নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
সিটি কর্পোরেশন বা স্মার্ট ডিসি ওয়েবসাইটে হকার রেজিস্ট্রেশন করার পরিপেক্ষিতে,
রেজিস্ট্রেশন
নম্বর প্রাপ্ত হকার ইউনিয়ন আর্থিক অবস্থা যাচাই-বাছাই করে ছাড়পত্র
দিলে পণ্যের ধরন অনুযায়ী লটারি মাধ্যমে টেবিল বরাদ্দ পাবেন।
Ø অনলাইনে রেজিস্ট্রেশন ফর্মে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন দিয়ে একজন একটি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং লটারির মাধ্যমে যেকোনো এক শিফটে একটি টেবিল বরাদ্দ
পাবেন, উক্ত
ব্যক্তির সর্বনিম্ন বয়স ১৫ বছর হতে হবে। রেজিস্ট্রেশনে মোবাইল নম্বর (নগদ মোবাইল একাউন্ট), ব্যাংক অ্যাকাউন্ট নম্বর,
সদ্য তোলা ছবি ইত্যাদি সংযুক্ত করতে হবে।
Ø
রেজিস্ট্রেশনের সময় বর্তমান হকার ব্যবসার স্থান সিলেক্ট করতে হবে। টেবিল
বরাদ্দ হলে মোবাইল নম্বরে এসএমএস যাবে এবং ওয়েবসাইটের মাধ্যমে ছবি ও কিউআর কোড সম্বলিত
স্টিকার ডাউনলোড ও লেমিনেটিং করে টেবিলে স্থায়ী সংযুক্ত করতে হবে। দুই শিফটে দুইজনের
আইডি স্থায়ী ভাবে একটি টেবিলে সংযুক্ত থাকবে।
Ø একজন ব্যক্তি সর্বোচ্চ ২ বছর স্ট্রিট ব্যবসা করতে পারবেন,
রেজিস্ট্রেশনের মেয়াদ হবে ২ বছর। তবে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৩ বছর পর পুনরায় অনলাইনে রেজিস্ট্রেশন করে ১
বছর স্ট্রিট
ব্যবসা করতে পারবেন।
Ø
যারা এখন হকার ব্যবসা করছেন তারা প্রস্তাবটি
অনুমোদনের পর থেকে আগামী ২ বছর এবং যারা হকার ইউনিয়নের পদে থাকবেন তারা আগামী ৩ বছর এই ব্যবসার সাথে যুক্ত থাকতে পারবেন।