নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
(১) নির্বাচনে নির্দিষ্ট বিষয়ে সৎ, নিষ্ঠাবান ও দক্ষ সদস্যকে গুরুত্ব দেওয়া হইবে, কোনো পদের ক্ষেত্রে বয়স মুখ্য হইবে না।
(২) নির্দিষ্ট জনপ্রতিনিধি
নির্বাচনের ক্ষেত্রে পদ অনুযায়ী নিকটতম ঊর্ধ্বতন কাউন্সিলের কার্যপরিষদের
সুপারিশে পরবর্তী নিকটতম ঊর্ধ্বতন কাউন্সিলের কার্যপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে প্রার্থী হইবে।
(৪) জনপ্রতিনিধি শপথ গ্রহণ করিলে তিনি প্রেসিডেন্ট, কার্যপরিষদ বা কার্যনির্বাহী
কমিটির পদ শূন্য হইবে।
(৫) পাটি ও পাটির সকল সদস্য পাটি কর্তৃক নির্বাচিত দেশের সকল জনপ্রতিনিধিদের কাজে
সহযোগিতা করিবে এবং তাহাদের কাজে সহযোগিতা করা পার্টির সর্বোচ্চ গুরুত্ব হইবে।
(৬) পার্টির উপদেষ্টা পরিষদ বা তাঁহাদের প্রতিনিধি পার্টির কর্তৃক নির্বাচিত
জনপ্রতিনিধিদের কাজের স্বচ্ছতা, পরিছন্নতা ও জবাবদিহিতা নিশ্চিত করিবে।
(৭) অসদাচরণ, দুর্নীতি সহ আইন বহির্ভূত কাজে প্রকাশ্যে বা গোপনে কোনো জনপ্রতিনিধি
যুক্ত হইলে তৎক্ষণাৎ ১০ কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিবে। যদি
সন্তোষজনক না হইলে, অতি দ্রুত শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ বা
তাহাকে দল থেকে বহিষ্কার করিবে। যথাযথ প্রতিষ্ঠান ও আইনে দণ্ডনীয় অপরাধ হইলে
আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করিবে।
“অসদাচরণ”
বলিতে ক্ষমতার অপব্যবহার,
যৌন হয়রানি, দুর্নীতি, প্রতারণা, দল ও
স্বজনপ্রীতি (পৌরনীতির ভাষায়), ধর্মীয় অসহিষ্ণুতা, মাদক সেবন, পরকীয়া, জুয়াখেলা বা নৈতিক স্খলনকে
বুঝাইবে।
(৮) কোনো জনপ্রতিনিধি অপরাধ পার্টির অদক্ষতা বা অবহেলা হিসেবে বিবেচিত হইবে, এজন্য পার্টি জনগণের নিকট প্রকাশ্য ক্ষমা চাইবে এবং ব্যক্তি
কর্তৃক প্রতিকার বা ক্ষতিপূরণ আদায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে।