নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
(১) দেশের প্রতিটি আসন বা উপজেলায় পরপর দুই টার্ম নির্বাচিত পুরুষ থাকিলে পরবর্তী
টার্মে নারী অথবা পরপর দুই টার্ম নির্বাচিত নারী থাকিলে পরবর্তী টার্মে পুরুষ প্রার্থী
ঐ আসনে বাধ্যতামূলক হইবে,
(২) দেশের প্রতিটি আসন বা উপজেলায় পরপর দুই টার্মের নির্বাচিত নারী/পুরুষ বয়স ৪৫
বৎসরের কম হইলে পরবর্তী টার্মে নারী/পুরুষের বয়স ৪৫ বৎসরের বেশি বয়সের অথবা নির্বাচিত নারী/পুরুষের বয়স ৪৫ বৎসরের বেশি হইলে পরবর্তী টার্মে নারী/পুরুষের বয়স ৪৫ বৎসরের
কম বয়সের প্রার্থী ঐ আসনে বাধ্যতামূলক হইবে,
(৩) দেশের কোনো আসনে বা উপজেলায় ৩৫% বা তাঁর অধিক সনাতন ধর্মী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী
বা উপজাতি বা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের ভোটার থাকিলে পরপর দুই টার্ম নির্বাচিত
সনাতন ধর্মী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি বা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের
প্রার্থী থাকিলে পরবর্তী টার্মে ইসলাম ধর্মের প্রার্থী অথবা পরপর দুই টার্ম নির্বাচিত
ইসলাম ধর্মের প্রার্থী থাকিলে পরবর্তী টার্মে সনাতন ধর্মী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি
বা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের প্রার্থী ঐ আসনে বাধ্যতামূলক হইবে,
(৪) উপরোক্ত বাধ্যবাধকতা ছাড়াও কোনো আসনে পার্টির উপদেষ্টা পরিষদ সংসদ নির্বাচনের
একমাস পরে বা প্রায় চার বছর পূর্বে পরবর্তী নির্বাচনের প্রার্থী হইবার শর্তে বাধ্যবাধকতা
উল্লেখ করিবে তবে বাধ্যবাধকতা মূলক আসনের সংখ্যা কোনোভাবেই ৪০% আসনের উপরে হইবে না।
(৫) জাতীয় সংসদ নির্বাচনের বিধি অনুযায়ী প্রার্থী হওয়ার যোগ্য হইতে হইবে,
(৬) উপজেলা বা উপজেলার ঊর্ধ্বে কোনো কাউন্সিলের কার্যপরিষদ বা কার্যনির্বাহী
কমিটির কর্মকর্তা হইতে হইবে,
(৭) প্রার্থী হইতে নির্দিষ্ট আসন বা উপজেলার যেকোনো ইউনিয়ন পরিষদের পরুষ বা মহিলা
বর্তমান ২ জন চেয়ারম্যান এবং ঐ উপজেলার মধ্যে মোট ১৮ জন ইউনিয়ন পরিষদের
মেম্বারের লিখিত সম্মতি থাকিতে হইবে, (একজন
জনপ্রতিনিধি দুজনকে সম্মতি প্রদান করিতে পারিবেন না)
তবে শর্ত থাকে যে, যদি তিন জন প্রার্থী এই শর্ত পূরণ করতে না পারে তবে পার্টির ২জন ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং ঐ উপজেলার মধ্যে মোট ১৮ জন ওয়ার্ল্ড কার্যনির্বাহী কমিটির সভাপতির লিখিত সম্মতি থাকিতে হইবে,
৮। সংসদ সদস্য মনোনয়নের জন্য নির্বাচন,
(ক) জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত ১ বছর পূর্বে পার্টির
মনোনয়নের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে,
(খ) একটি আসন বা উপজেলায় পার্টির মনোনয়ন প্রত্যাশী যদি তিনজনের অধিক হয় তবে ঐ
উপজেলা ও উপজেলার সকল ইউনিয়ন কাউন্সিল কার্যপরিষদের কর্মকর্তারা ইনস্ট্যান্ট
রান-অফ টপ-থ্রি ভোটিং পদ্ধতিতে পরুষ বা মহিলা বা উভয়ে মিলিয়া তিন জনকে নির্বাচিত
করিবেন,
(গ) ওয়ার্ল্ড, ইউনিয়ান ও উপজেলা কার্যনির্বাহী কমিটির
কর্মকর্তারা ইনস্ট্যান্ট রান-অফ টপ-টু ভোটিং পদ্ধতিতে পরুষ বা মহিলা এক জনকে
নির্বাচিত করিবেন,
(ঘ) যিনি প্রথম পছন্দে
থাকিবেন তিনি সংসদ সদস্য নির্বাচনে মনোনীত প্রার্থী হইবেন,
(ঙ) কেন্দ্রীয় কাউন্সিলের
পরামর্শে উপদেষ্টা পরিষদ নির্বাচনের স্থান, সময় ও তারিখ নির্ণয় করিবেন এবং সুষ্ঠু
নির্বাচনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন,
(চ) প্রত্যেক আসনে বা উপজেলায় নির্দিষ্ট স্থানে একটি বিভাগে এক দিনে সংসদ মনোনয়ন
নির্বাচন অনুষ্ঠিত হইবে।
(ছ) সমসংখ্যক ভোট হইলে উপদেষ্টা পরিষদ বা লটারি
মাধ্যমে প্রার্থীদের পদ নির্ধারিত হইবে।