আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৯। শিফট ও প্রশিক্ষণ
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

Ø  শিফট ও প্রশিক্ষণ,


        নির্দিষ্ট স্থানে স্ট্রিট ব্যবসার সময় দুই শিফটে ভাগ করা হবে।

o   প্রথম শিফট, সকাল টা থেকে দুপুর ৩.৩০ টা।

o   দ্বিতীয় শিফট, বিকাল ৪.০০ টা থেকে রাত টা পর্যন্ত।


    Ø  একটি রেজিস্ট্রেশনের মাধ্যমে একজন হকার প্রতিদিন একটি শিফটে ব্যবসা করতে পারবেন তবে, দুই বা ততোধিক হকার দুই শিফটে যৌথভাবে ব্যবসা করতে পারবেন


    Ø  যেহেতু স্ট্রিট মার্কেট দুই সিফটের হবে সেহেতু এক সিফটে তারা আয় করবে অন্য সিফটে সপ্তাহে ৩ বা ৬ দিন কিছু সময় প্রশিক্ষণ গ্রহণ করবেন তবে, প্রশিক্ষণের জন্য সার্টিফিকেট ছাড়া কোনো অর্থ দেওয়া হবে না। বেসরকারি সংস্থাগুলোকে প্রশিক্ষণ দিতে আহ্বান রা হবে (যেমন: বিজিএমইএ এর অর্থায়নে গার্মেন্টস কাজের প্রশিক্ষণ দিবে, ঢাকা মালিক (বাস- ট্রাক-সিএনজি) সমিতির সমন্বয়ের অর্থায়নে ড্রাইভিং, মেইনটেনেন্সকাজের প্রশিক্ষণ দিবে, বসুন্ধারা-প্রাণ-আকিজ---কোম্পানির অর্থায়নে পণ্য রিলেটেড প্রশিক্ষণ দিবে, ইত্যাদি )

 

       Ø  দেশে ও বিদেশে কর্ম বাজারের চাহিদা অনুযায়ী স্ট্রিট ব্যবসায়ীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নাগরিকে রূপান্তর করে বিদেশে সিজনাল বা দীর্ঘ মেয়াদী চুক্তিতে চাকরির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে। দেশিও প্রতিষ্ঠানে দক্ষ শ্রমিকের জন্য প্রতি ৬ মাস অন্তর জব ফেয়ারের আয়োজন এবং নিজ অঞ্চলে তার দক্ষতা বাস্তবায়নে সুদ বিহীন ঋণ সুবিধা প্রদান করা হবে।