নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
১। প্রেসিডিয়াম কমিটির পদ সমূহ
১.১ প্রেসিডেন্ট,
(পার্টির সর্বাধিক ক্ষমতার অধিকারী হইবেন)
১.২ ভাইচ-প্রেসিডেন্ট,
১.৩ সাধারণ সম্পাদক,
১.৪ যুগ্ম সাধারণ সম্পাদক,
১.৫ সম্পাদক,
১.৬ সহ-সম্পাদক,
১.৭ কোষাধ্যক্ষ,
১.৮ ও ১.৯ নির্বাহী সদস্য-
পদাধিকার বলে কেন্দ্রীয় কাউন্সিলের কার্যপরিষদের চেয়ারম্যান ও ভাইচ চেয়ারম্যান।
১.১০ ও ১.১১ নির্বাহী সদস্য- পদাধিকার বলে কেন্দ্রীয়
কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সহ-সভাপতি।
২। প্রেসিডিয়াম কমিটির কার্যাবলী
২.১ প্রেসিডিয়াম কমিটির পার্টির অভিভাবক রূপে
দায়িত্ব ও কর্তব্য পালন করিবে।
২.২ উপদেষ্টা পরিষদ পার্টির সর্বোচ্চ কমিটি ও
প্রধান নীতি নির্ধারক অঙ্গ হইবে।
২.৩ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক
অনুমোদিত সুপারিশে পার্টির লক্ষ্য-উদ্দেশ্য, নীতি, গঠনতন্ত্র, বিধি, বা উপবিধি বাতিল বা সংশোধন বা পরিবর্তন করিতে পারিবে।
২.৪ গঠনতন্ত্রের কোনো অনুচ্ছেদ বাতিল বা
সংযোজন বা পরিবর্তন করিতে দুই-তৃতীয়াংশ উপদেষ্টা পরিষদ সদস্যের লিখিত সম্মতি নিতে
হইবে।
২.৫ পার্টির লক্ষ্য-উদ্দেশ্য, নীতি, গঠনতন্ত্র, বিধি, বা উপবিধি সম্পর্কে প্রেসিডিয়াম কমিটি
ব্যাখ্যা প্রদান করিবে এবং কোনো সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন করার কারণ বিস্তারিত ব্যাখ্যা করিবেন।
২.৬ প্রেসিডিয়াম কমিটির সাধারণ সভায় উপদেষ্টা
পরিষদ সদস্যবৃন্দ আমন্ত্রিত হইবেন।
২.৭ পার্টির মধ্যে কোনো বিষয়ে অসন্তুষ্টি বা
মতানৈক্য সৃষ্টি হইলে প্রেসিডিয়াম কমিটি সে বিষয় মীমাংসা করিয়া চূড়ান্ত
সিদ্ধান্ত প্রদান করিবে।
২.৮ প্রেসিডিয়াম কমিটি পার্টির প্রধান
নির্বাচক মনোনীত করিবে এবং প্রধান নির্বাচক প্রেসিডিয়াম কমিটির নিকট জবাবদিহিতা ও
রিপোর্ট প্রদান করিবেন ।
২.৯ উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কাউন্সিলের
সমন্বয়ে সকল নির্বাচন অনুষ্ঠিত হইবে এবং অধীনস্থ সকল কমিটির নির্দেশক্রমে
নির্বাচনে সহযোগিতা করিবেন। এছাড়া কোনো নির্বাচন লইয়া কোনো অভিযোগ উপদেষ্টা পরিষদ
মীমাংসা বা নিষ্পত্তি করিবে।
২.১০ প্রেসিডিয়াম কমিটি উপদেষ্টা পরিষদ বা
প্রেসিডিয়াম কমিটির কোনো সদস্যকে সভাপতি করে যেকোনো বিষয়ে বিভিন্ন অস্থায়ী বা
স্থায়ী উপ-কমিটি গঠিত করিতে পারিবেন এবং দায়িত্ব বণ্টন করিবেন। তবে, উপ- কমিটিতে দলের সদস্য নন অথচ বিশেষ ক্ষেত্রে পারদর্শী, যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন এমন ব্যক্তিদেরকেও অন্তর্ভুক্ত করা যাইবে।
২.১১ উপ-কমিটিসমূহ পার্টির চিন্তাকোষ হিসেবেও
কাজ করিবে। জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় রাখিয়া বিভিন্ন বিষয়ের উপর
পার্টির করণীয় সম্পর্কে প্রেসিডিয়াম কমিটিকে পরামর্শ বা দিক-নির্দেশনা দিবেন।
২.১২ সরাসরি বা ভার্চুয়াল সপ্তাহে অন্তত একটি
বৈঠক অনুষ্ঠিত হইবে,তবে দুটি বৈঠকের
মধ্যে সর্বোচ্চ ১৫ দিনের অধিক গ্যাপ থাকিবে না।
২.১৩ প্রেসিডিয়াম কমিটির ৮ জন সদস্যের সরাসরি
বা ভার্চুয়াল উপস্থিতে কোরাম পূর্ণ হইবে এবং কমিটির ৮ জন সদস্যের সম্মতিতে
সিদ্ধান্ত গৃহীত হইবে। তবে বিশেষ পরিস্থিতি উল্লেখ করিয়া, প্রেসিডেন্ট ও ভাইচ প্রেসিডেন্টের সম্মতিতে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্ত
গ্রহণ করিতে পারিবেন।
২.১৪ তৎক্ষণাৎ প্রয়োজনে প্রেসিডেন্ট ও ভাইচ
প্রেসিডেন্টের সম্মতিতে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবেন। তবে নিকটতম সভায়
সিদ্ধান্ত গৃহীত হইতে হইবে, নতুবা সিদ্ধান্ত
বাতিল হইবে।
২.১৫ প্রেসিডিয়াম কমিটির অধীন কেন্দ্রীয়
কাউন্সিলের কার্যপরিষদ ও কার্যনির্বাহী কমিটি হইবে এবং সকল বিষয়ে প্রেসিডিয়াম
কমিটিকে অবগত করিবেন, প্রয়োজনে, গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতি গ্রহণ করিবে।
২.১৬ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক
কোনো কর্মসূচির প্রস্তাবের ভিত্তিতে প্রেসিডিয়াম কমিটি বিবেচনা করে সম্মতি দিবে।
২.১৭ নির্দিষ্ট এক বা একাধিক বিষয়ে
প্রেসিডিয়াম কমিটি কর্তৃক অনুমোদনের ক্ষমতা অধীনস্থ কমিটিকে প্রদান করিতে পারিবে।
২.১৮ প্রেসিডিয়াম কমিটি বা কোনো সদস্যের
বিরুদ্ধে তিন-চতুর্থাংশ উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য একই সাথে
লিখিত অসন্তোষের প্রকাশ করিলে অপসারিত বা বিলুপ্ত হইবে।
২.১৯ প্রেসিডিয়াম কমিটি জাতীয় নির্বাচন
কমিশনের ন্যায় দায়িত্ব পালন করিবেন এবং প্রয়োজনে জাতীয় নির্বাচন কমিশনের
সহযোগিতা গ্রহণের অনুমতি প্রদান করিবেন।