নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
(১) সাধারণ সম্পাদকের কাজে সহযোগিতা করা এবং সাধারণ সম্পাদক কর্তৃক অর্পিত দায়িত্ব
পালন করা,
(২) সাধারণ সম্পাদক কর্তৃক প্রদত্ত যে কোনো ক্ষমতা গ্রহণ ও প্রয়োগ করা,
(৩) সাধারণ সম্পাদকের অবর্তমানে বা পদ শূন্য হইলে ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা,
(৪) এক বা একাধিক বিভাগীয় কার্যাবলি সম্পাদন করিবেন,
(৫) নির্দিষ্ট বিভাগের কার্যক্রমের তদারকী ও সমন্বয় সাধন করা,
(৬) বিভাগ সম্পর্কিত জরুরি বা বিশেষ কোনো বিষয়ে সাধারণ সম্পাদকে পরামর্শ বা
সুপারিশ বা অবগত করা,
(৭) পার্টির সকল পর্যায়ের সভায় নিজের মতামত স্পষ্ট ও দ্ব্যর্থহীন দৃপ্তকণ্ঠে
প্রকাশ করা,
(৮) পার্টি ও ঊর্ধ্বতন সদস্য কর্তৃক প্রদেয় যেকোনো দায়িত্ব সততা ও নিষ্ঠার সহিত
পালন করা,
(৯) সাধারণ সম্পাদকের ন্যায় দায়িত্ব-কর্তব্য ও ক্ষমতা থাকিবে,
(১০) সাধারণ সম্পাদক অপসারণের ন্যায় একই হইবে,