নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
(ক) উপদেষ্টা পরিষদের সদস্য ও পার্টির সদস্যদের মধ্যে হতে যেকোনো বিষয়ে বিভিন্ন অস্থায়ী বা স্থায়ী উপ-কমিটি প্রেসিডিয়াম কমিটি নিয়োগ দিতে পারিবেন।
(খ) উপ-কমিটিসমূহে দলের সদস্য নন অথচ বিশেষ ক্ষেত্রে পারদর্শী, যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন এমন ব্যক্তিদেরকেও অন্তর্ভুক্ত করা যাইবে।
|
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপ-কমিটি |
ক্ষুদ্র ঋণ ও সমবায় উপ-কমিটি |
|
প্রাথমিক ও
মাধ্যমিক (সার্বজনীন) শিক্ষা উপ-কমিটি |
কুটির শিল্প,
উদ্যোক্তা ও কর্মসংস্থান উপ-কমিটি |
|
উচ্চশিক্ষা ও গবেষণা উপ-কমিটি |
আইন ও সংসদ বিষয়ক উপ-কমিটি |
|
মাদ্রাসা ও
গণশিক্ষা উপ-কমিটি |
পরিকল্পনা উপ-কমিটি |
|
বর্জ্য ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা
উপ-কমিটি |
স্থানীয় সংস্থা ও নগরায়ন (পল্লী উন্নয়ন) উপ-কমিটি |
|
কৃষি উপ-কমিটি |
জনস্বাস্থ্য উপ-কমিটি |
|
জাত উদ্ভাবন ও বীজ উন্নয়ন উপ-কমিটি |
স্বাস্থ্য কমপ্লেক্স উপ-কমিটি |
|
বেসামরিক
বিমান পরিবহন উপ-কমিটি |
নারী-পুরুষ ও
শিশু বিষয়ক উপ-কমিটি |
|
সবুজ বিনোদন ও পর্যটন শিল্প উপ-কমিটি |
সামাজিক ও পারিবারিক সম্পর্ক উন্নয়ন উপ-কমিটি |
|
অভ্যন্তরীণ
বাণিজ্য উপ-কমিটি |
স্বরাষ্ট্র উপ-কমিটি |
|
বৈদেশিক বাণিজ্য ও পররাষ্ট্র উপ-কমিটি |
সমাজ কল্যাণ ও সুরক্ষা সেবা উপ-কমিটি |
|
সড়ক পরিবহন ও
সেতু উপ-কমিটি |
ধর্ম উপ-কমিটি |
|
নৌ পরিবহন ও পানি সম্পদ উপ-কমিটি |
গণপূর্ত ও স্থাপত্য উপ-কমিটি |
|
সংস্কৃতি
বিষয়ক উপ-কমিটি |
বাণিজ্যিক ও
আবাসিক অঞ্চল মন্ত্রণাল |
|
আর্কাইভ ও গ্রন্থ বিষয়ক উপ-কমিটি |
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উপ-কমিটি |
|
প্রতিরক্ষা
উপ-কমিটি |
লজিস্টিক ও বৃহৎ শিল্প উপ-কমিটি |
|
জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ-কমিটি |
শিল্প প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবন উপ-কমিটি |
|
খাদ্য উৎপাদন,
বিপণন ও সংরক্ষণ উপ-কমিটি |
আধুনিক ডাক ও
টেলিযোগাযোগ উপ-কমিটি |
|
নিরাপদ খাদ্য ও সুস্বাস্থ্য উপ-কমিটি |
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি উপ-কমিটি |
|
নবায়নযোগ্য
শক্তি ও বিদ্যুৎ উপ-কমিটি |
বিজ্ঞান ও
প্রযুক্তি উপ-কমিটি |
|
জ্বালানি ও খনিজ উপ-কমিটি |
আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা উপ-কমিটি |
|
ভূমি ও বন
উপ-কমিটি |
শ্রম ও শ্রমিক
কল্যাণ উপ-কমিটি |
|
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপ-কমিটি |
রেল পরিবহন উপ-কমিটি |
|
মৎস্য ও
প্রাণী সম্পদ উপ-কমিটি |
স্কাউট ও
ক্রীড়া উপ-কমিটি |
|
অর্থ উপ-কমিটি |
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক শিক্ষা উপ-কমিটি |
|
বীমা ও
অভ্যন্তরীণ সম্পদ উপ-কমিটি |
স্বাধীনতা ও
বিপ্লব বিষয়ক উপ-কমিটি |
|
গোপন নজরদারি উপ-কমিটি |
তথ্য ও সম্প্রচার বিষয়ক উপ-কমিটি |
|
অভিযোগ তদন্ত
বিষয়ক উপ-কমিটি |
নির্বাচন ও
বিচার বিষয়ক উপ-কমিটি, ইত্যাদি |
(গ) উপ-কমিটি ও সদস্যদের মেয়াদ, অপসারণ ও পদত্যাগ।
(১) অস্থায়ী উপ-কমিটি ব্যতীত স্থায়ী উপ-কমিটির মেয়াদ হইবে চার বৎসর।
(২) অস্থায়ী উপ-কমিটি বা উপ-কমিটি সদস্য বিলুপ্ত ও অপসারণ করিতে প্রেসিডিয়াম কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের লিখিত সম্মতি প্রয়োজন হইবে।
(৩) স্থায়ী উপ-কমিটি বিলুপ্তের জন্য প্রেসিডিয়াম কমিটি দুই-তৃতীয়াংশ এবং উপদেষ্টা পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের লিখিত সম্মতি প্রয়োজন হইবে। উপদেষ্টা পরিষদে কমিটির বিলুপ্তের কারণ যাচাই-বাছাই করিয়া দুই-তৃতীয়াংশ সদস্যে উপযুক্ত মনে করিলে সম্মতি দিবেন।
(৪) স্থায়ী উপ-কমিটির সদস্য অপসারণ জন্য প্রেসিডিয়াম কমিটি দুই-তৃতীয়াংশ সদস্যের সদস্যের লিখিত সম্মতি প্রয়োজন হইবে।
(৬) অস্থায়ী বা স্থায়ী উপ-কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে প্রেসিডিয়াম কমিটির প্রেসিডেন্ট বরাবর লিখিত চিঠির মাধ্যমে উপ-কমিটি ভেঙ্গে দেওয়া যাইবে।
(৭) উপ-কমিটির কোন সদস্য প্রেসিডিয়াম কমিটির প্রেসিডেন্ট বরাবর লিখিত চিঠির মাধ্যমে পদত্যাগ করিতে পারিবেন।