নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
(১) সদস্য হওয়ার শর্তাবলী,
(১.১) প্রতি অর্থ বৎসর জুন মাসের পূর্বে বৎসর ব্যাপি ওয়েবসাইট বা ইউনিয়ন বা উপজেলা কার্যালয়ের মাধ্যমে এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা অনুযায়ী ওয়ার্ড সদস্য হিসাবে প্রথম মাসের সদস্য ফি প্রদান করিয়া আবেদন করা যাইবে।
(১.২) আবেদন যাচাই-বাছাই করিয়া ৩০-৪৫ দিনের মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটির সম্মতিতে সদস্য পদ প্রদান করা হইবে।
(১.৩) আবেদনে ঐ ওয়ার্ডের একজন সহযোগী সদস্যের (পুরুষের জন্য পুরুষ সদস্য, নারীর জন্য নারী সদস্য) সম্মতিতে তাঁর আইডি নম্বর উল্লেখ থাকিতে হইবে এবং অতিরিক্ত হিসাবে একজন শুভাকাঙ্ক্ষী সদস্যের (নারী/পরুষ সদস্য) সম্মতিতে তাঁর আইডি নম্বর উল্লেখ করা যাইবে।
(১.৪) তবে শর্ত থাকে যে, একজন সহযোগী সদস্য সর্বোচ্চ ১৫ জনকে পার্টির সদস্য হইতে সম্মতি প্রদান করিতে পারিবেন এবং তাঁরা একে অন্যের ব্যক্তিগত, পারিবারিক সহ সকল বৈধ কাজে সহযোগী/টিম হয়ে দায়িত্ব পালন করিবেন।
(১.৫) শুভাকাঙ্ক্ষী সদস্য হিসাবে সম্মতি প্রদানে কোনো লিমিটেশন থাকিবে না এবং শুভাকাঙ্ক্ষী সদস্য টিমের সদস্য হইবেন না।
(১.৬) ৩ মাসের সদস্য ফি পরিশোধ না করলে সদস্য পদ স্থগিত হবে এবং সদস্য ফি পরিশোধ থাকলে প্রতি চার বছর পরপর আপনা-আপনি সদস্য পদ নবায়ন হইবে।
(১.৭) ১২ মাসের সদস্য ফি পরিশোধ না করলে সদস্য পদ বাতিল হইবে এবং সদস্য পদ বাতিল হওয়ার ১ বছর পর নতুন করে সদস্য হওয়ার জন্য আবেদন করতে হবে।
(১.৮) সদস্য হইতে পারিবেন, যদি তিনি,
(১.৮.১) সুস্থ বিবেক-বুদ্ধিসম্পন্ন বাংলাদেশের নাগরিক হন।
(১.৮.২) ১৮ বৎসর বয়স হইতে ৭০ বৎসর বয়সের মধ্য হন। তবে,
(১.৮.২.১) ১০ বৎসর বয়স হইতে ১৮ বৎসর বয়সের ‘লিজেন্ড লিডার’ সদস্য হতে পারবেন, তবে দলের ভোটাধিকার প্রাপ্ত হবেন না।
(১.৮.২.২) ৭০ বৎসর বয়স হইতে আজীবন ‘গোল্ডেন এম্বাসেডর’ সদস্য হতে পারবেন, তবে ভোটাধিকার প্রাপ্ত হবেন না।
(১.৮.৩) দেশি উৎস হইতে ১ কোটি টাকার কম বা সমপরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের অধিকারী হন। তবে পার্টির মোট সদস্যের ১% সদস্য ১০০ কোটি থেকে ১০ কোটি এবং ১০% সদস্য ১০ কোটি ১ কোটি টাকা বা সমপরিমাণ স্থায়ী সম্পদ থাকিলেও সদস্য হইতে পারিবেন।
(১.৮.৪) পার্টির কর্মনীতি, উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি একমত পোষণ করেন এবং ব্যক্তিগত আদর্শের সহিত সংযুক্ত করেন।
(১.৮.৫) সকল ধর্ম, বর্ণ, জাত-পাত, ধনী-গরিব বা পেশা ভিত্তি কাজ বৈষম্য বিহীন মূল্যায়ন করেন,
(১.৮.৬) পার্টির যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত নিয়মনীতি এবং ধর্মীয় অনুশাসন ও দেশের প্রচলিত আইন বিরোধী নির্দেশ ব্যতীত যে কোনো নির্দেশ পালনে বাধ্য থাকেন।
(১.৮.৭) হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা ও স্বার্থপরতার বিরুদ্ধে সহমর্মিতা, সম্প্রীতিমূলক, বৈষম্যহীন আচারণ ও চরিত্রের অধিকারী হন।
(১.৮.৮) লেনদেন ও চুক্তির প্রতি শ্রদ্ধাশীল, দূরদর্শী ও প্রজ্ঞাবান, সততা ও নিষ্ঠার দৃঢ়তা, অপচয়, অপব্যয় বা তসরুপ না করার প্রবণতা, অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষার গুরুত্ববোধ এবং উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন হন।
(১.৮.৯) কাজের স্বচ্ছতা ও দায়িত্বের পরিচ্ছন্নতা, পরিশ্রমী ও কর্মচঞ্চল, অনুশোচনা ও আত্মসমালোচনা বৈশিষ্ট্য, সমালোচনা ও মতামত গ্রহণের মানসিকতা এবং গভীরভাবে যাচাই-বাছাই করার মনোভাব ধারণ করেন।
(১.৮.১০) বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং কল্যাণ রাষ্ট্র গঠনে আইন সংশোধন ও প্রণয়নে সহমত হন।
(১.৮.১১) পার্টির ঘোষণাপত্র, উদ্দেশ্য ও লক্ষ্য, গঠনতন্ত্র, ও কর্মনীতি যথাযথভাবে পালনে বাধ্য থাকেন এবং কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট থাকেন।
(১.৮.১২) ওয়ার্ডের একজন সহযোগী সদস্যের সম্মতিতে (পুরুষের জন্য পুরুষ সদস্য, নারীর জন্য নারী সদস্য) তাঁর আইডি নম্বর প্রাপ্ত হন এবং একজন শুভাকাঙ্ক্ষী সদস্যের (যদি থাকে) সুপারিশে তাঁর আইডি নম্বর প্রাপ্ত হন।
(১.৯.১) দেউলিয়া ঘোষিত হন এবং দায় হইতে অব্যাহতি লাভ না করিলে,
(১.৯.২) অন্য কোন রাজনৈতিক দলের সদস্য পদত্যাগ করিয়া, পদত্যাগপত্রের অনুলিপি সংযুক্ত না করেন,
(১.৯.৩) অপরাধযোগ্য কোনো অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন ৫ লাখ টাকা বা ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হন এবং অর্থ প্রদান বা মুক্তিলাভের পর এক বৎসরকাল অতিবাহিত না হইলে তিনি সদস্য হইতে পারিবেন না।
(১.৯.৪) রাষ্ট্রদ্রোহী বা জনিরাপত্তার জন্য হুমকি এমন কোনো মতাদর্শে বিশ্বাসী হন বা কাজ করেন।
(১.৯.৫) পার্টির সদস্য বা অন্য কোনো ব্যক্তির ফৌজদারি অপরাধ বা অপরাধমূলক অসদাচরণে লিপ্ত দেখিয়া প্রতিবাদ করিবার, আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট সপর্দ করিবার বা অবগত করিবার বা সাক্ষী প্রদানে অনাগ্রহী হন।
(১.৯.৬) জরুরি পণ্য ব্যতীত দেশি পণ্য-দ্রব ও সেবার গ্রহণের পরিবর্তে বিদেশী পণ্য-দ্রব ও সেবার গ্রহণের প্রতি আগ্রহী হন।
(১.৯.৭) বট সোশ্যাল আইডি বা আইডেন্টি করা যায় না এমন কোন সোশ্যাল আইডি ব্যবহার করেন।
(১.৯.৮) জেনে বুঝে বা জানার চেষ্টা না করিয়া সচেতনভাবে দেশের প্রচলিত আইন লঙ্ঘন করেন।
(১.৯.৯) ভোগবাদী ও বিলাসী জীবন, একাধিক নারী/পুরুষ লিপ্সা, মাদকাসক্ত বা জুয়ারী, অলস ও এড়িয়ে যাওয়ার প্রবণতা, উচ্ছৃংখল বা উগ্র,অহংকারী বা অবিনয়ী আচরণ ধারণ করেন।
(১.৯.১০) প্রতি মাসে সর্বনিম্ন ২০০ টাকা চাঁদা এবং চিকিৎসা ও জীবন বীমা বা তাকাফুল প্রদানে অসম্মতি প্রকাশ করিয়া থাকেন।
(১.৯.১১) পদত্যাগ করেন বা বহিষ্কার হন, তবে এক বছরের মধ্যে সাধারণ সদস্য হইতে পারিবেন না।