আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৬১। বিধি সংশোধন ও প্রণয়ন
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

৬১। বিধি সংশোধন ও প্রণয়ন,

(ক) কেন্দ্রীয় কাউন্সিলের যেকোনো সদস্য কেন্দ্রীয় কাউন্সিলের কার্যপরিষদের চেয়ারম্যান বরাবর লিখিতভাবে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব করিতে হইবে।

(খ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নিম্নের সকল স্তরের কাউন্সিলের সদস্যদের মতামত যাচাই করতে পার্টির অ্যাপ ও ওয়েবসাইটে প্রেরণ করা হবে, যা ১০ নম্বরের মধ্যে সহমতের ভিত্তিতে নম্বর প্রদান করবে। সকল সদস্যদের উক্ত মতামত এআই ব্যবহার করে সিঙ্গেল কনক্লুশন মতামতের নম্বরে রূপান্তর করা হবে।

(গ) কার্যনির্বাহী কমিটি সিঙ্গেল মতামত প্রেসিডিয়াম কমিটির মাধ্যমে উপদেষ্টা পরিষদে উত্থাপন করবে এবং উপদেষ্টা পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে গঠনতন্ত্র সংশোধন গৃহীত হবে।

(ঘ) জরুরি অবস্থায় যদি কোনো সংশোধনী প্রয়োজন হয়ে পড়ে তাহলে প্রেসিডিয়াম কমিটি গঠনতন্ত্রে নির্দিষ্ট অংশ সংশোধন করিতে পারিবেন, তবে পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় সম্মতি প্রয়োজন হইবে, নতুবা সংশোধন বাতিল হইবে।

(ঙ) ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিতে তিন-চতুর্থাংশ উপদেষ্টা পরিষদ সদস্যের লিখিত সম্মতি প্রয়োজন হইবে, তবে সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন করিতে দুই-তৃতীয়াংশ উপদেষ্টা পরিষদ সদস্যের সম্মতি প্রয়োজন হইবে।

(চ) অঙ্গ সংগঠনের সাংগঠনিক কাঠামো ও শৃঙ্খলা পার্টির মতো একই হবে। তবে অঙ্গ সংগঠনের কাঠামো ও শৃঙ্খলা বাস্তবায়ন অঙ্গ সংগঠনের হস্তে ন্যাস্ত থাকিবে, আবেদন ব্যতীত পার্টি হস্তক্ষেপ করবে না।

(ছ) এই গঠনতন্ত্রে যেসব বিষয়ে সুনির্দিষ্ট বিধান নাই বা উল্লেখ নাই, সেই সকল বিষয়ে বা নতুন বিধি ও উপবিধি প্রণয়নে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নিম্নের সকল স্তরের কাউন্সিল সদস্যদের মতামত যাচাই করতে পার্টির অ্যাপ ও ওয়েবসাইটে প্রেরণ করা হবে, যা ১০ নম্বরের মধ্যে সহমতের ভিত্তিতে নম্বর প্রদান করবে। সকল সদস্যদের উক্ত মতামত এআই ব্যবহার করে সিঙ্গেল মতামতের নম্বরে রূপান্তর করা হবে।

(জ) কার্যনির্বাহী কমিটি সিঙ্গেল মতামত প্রেসিডিয়াম কমিটির মাধ্যমে উপদেষ্টা পরিষদে উত্থাপন করবে এবং উপদেষ্টা পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে বিধি ও উপবিধি গৃহীত হবে।

(ঝ) জরুরি অবস্থায় যদি কোনো বিধি বা উপবিধি প্রয়োজন হয়ে পড়ে তাহলে প্রেসিডিয়াম কমিটি বিধি বা উপবিধি প্রণয়ন করিতে পারিবেন, তবে পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় সম্মতি প্রয়োজন হইবে, নতুবা বিধি বা উপবিধি প্রণয়নে বাতিল হইবে।

(ঞ) নীতি/আগামীর বাংলাদেশ পরিবর্তনের ক্ষেত্রে দুই-তৃতাংশ জেলা কাউন্সিলের দুই-তৃতাংশ সদস্যের সুপারিশে, দুই-তৃতাংশ আঞ্চলিক কাউন্সিলের দুই-তৃতাংশ সদস্যের অনুরোধে কেন্দ্রীয় কাউন্সিলের দুই-তৃতাংশ সদস্যের পরামর্শে, উপদেষ্টা পরিষদের দুই-তৃতাংশ সদস্য প্রতিষ্ঠাতা বরাবর আবেদন করিলে প্রতিষ্ঠাতার বিবেচনায় সংশোধন ও সংযোজন করা যাইবে।

" আমাদের ঐক্যবদ্ধ হওয়ার ভিত্তি পার্টির নীতি/আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়'