নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
(ক) পার্টির উপদেষ্টা পরিষদে সর্বনিম্ন ৩৩% নারী সদস্য থাকবে।
(খ) কেন্দ্রীয়
কাউন্সিল ব্যতীত প্রতিটি স্তরে পরুষ কাউন্সিলের ন্যায় নারীদের জন্য পার্টির ভিন্ন কাউন্সিল থাকিবে। তবে কেন্দ্রীয়
কাউন্সিলে সর্বনিম্ন ৪০% নারী সদস্য থাকিবে।
(গ) কেন্দ্রীয় কার্যনির্বাহী
কমিটি ব্যতীত প্রতিটি স্তরে পরুষ কার্যনির্বাহী কমিটি ন্যায় নারীদের জন্য পার্টির ভিন্ন কার্যনির্বাহী
কমিটি থাকিবে। তবে কেন্দ্রীয়
কার্যনির্বাহী কমিটিতে সর্বনিম্ন ৪০% নারী সদস্য থাকিবে।
(ঘ) পার্টির অন্যান্য কমিটি বা উপ কমিটিতে সর্বনিম্ন ৩৩% নারী
সদস্য থাকবে।
(ঙ) দেশের প্রতিটি সংসদ
আসনে পরপর দুই টার্মে পার্টি কর্তৃক নির্বাচিত সাংসদ পুরুষ থাকিলে পরবর্তী টার্মে নারী
অথবা পরপর দুই টার্ম নির্বাচিত নারী থাকিলে পরবর্তী টার্মে পুরুষ প্রার্থী ঐ আসনে বাধ্যতামূলক
হইবে,
(চ) সংসদ
সদ্য পদ প্রার্থী সর্বনিম্ন ৩৩% নারী সদস্য থাকবে।
“পার্টির কোনো কমিটির একই পদে একজন নারী পূর্ণ দুই মেয়াদের বেশি
দায়িত্ব পালন করিতে পারিবেন না এবং উপদেষ্টা পদ ব্যতীত এক
টার্মে একাধিক কার্যনির্বাহী কমিটির পদে অধিষ্ঠিত হইবেন না, নতুন
পদ গ্রহণ করিলে পূর্ব পদ শূন্য হইবে। কোনো নারী জনপ্রতিনিধি ঐ টার্মে কোনো
কার্যনির্বাহী পদের সদস্য হইবে না”