আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৪। নাম, লোগো, প্রতীক, ও পতাকা
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১। নাম ও পরিচয়,

(১) বাংলায় পার্টির নাম হইবে “বাংলাদেশ গণতান্ত্রিক মানবিক সমাজ পার্টি,

(২) ইংরেজিতে পার্টির নাম হইবে Bangladesh Democratic Humanitarian Society Party,

(৩) সংক্ষেপে পার্টির নাম বাংলায় মানবিক সমাজ পার্টি” ও ইংরেজিতে “HSP” বলিয়া অভিহিত করা হইবে,

(৪) বৈষম্য শুরু হয় আমাদের ঘর ও প্রতিদিনের জীবন থেকে। সেটা পরিবার হয়ে রাষ্ট্রে গিয়ে পৌঁছে। অর্থনৈতিক পশ্চাৎপদতার বাইরেও অসচেতনতা, জাতপাত, ধর্ম, বর্ণ, দল-মত ইত্যাদি নানা পরিচয়ে সমাজের পদে পদে মানুষ বৈষম্যের শিকার হয়। তাঁদের অধিকার নিশ্চিত করতে বা বৈষম্য দূর করতে মানবিক সমাজ ব্যবস্থার বিকল্প নেই। কাজেই, মানবিক সমাজ পার্টি সামাজিক আন্দোলন, আলোড়ন ও বিপ্লব ঘটাতে আঙ্গিকারবদ্ধ।


(৫) পার্টির প্রধান কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত হইবে। দেশের প্রতিটি বিভাগে আঞ্চলিক কেন্দ্রীয় কার্যালয় এবং জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে স্থানীয় কার্যালয় থাকিবে।

২। লোগো,

                                                                  A logo with a circle and a green circle with white stars

AI-generated content may be incorrect.

(১) ছোট বৃত্তের মাঝে সাদা রংয়ের উপর দলের প্রতিকবাবুই পাখির বাসাথাকবে

(২) বড় বৃত্ত বরাবর রাউন্ড শেপে দলে পূর্ণ নাম লেখা থাকে এবং দলের সংক্ষিপ্ত নাম দুটি স্টার দিয়ে বিভক্ত থাকবে

(৩) বড় বৃত্ত সংলগ্ন গাছের ছায়ার ন্যায় ছোট-বড় সাদা রঙের সরল মানুষের অর্ধাংশের উপরিভাগের মাথা ছাড়া অবয়ব থাকবে

৩। পতাকা,

 

                                    

 

(১) মানবিক সমাজ পার্টির পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫:৩ হইবে। আয়তক্ষেত্রাকার পতাকার প্রস্থ বরাবর নিম্নের ১/৪ অংশ লাল হইবে এবং পতাকার বাকি অংশ গাঢ় সবুজ রঙের হইবে। 

(২) পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যবিন্দুর বরাবর মানবিক সমাজ পার্টির লোগো থাকবে। লোগোটি পতাকার প্রস্থের ৪/৫ অংশ ব্যাস বিশিষ্ট হইবে এবং পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যবিন্দুতে লোগোর কেন্দ্রবিন্দু হইবে

(৩) সবুজ= পরিবেশবান্ধব ও সাসটেইনেবল সবুজ আধুনিকায়ন, সবুজ আবাসন, সুস্বাস্থ্য, সবুজ বিনোদন, সবুজ প্রতিষ্ঠান, ইতিবাচক মনোভাব, সুশিক্ষা, নবায়নযোগ্য শক্তি, রিসাইকেলিং, নতুন বিশ্ব, তারুণ্য ও কল্যাণময় সম্ভাবনার প্রতিক

(৪) লা=  ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালে বাংলাদেশীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, মুক্তি, ত্যাগ ও বিপ্লবের প্রতিক

(৫) লোগো= মানবিক সমাজ পার্টির নেতৃত্বে মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক অবক্ষয় রোধ সহ মানবতা, সুখ ও সাফল্যের প্রতিক

পার্টির পতাকা- বাংলাদেশিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ভিত্তিতে (প্রস্থ বরাবর নিম্নের ১/৪ অংশ লাল) মানবিক সমাজ পার্টির নেতৃত্বে (পার্টির লোগো) আগামীর/অন্তকাল/আজীবন স্বাধীনতা, সুখ ও সাফল্যের নিশ্চয়তা (প্রস্থ বরাবর উপরের বাকি অংশ সবুজ)