালোচনা ও মতামত গ্রহণের সক্ষমতা (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।"
৪.৪ "৫ স্কোর= কার্যপরিষদ বা কার্যনির্বাহী কমিটিতে পদমর্যাদা (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।"
৪.৫ "৫ স্কোর= নিকটতম নির্বাচনে প্রাপ্ত ভোট ও ভোটারের অনুপাত (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।"
৪.৬ "৫ স্কোর= সততা, নিষ্ঠা, দূরদর্শী ও প্রজ্ঞাবান (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।"
৪.৭ "৫ স্কোর= কর্মসূচিতে অবদান, পরিশ্রমী ও কর্ম চঞ্চলতা (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।"
৪.৮ "৫ স্কোর (স্কোর কর্তন করা হবে)= লোভ-লালসা, মাদকাসক্ত ও জুয়ারি (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।"
৪.৯ "৫ স্কোর (স্কোর কর্তন করা হবে)= উশৃংখল, অহংকারী, চরম স্বার্থপর, অলস ও দায়িত্ব-কর্তব্য এড়িয়ে যাওয়ার প্রবণতা (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।"
৪.১০ "৫ স্কোর (স্কোর কর্তন করা হবে)= বিদেশি সেবা ও পণ্যের ব্যবহার (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।"
৪.১১ "৫ স্কোর (স্কোর কর্তন করা হবে)= অপচয়, অপব্যয় ও তছরুপ করার প্রবণতা (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।"
৫.১ প্রতি চার বছর পরপর অধিবর্ষের ৫ আগস্ট প্রেসিডিয়াম কমিটির নির্বাচন অনুষ্ঠিত হইবে।
৫.২ প্রেসিডিয়াম কমিটির একই পদে একজন সদস্য সর্বোচ্চ ২ টার্ম বা আংশিক (৪>বছর) ও ২ টার্ম দায়িত্ব পালন করিতে পারিবেন।
৬.১ যেকোনো প্রেসিডিয়াম সদস্য বা প্রেসিডিয়াম কমিটির প্রেসিডেন্ট ব্যতীত অন্য সদস্য প্রেসিডিয়াম কমিটির প্রেসিডেন্ট বরাবর লিখিত চিঠির মাধ্যমে পদত্যাগ করিতে পারিবেন। তবে এক মাস পরে প্রথম সপ্তাহে প্রেসিডেন্ট পদত্যাগ গ্রহণ করিয়া ফিরতি চিঠি প্রদান করিলে আনুষ্ঠানিক পদত্যাগ কার্যকার হইবে, প্রেসিডিয়াম কমিটির কোনো সদস্যের সম্মতিতে এক মাসের মধ্যে পদত্যাগ পত্র ফেরত নিতে পারিবেন।
৬.২ প্রতিষ্ঠাতা বরাবর লিখিত চিঠির মাধ্যমে প্রেসিডেন্ট পদত্যাগ করিতে পারিবেন। তবে এক সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠাতা পদত্যাগ গ্রহণ করিয়া ফিরতি চিঠি প্রদান করিলে আনুষ্ঠানিক পদত্যাগ কার্যকার হইবে, সংখ্যাগরিষ্ঠ প্রেসিডিয়াম কমিটির সদস্যের সম্মতিতে সাত দিনের মধ্যে পদত্যাগ পত্র ফেরত নিতে পারিবে।
৭.১ প্রেসিডিয়াম কমিটির বিরুদ্ধে তিন-চতুর্থাংশ উপদেষ্টা পরিষদ বা কেন্দ্রীয় কাউন্সিল সদস্য একই সাথে লিখিত অসন্তোষ প্রকাশ করিলে কমিটি ভেঙ্গে যাইবে।
৭.২ প্রেসিডিয়াম কমিটির তিন-চতুর্থাংশ সদস্যের সুপারিশে এবং উপদেষ্টা পরিষদের দুই-তৃতাংশ সদস্যের সম্মতিতে কোনো সদস্য পদ থেক দল থেকে অপসারিত হইবেন।
৭.৩ প্রেসিডিয়াম কমিটির কোনো সদস্যের বিরুদ্ধে প্রেসিডেন্ট সর্বোচ্চ ৭ দিন বা প্রেসিডিয়াম কমিটির দুই-তৃতাংশ সদস্যের সম্মতিতে সর্বোচ্চ ৬০ দিন সাময়িক ব্বরখাস্ত করিতে পারিবে।
৭.৪ প্রতিষ্ঠাতা প্রেসিডিয়াম কমিটির ভেঙ্গে দিতে পারিবেন। তবে প্রতিষ্ঠাতা কমিটি ভেঙ্গে দিলে কমিটির সকল সদস্য পার্টি থেকে বহিষ্কৃত হইবেন