নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
১।
প্রেসিডিয়াম কমিটি ও কমিটির সদস্য অপসারণ
১.১ প্রেসিডিয়াম কমিটির বিরুদ্ধে
তিন-চতুর্থাংশ উপদেষ্টা পরিষদ বা কেন্দ্রীয় কাউন্সিল সদস্য একই সাথে লিখিত
অসন্তোষ প্রকাশ করিলে কমিটি ভেঙ্গে যাইবে।
১.২ প্রেসিডিয়াম কমিটির তিন-চতুর্থাংশ
সদস্যের সুপারিশে এবং উপদেষ্টা পরিষদের দুই-তৃতাংশ সদস্যের সম্মতিতে কোনো সদস্য পদ
থেক দল থেকে অপসারিত হইবেন।
১.৩ প্রেসিডিয়াম কমিটির কোনো সদস্যের
বিরুদ্ধে প্রেসিডেন্ট সর্বোচ্চ ৭ দিন বা প্রেসিডিয়াম কমিটির দুই-তৃতাংশ সদস্যের
সম্মতিতে সর্বোচ্চ ৬০ দিন সাময়িক ব্বরখাস্ত করিতে পারিবে।
১.৪ প্রতিষ্ঠাতা প্রেসিডিয়াম কমিটির ভেঙ্গে
দিতে পারিবেন। তবে প্রতিষ্ঠাতা কমিটি ভেঙ্গে দিলে কমিটির সকল সদস্য পার্টি থেকে
বহিষ্কৃত হইবেন