আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৪৭। চেয়ারম্যান
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

চেয়ারম্যান,

(১) সরকার ও পার্টির মধ্যে সমন্বয় করা,

(২) সরকারে পার্টির সিদ্ধান্ত বাস্তবায়ন তদারকি করা,

(৩) পার্টির সিদ্ধান্ত অনুযায়ী সরকারে প্রতিফল ঘটানো,

(৪) জনকল্যাণ মূলক কাজে পার্টির অংশগ্রহণ নিশ্চিত করা,

(৫) সরকারের সহিত পার্টির সিদ্ধান্ত সমন্বয় সাধন করা,

(৬) পার্টির পরামর্শ গ্রহণ করিয়া সরকার পরিচালনা করা,

(৭) শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখিতে পার্টির রিপোর্ট মূল্যায়ন,

(৮) পার্টির কোনো কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ বা গোপন অসদাচরণের রিপোর্ট থাকিলে তাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পার্টিকে সুপারিশ করা এবং আইনে সোপর্দ করা,

(৯) কার্যনির্বাহী কমিটির বা কমিটি বিভিন্ন বিভাগের সুপারিশ পর্যালোচনা করিয়া সরকার কর্তৃক বাস্তবায়ন করা,

(১০) কার্যনির্বাহী কমিটিকে পার্টির কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা ও পরামর্শ প্রদান করা,

(১১) কার্যনির্বাহী কমিটির সহযোগিতা লইয়া প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা ও সকল প্রকার দুর্নীতি ও অনিয়ম বিরুদ্ধে প্রকাশ্য বা গোপন তদারকি করা

(১২) পার্টির কোনো সদস্যের বৈধ কাজে অসুবিধা বা সমস্যাকে নিজের সমস্যা মনে করিয়া তাহা উত্তরণে সচেষ্ট থাকা,

(১৩) কাউন্সিলের সদস্যদের হইতে সরকার পরিচালনা বা সরকারি প্রতিষ্ঠান বা কাজের সার্ভিস সম্পর্কে রিপোর্ট লইয়া দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ  সহ সুষ্ঠু সরকার পরিচালনায় কৌশলী হওয়া,

(১৪) সরকারের মাধ্যমে পার্টির প্রতি জনগণের চাওয়া,পাওয়া, আস্ত ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো,

(১৫) পার্টির সকল পর্যায়ের সভায় নিজের মতামত স্পষ্ট ও দ্ব্যর্থহীন দৃপ্তকণ্ঠে প্রকাশ করা,

(১৬) পার্টি ও ঊর্ধ্বতন সদস্য কর্তৃক প্রদেয় যেকোনো দায়িত্ব সততা ও নিষ্ঠার সহিত পালন করা,

(১৭) কার্যনির্বাহী কমিটির বিভিন্ন বিভাগের পরামর্শ গ্রহণ করিয়া বা সুপারিশ সরকারিভাবে বাস্তবায়ন করা,

(১৮) কার্যনির্বাহী কমিটিকে যেকোনো দায়িত্ব প্রদানের ক্ষমতা ও যথাযথ তথ্য ও রিপোর্ট পাওয়ার অধিকার থাকিবে,