নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
v প্রার্থিতা,
§ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর সর্বনিম্ন বয়স ২৬ বছর এবং সর্বোচ্চ বয়স ৬৬ বছর।
§ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী পার্লামেন্ট সদস্য পদে সর্বোচ্চ ৩ বার (জয়ী
বা পরাজিত) প্রার্থী হতে পারবেন।
§
সাংসদ পদ থেকে নিম্ন পদে সর্বশেষ কোনো পরাজিত প্রার্থী বা সাবেক
জয়ী পরবর্তীতে পরাজিত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। (নমিনেশন বাণিজ্য,
নির্বাচনের আগে চাঁদাবাজি ও অর্থ (ডোনেশন) সংগ্রহ বন্ধ হবে)
§
কোনো প্রার্থী দলীয় বা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে
পারবেন।
§
দলীয় প্রার্থী,
o
নির্বাচন কমিশনে দলের নিবন্ধন থাকতে হবে।
o
দলের প্রার্থীদের মধ্য থেকে ২০% প্রার্থীর
বয়স ৪৫ বছরের কম থাকতে হবে।
o
দলের প্রার্থীদের মধ্য থেকে ১৫% মহিলা প্রার্থী থাকতে হবে।
o
দলের প্রার্থীদের মধ্য থেকে কমপক্ষে ৩০%
মুসলিম ও ৫% অমুসলিম প্রার্থী থাকতে হবে।
o
দলের প্রার্থীদের মধ্য থেকে ১% ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী থাকতে
হবে।
নতুবা কোনো দল বা প্রার্থী দলীয়ভাবে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না।
§ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা,
ü ১৫ তম নির্বাচন কমিশনারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা,
·
১৫ তম নির্বাচন কমিশনারের অধীনে জয়ী পুরুষ/মহিলা ইউপি
চেয়ারম্যান এবং পুরুষ/মহিলা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান জাতীয় সংসদ
নির্বাচনে প্রার্থী হতে পারবেন।
ü ১৬ তম থেকে পরবর্তী কমিশনারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা,
·
১৫ তম থেকে পরবর্তী নির্বাচন কমিশনারের অধীনে জয়ী ও
সর্বশেষ প্রার্থিতায় অপরাজিত পুরুষ/মহিলা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান
এবং ২ বার জয়ী পুরুষ/মহিলা ইউপি চেয়ারম্যান, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে
পারবেন।
·
১৫ তম থেকে পরবর্তী নির্বাচন কমিশনারের অধীনে জয়ী বা
পরাজিত পুরুষ/মহিলা সংসদ সদস্য, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন।