আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৫। নির্বাচনী ফলাফল
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

v  নির্বাচনী ফলাফল,

§  প্রথম ধাপ,

Ø  জানুয়ারি মাসের ২৫ তারিখ সর্বাধিক ভোট প্রাপ্ত ক্রমিক অনুযায়ী ২জন প্রার্থীকে প্রাথমিক বিজয়ী ঘোষণা করা হবে।

Ø  নির্বাচনের পরের দিন কেন্দ্রের সিসিটিভির ঘণ্টা ও মিনিট উল্লেখ করে অভিযোগ বা সুনির্দিষ্ট অন্য অভিযোগ উল্লেখ করে প্রার্থী আদালতে আপিল করতে পারবেন এবং পরবর্তী ৬ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করে পুনঃনির্বাচন বা আনুষ্ঠানিক ১ম ধাপের ফলাফল ঘোষণা করা হবে।

Ø  যে সকল নির্বাচনী আসনে নির্বাচনের পরের দিন আদালতে আপিল করা হবে না, সেখানে নির্বাচন পরবর্তী ২য় দিন আনুষ্ঠানিক ১ম ধাপের ফলাফল ঘোষণা করা হবে।

Ø  কোন প্রার্থী কয়টি ভোট পেয়েছে তা প্রকাশ করা হবে না তবে আপিল করলে প্রার্থী সকল তথ্য জানতে পারবে এবং নির্বাচন কমিশনের সিসিটিভির ফুটেজও দেখতে পারবেন।

Ø  আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের দিন জেলা নির্বাচন অফিস থেকে বিজয়ী দুইজন প্রার্থীকে পোস্টার, লিফলেট, মাইকিং ও সভা- সমাবেশ খরচ বাবদ ৫০ লাখ টাকা করে চেক বা প্রার্থীর নির্দিষ্ট একাউন্টে অর্থ প্রদান করা হবে।

§  দ্বিতীয় ধাপ,

Ø  ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ ভোট গনণা শেষে কেন্দ্রের প্রতিটি কক্ষে বিজয়ী ঘোষণা করা হবে, তারপর কেন্দ্রে প্রাথমিক বিজয়ী ঘোষণা করা হবে।

Ø  সর্বাধিক কেন্দ্রে জয়ী প্রার্থীকে প্রাথমিক বিজয়ী ঘোষণা করা হবে। তবে উভয় প্রার্থী একই সংখ্যক কেন্দ্রে জয়ী হলে বর্তমানের ন্যায় একটি নির্বাচনী এলাকায় বা একটি আসনে সর্বোচ্চ ভোট প্রাপ্ত প্রার্থীকে প্রাথমিক বিজয়ী ঘোষণা করা হবে।

Ø  নির্বাচনের পরের দিন সিসিটিভির ঘণ্টা ও মিনিট উল্লেখ করে অভিযোগ বা সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করে প্রার্থী আপিল করতে পারবেন এবং পরবর্তী ৬ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

Ø  যে সকল নির্বাচনী আসনে নির্বাচনের পরের দিন আপিল আসবে না, সেখানে নির্বাচন পরবর্তী ২য় দিন বিকাল ৫টার পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

§  নির্বাচনের ১৮০ দিন পূর্বে কোনো আসন শূন্য হলে, উপনির্বাচন অনুষ্ঠিত হবে।