আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৪। ভোটকেন্দ্র
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

v ভোট কেন্দ্র,

§  প্রথম ধাপ,

Ø  উপজেলার শীর্ষ র‍্যাংকিংয়ে থাকা প্রাইমারি স্কুলে শিক্ষকদের সহযোগিতায় ভোট অনুষ্ঠিত হবে

Ø  জেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন কমিশনার সহকারী রিটার্নিং অফিসার, ঐ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক প্রিজাইডিং অফিসার এবং শিক্ষকবৃন্দ সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

§  দ্বিতীয় ধাপ,

Ø  প্রতিটি ইউনিয়নে শীর্ষ র‍্যাংকিংয়ে থাকা ক্রমিক অনুযায়ী এক বা একাধিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ভোট অনুষ্ঠিত হবে

Ø  একটি কক্ষে এক বা একাধিক সহকারী প্রিজাইডিং অফিসারের টিম ও গোপন কক্ষ থাক্ততে পারবে।

Ø  একটি কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ভোটারের সংখ্যা ৫% এর বেশি হবে না

Ø  এক বা একাধিক ওয়ার্ড মিলে ৫ থেকে ৬ হাজার ভোটার নিয়ে একটি ভোটকেন্দ্র বা কেন্দ্রের শাখা থাকবে।

Ø  প্রতিটি ইউনিয়নে শীর্ষ র‍্যাংকিংয়ে থাকা ক্রমিক অনুযায়ী এক বা একাধিক মাধ্যমিক ও প্রাইমারি স্কুলের শিক্ষকদের সহযোগিতায় ভোট অনুষ্ঠিত হবে

Ø  জেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার, ক্রমিক অনুযায়ী এক বা একাধিক মাধ্যমিক ও প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক প্রিজাইডিং অফিসার এবং শিক্ষকবৃন্দ সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।