আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
জাতীয় সংসদ নির্বাচন
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

জাতীয় সংসদ নির্বাচন

বৃহৎ উপজেলার মধ্যে প্রার্থীদের লেন-দেন, চারিত্রিক বৈশিষ্ট্য বা নারী/পুরুষ লিপ্সা, ভোগবাদী বা বিলাসিতা, কাজের স্বচ্ছতা বা দায়িত্বের পরিচ্ছন্নতা, অপচয় বা অপব্যয় বা তছরুপ করার প্রবণতা, মাদকাসক্ত বা জুয়ারি, সমালোচনা বা মতামত গ্রহণের মানসিকতা ও অনুশোচনা বা আত্মসমালোচনার বৈশিষ্ট্য ইত্যাদি গভীরভাবে যাচাই করা বা বোঝা অধিকাংশ ভোটারদের পক্ষে সম্ভব না বা কাছ থেকে যাচাই করার সুযোগ হয় না।

অধিকাংশ ভোটার রাজনৈতিক ধ্যান-ধারণা বা উৎসাহ নিয়ে ঘোরে না এবং বৃহৎ উপজেলায় বিভিন্ন পরিবেশে ওঠা-বসা সম্ভব হয় না। কাজেই প্রার্থীদের প্রতি বায়াস হয়ে, না দেখে, না বুঝে, প্রার্থীকে গভীরভাবে যাচাই না করে অধিকাংশ ভোটার ভোট দেয়। অর্থাৎ কৃত্রিম জনসমাগম (অর্থ, টি-শার্ট, ক্যাপ, রিচ খাবার, মাদক বা বাইক প্রদান করে কৃত্রিম জনসমাগম), ধর্মীয় বক্তা, জাতি, ইমোশন (মিডিয়ার টপ ক্যান্ডিডেট, ফেস ভ্যালু বা আবেগ, হিংসা), মিথ্যা প্রতিশ্রুতি, চতুর বা মিষ্টিভাষী প্রতারকের প্রতি বায়াস হয়ে অধিকাংশ ক্ষেত্রে ভোটার ভোট দেয় এবং দেশের মানুষ তাঁদের অধিকার, সম্পদ ও ব্যাংক বা অর্থ উক্ত জনপ্রতিনিধির হাতে তুলে দেয়।

এজন্য ভোটাররা উপরোক্ত বৈশিষ্ট্য কাছ থেকে সঠিকভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাঁদের নিকটস্থ সব থেকে সৎ, দক্ষ, কর্মঠ ও মানবিক ব্যক্তিকে ভোট দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত করবেন। নির্বাচিত ব্যক্তিরা তাঁদের মতো সৎ, দক্ষ, কর্মঠ ও মানবিক নেতাকে সংসদ সদস্য হিসেবে পছন্দ করবেন। ইউনিয়ন পরিষদ সদস্যরা রাজনৈতিক ধ্যান-ধারণা বা উৎসাহ নিয়ে ঘোরার কারণে এবং বৃহৎ উপজেলার বিভিন্ন পরিবেশে ওঠা-বসার কারণে সাবেক বা বর্তমান জনপ্রতিনিধি থেকে তাঁদের মতো সৎ, দক্ষ, কর্মঠ ও মানবিক সংসদ সদস্য চয়ন করা অধিকতর সহজ। এই সংবিধান অনুযায়ী আজকের ইউনিয়ন পরিষদের সদস্য আগামী দিনের মন্ত্রী-প্রধানমন্ত্রী হবেন।