আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৮। সদস্যের দায়িত্ব ও কর্তব্য
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১। সদস্যের দায়িত্ব ও কর্তব্য,

“আজকের সদস্য, আগামী দিনের প্রধানমন্ত্রী”

এই গঠনতন্ত্র অনুযায়ী সদস্য পদ থাকিলে যেকোনো সদস্য তাহার দক্ষতা অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে উপযুক্ত পদে অধিষ্ঠিত হতে পারিবেন, কোনো ব্যক্তি বা কমিটি পার্টির গণতান্ত্রিক ধারায় বাধা-প্রদান করিতে পারিবেন না, (নেপোটিজম, নমিনেশন ইত্যাদি পদ্ধতি থাকিবে না),

(১) প্রত্যেক সদস্য সর্বদা জনগণের কল্যাণে এবং নিজের প্রত্যহ জীবনে সুষ্ঠু পরিবর্তন আনিতে সর্বদা সচেষ্ট থাকিবেন।

(২) গ্রন্থ, পত্রিকা, ম্যাগাজিন, ইলেকট্রিক মিডিয়া, ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করিয়া সর্বদা জ্ঞান নির্ভর থাকিবেন এবং দেশ-বিদেশ ও পার্টির কার্য সম্পর্কে অবগত থাকিবেন এবং যথাযথ তথ্য শেয়ার করিয়া সহযোগী ও অনুসারীদের অবগত করিবেন।

(৩) পার্টির কোনো কার্যক্রম বা কোনো সিদ্ধান্ত অপছন্দনীয় বা সন্তোষজনক না হইলে তাহা নির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট করণীয় উল্লেখ করিয়া হার্ডকপি বা সফট কপির অভিযোগপত্র প্রদান করিতে পারিবেন, উপযুক্ত হইলে পার্টির পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হইবে।

(৪) মাসের শুরুতে বা অর্থ হাতে আসলেই সরাসরি বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পার্টির সদস্য ফি পরিশোধে সচেষ্ট হইবেন।

(৫) কোন সদস্যের দুর্নীতি, অনিয়ম ও নৈতিক অবক্ষয় অর্থাৎ অসদাচরণ বিরুদ্ধে নির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট হার্ডকপি বা সফট কপির অভিযোগপত্র প্রদান করিবেন, অভিযোগ প্রমাণিত হইলে পুরস্কার প্রদান করা হইবে, প্রমাণিত না হইলে তিরস্কার করা হইবে।

(৬) পার্টির কোনো সদস্য ফৌজদারি অপরাধ বা অপরাধমূলক অসদাচরণে লিপ্ত হইলে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট সপর্দ করিবেন বা অবগত করিবেন, অবগত না করিলে পার্টির নিকট উভয়েই সমান দোষে দোষী হইবেন।

(৭) ধর্মীয় অনুশাসন বা নিজের বিশ্বাসের প্রতি সর্বোচ্চ গুরুত্বারপ করিয়া মানসিক প্রশান্তি ও উদ্যমী থাকিবার চেষ্টা করিবেন।

(৮) অধৈর্য, স্বেচ্ছাচারিতা, অসহিষ্ণু, ও উচ্চবাচ্য পরিহার করিয়া এবং নিজ জীবনের উদ্দেশ্য, মূল্যমান, পছন্দ-অপছন্দ ও প্রতিভা পর্যালোচনা করিয়া চিন্তা-ভাবনা, দৃষ্টিভঙ্গি ও কাজ-কর্মে আত্মবিশ্বাসী হইয়া জনগণের নিকট অনুকরণীয় ও আকর্ষণীয় হইবেন।

(৯) প্রতারক, অসৎ, অসদাচরণে লিপ্ত এমন ব্যক্তি সহিত ভ্রাতৃ, ওঠাবসা বা বন্ধুত্বের সম্পর্ক পরিহার করিয়া সৎ, জ্ঞানী, ন্যায়পরায়ন ও বিশ্বাসযোগ্য মানুষের সহিত সম্পর্ক স্থাপনের চেষ্টা করিবেন।

(১০) প্রতিবেশী, আত্মীয়-স্বজন, পিতা-মাতা, পরিবারের অন্যান্য সদস্য ও পারিপার্শ্বিক এলাকার জনগণের বিশ্বাস, আস্থা অর্জন ও তাদের দায়িত্ব-কর্তব্য পালনে যথাসাধ্য চেষ্টা করিবেন।

(১১) পরনিন্দা, ঝোঁক-প্রবণতা, হিংসা-বিদ্বেষ, বাঁচালতা, ঝগড়া-ঝাটি ও বাক-বিতণ্ডার পরিহার করিবার চেষ্টা করিবেন।

(১২) মানুষের সুখে-দুঃখে ও কল্যাণে নিজেকে এগিয়ে রাখবেন এবং পার্টির আহবানে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জনস্বার্থে দেশের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকিবেন।

(১৩) দেশ ও পার্টির আদর্শ বিরোধী কর্মকাণ্ড, গুজব, ষড়যন্ত্র ও মিথ্যাচারকারী থেকে সতর্ক থাকবেন এবং উক্ত ব্যক্তির বিষয়ে পার্টি বা আইন প্রয়োগ সংস্থার নিকট অভিযোগ প্রদান করবেন।

(১৪) কোনো অন্যায় হলে পার্টির বিচার বিভাগে অভিযোগ প্রদান করবেন এবং জনসাধারণকে পার্টির বিচার ও তদন্ত গ্রহণের প্রতি উৎসাহ প্রদান করিবেন। /*পার্টির নির্দিষ্ট কাউন্সিল উপযুক্ত মনে করলে ন্যায়বিচার প্রতিষ্ঠায় পার্টি আদালতে জনসাধারণ বা সদস্যের পক্ষে আইনিভাবে লড়বে।*/

(১৫) দেশের কোনো আইন লঙ্ঘন না করে তদন্ত কার্যক্রম ও বিবাদীকে পার্টির বিচার বিভাগে উপস্থিত করিতে সচেষ্ট থাকবেন। /*প্রকৃত অন্যায়কারী প্রকৃত পক্ষে তাঁর কাজের জন্য অনুতপ্ত হয় সেই বিষয়টি পার্টির বিচার বিভাগ নিশ্চিত করবে। কোনো অপরাধযোগ্য কর্মকাণ্ড সংঘটিত হইলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তদন্ত রিপোর্ট সহ অভিযোগ প্রদান করবেন*/

(১৬) পার্টি কর্তৃক ঘোষিত কোনো প্রতারক, ষড়যন্ত্রকারী, অন্যায়কারী ইত্যাদি ব্যক্তিকে সেবা প্রদান ও একই সাথে কাজ করা থেকে বিরত থাকিতে এবং তাহার সহিত ভ্রাতৃ, ওঠাবসা বা বন্ধুত্বের সম্পর্ক পরিহার করিতে জনগণকে উদ্বুদ্ধ করিবেন।

(১৭) পার্টির যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত নিয়মনীতি, এবং ধর্মীয় অনুশাসন ও দেশের প্রচলিত আইন বিরোধী নির্দেশ ব্যতীত যে কোনো নির্দেশ পালন করিবেন।

(১৮) পার্টির যে কোনো কর্মসূচি বাস্তবায়ন এবং টিম সদস্য সহ জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করিয়া কর্মসূচিতে অন্তর্ভুক্তি করণ প্রত্যেক সদস্যের দায়িত্ব হইবে।

(১৯) উপরোক্ত উভয় টিমের সুখে-দুঃখে ও কল্যাণে ভ্রাতৃতের বন্ধনে আবদ্ধ থাকিবেন এবং সকল যুক্তিসঙ্গত প্রয়োজনে একে অন্যকে সহযোগিতা করিবেন, সর্বদা পাশে থাকিবেন। টিমের প্রত্যেক সদস্য একে অন্যের সহযোগী, কেউ কারো অধীনস্থ নহেন।

(২০) পার্টির সদস্য হতে যে সহযোগী সদস্যের সম্মতি গ্রহণ করেছেন তাঁদের একটি স্থায়ী টিম এবং সহযোগী সদস্য হয়ে তিনি যাঁদেরকে পার্টির সদস্য হইতে সম্মতি প্রদান করেছেন তাঁদের একটি স্থায়ী টিম। মোট ভিন্ন ২টি টিম তাঁরা একে অন্যের ব্যক্তিগত, পারিবারিক সহ সকল বৈধ কাজে সহযোগী হয়ে দায়িত্ব পালন করিবেন।

(২১) প্রতি সপ্তাহে উভয় টিমের সহিত অন্তত এক দিন সরাসরি বা ভার্চুয়াল মতবিনিময় করিবেন তবে প্রতি মাসে বা সর্বোচ্চ দুই মাসে একদিন সরাসরি বৈঠক করিবেন।

(২২) পার্টির কর্মসূচী ও সময় সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে অস্থায়ী টিম হয়ে দায়িত্ব পালন করিবেন।

(২৩) পার্টির সভায় উপস্থিত হয়ে বা পার্টির কোনো কার্যক্রমকে গতিশীল ও স্মার্ট করিতে সরাসরি বা ভার্চুয়াল দ্ব্যর্থহীন কন্ঠে বা লিখিতভাবে সুস্পষ্ট পরামর্শ, সমালোচনা বা অভিযোগ প্রদান করিবেন।