আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৬৪। সিদ্ধান্ত
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১। সিদ্ধান্ত (কর্মসূচি সহ অন্যান্য সিদ্ধান্ত),

(ক) ওয়ার্ড কমিটির সিদ্ধান্ত,

(অ) ওয়ার্ড কমিটির সিদ্ধান্তের প্রতি ওয়ার্ড কমিটির নির্বাহী সদস্যদের মতামত যাচাই করতে পার্টির অ্যাপ  ওয়েবসাইটে প্রেরণ করা হবেসদস্যরা ১০ নম্বরের মধ্যে সহমতের ভিত্তিতে নম্বর প্রদান করবে। সকল সদস্যদের উক্ত মতামত এআই ব্যবহার করে সিঙ্গেল মতামতের নম্বরে রূপান্তর করা হবে।

(আ) ওয়ার্ল্ড কার্যনির্বাহী কমিটি সর্বাধিক নম্বর প্রাপ্ত দুটি সিদ্ধান্ত হতে যেকোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করিতে পারবে।

(খ) ইউনিয়ন পর্যায়ের সিদ্ধান্ত,

(অ) ইউনিয়ন কমিটির সিদ্ধান্তের প্রতি ওয়ার্ড কমিটির সদস্যদের মতামত যাচাই করতে পার্টির অ্যাপ  ওয়েবসাইটে প্রেরণ করা হবেসদস্যরা ১০ নম্বরের মধ্যে সহমতের ভিত্তিতে নম্বর প্রদান করবে। সকল সদস্যদের উক্ত মতামত এআই ব্যবহার করে সিঙ্গেল মতামতের নম্বরে রূপান্তর করা হবে।

(আ) ইউনিয়ন কাউন্সিলের কার্যপরিষদ সর্বাধিক নম্বর প্রাপ্ত দুটি সিদ্ধান্ত হতে যেকোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করিতে পারবে।

(গ) উপজেলা পর্যায়ের সিদ্ধান্ত,

(অ) উপজেলা কমিটির সিদ্ধান্তের প্রতি ইউনিয়ন পর্যায়ের কমিটির সদস্যদের মতামত যাচাই করতে পার্টির অ্যাপ  ওয়েবসাইটে প্রেরণ করা হবেসদস্যরা ১০ নম্বরের মধ্যে সহমতের ভিত্তিতে নম্বর প্রদান করবে। সকল সদস্যদের উক্ত মতামত এআই ব্যবহার করে সিঙ্গেল মতামতের নম্বরে রূপান্তর করা হবে।

(আ) উপজেলা কাউন্সিলের কার্যপরিষদ সর্বাধিক নম্বর প্রাপ্ত দুটি সিদ্ধান্ত হতে যেকোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করিতে পারবে।

(ঘ) জেলা পর্যায়ের সিদ্ধান্ত,

(অ) জেলা কমিটির সিদ্ধান্তের প্রতি উপজেলা পর্যায়ের কমিটির সদস্যদের মতামত যাচাই করতে পার্টির অ্যাপ  ওয়েবসাইটে প্রেরণ করা হবেসদস্যরা ১০ নম্বরের মধ্যে সহমতের ভিত্তিতে নম্বর প্রদান করবে। সকল সদস্যদের উক্ত মতামত এআই ব্যবহার করে সিঙ্গেল মতামতের নম্বরে রূপান্তর করা হবে।

(আ) জেলা কাউন্সিলের কার্যপরিষদ সর্বাধিক নম্বর প্রাপ্ত দুটি সিদ্ধান্ত হতে যেকোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করিতে পারবে।

(ঙ) আঞ্চলিক পর্যায়ের সিদ্ধান্ত,

(অ) আঞ্চলিক কমিটির সিদ্ধান্তের প্রতি জেলা পর্যায়ের কমিটির সদস্যদের মতামত যাচাই করতে পার্টির অ্যাপ  ওয়েবসাইটে প্রেরণ করা হবেসদস্যরা ১০ নম্বরের মধ্যে সহমতের ভিত্তিতে নম্বর প্রদান করবে। সকল সদস্যদের উক্ত মতামত এআই ব্যবহার করে সিঙ্গেল মতামতের নম্বরে রূপান্তর করা হবে।

(আ) আঞ্চলিক কাউন্সিলের কার্যপরিষদ সর্বাধিক নম্বর প্রাপ্ত দুটি সিদ্ধান্ত হতে যেকোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করিতে পারবে।

(চ) কেন্দ্র পর্যায়ের সিদ্ধান্ত,

(অ) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের প্রতি আঞ্চলিক পর্যায়ের কমিটির সদস্যদের মতামত যাচাই করতে পার্টির অ্যাপ  ওয়েবসাইটে প্রেরণ করা হবেসদস্যরা ১০ নম্বরের মধ্যে সহমতের ভিত্তিতে নম্বর প্রদান করবে। সকল সদস্যদের উক্ত মতামত এআই ব্যবহার করে সিঙ্গেল মতামতের নম্বরে রূপান্তর করা হবে।

(আ) কেন্দ্রীয় কাউন্সিলের কার্যপরিষদ সর্বাধিক নম্বর প্রাপ্ত দুটি সিদ্ধান্ত হতে যেকোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করিতে পারবে।

(ছ) প্রেসিডিয়াম কমিটির সিদ্ধান্ত,

(অ) প্রেসিডিয়াম কমিটির সিদ্ধান্তের প্রতি কেন্দ্রীয় পর্যায়ের কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মতামত যাচাই করতে পার্টির অ্যাপ ও ওয়েবসাইটে প্রেরণ করা হবে, সদস্যরা ১০ নম্বরের মধ্যে সহমতের ভিত্তিতে নম্বর প্রদান করবে। সকল সদস্যদের উক্ত মতামত এআই ব্যবহার করে সিঙ্গেল মতামতের নম্বরে রূপান্তর করা হবে।

(আ) প্রেসিডিয়াম কমিটি সর্বাধিক নম্বর প্রাপ্ত দুটি সিদ্ধান্ত হতে যেকোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করিতে পারবে।

(জ) বিষয় ভিত্তিক সিদ্ধান্ত,

       (অ) বিষয় ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের পূর্বে উপরোক্ত পদ্ধতিতে নির্দিষ্ট বিষয়ের/বিভাগের সদস্যদের মতামত গ্রহণ করা হবে।