আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
২। সংজ্ঞা
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

“স্ট্রিট ব্যবসা” অর্থ স্বল্প ব্যস্ত নির্দিষ্ট সড়কের কিছু অংশে নির্দিষ্ট সময়ের জন্য বিপনী বিতান ব্যবস্থা।


“স্ট্রিট ব্যবসায়ী/হকার” অর্থ হতদরিদ্র মানুষ বা হঠাৎ কর্মহীন হয়ে বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে বা কোনো কারণে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা তাদের দিশা ফেরাতে, নির্দিষ্ট সড়কে স্বল্প মূলধনে সাময়িক আর্থিক আশ্রয়স্থলস্বরূপ যারা ব্যবসা করবন।


হাইব্রিড হকার অর্থ মার্কেটে এক বা একাধিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও যিনি প্রতিষ্ঠানের সামনের বা সন্নিকটের ফুটপাত বা সড়ক দখল করে এক বা একাধিক বিপনি বিতান পরিচালনা করেন অথবা মূলধারার ব্যবসায় সংযুক্ত হওয়ার সুযোগ থাকলেও যুক্ত না হয়ে যিনি ফুটপাত বা সড়ক বন্ধ করে এক বা একাধিক বিপনি বিতান থেকে আয় করাকে পেশা হিসেবে নিয়েছেন।


“বিত্তশালী হকার” অর্থ যিনি সরাসরি হকার ব্যবসার সাথে সংযুক্ত না থেকে কর্মচারী নিয়োগ দিয়ে ফুটপাত ও সড়ক দখল করে এক বা একাধিক বিপনী বিতান পরিচালনা করেন।


“সিজনাল হকার” অর্থ যারা বিভিন্ন উৎসব কেন্দ্র করে বা বছরের নির্দিষ্ট কিছু সময়ে নিজ অঞ্চলে শ্রমিকের চাহিদা কমলে শহরের এসে ফুটপাতে বা সড়কে ব্যবসা করেন।


“সিস্টেম লস” অর্থ ৩০ মিটার পরপর ১ মিটার গ্যাপ, ফুড কর্নারে কিছুটা গ্যাপ, পার্শ্ববর্তী ছোট-বড় সংযোগ সড়ক, প্রতিষ্ঠান বা অ্যাপার্টমেন্টের সংযোগ সড়ক ইত্যাদি কারণে গ্যাপ।


“পুনর্বাসন” অর্থ ছড়ানো-ছিটানো ফুটপাত ও সড়কের হকার ব্যবসায়ীদের এলোমেলো অবস্থা থেকে সমতায় এনে একটি নির্দিষ্ট স্থান বা সড়কের কিছু অংশে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা এবং মূলধারার অর্থনীতির সাথে সংযুক্ত করতে প্রশিক্ষণ প্রদান ।


“বেসাল সড়ক অর্থ বাস রুট ও বাস রুট সংলগ্ন সংযোগ সড়কের ৫০ থেকে ১০০ মিটার।


“শিফট” অর্থ প্রতি ২৪ ঘণ্টায় নির্দিষ্ট কর্ম ঘন্টা।


“জনকীর্ণ স্থান” অর্থ যে স্থানে অনেক মানুষের আনাগোনা বা সমাগম ঘটে অথবা বিপুল মানুষের আবাসন এলাকা।


“লাইন ম্যান” অর্থ অদৃশ্য প্রভুর এক ধরনের অবতার। প্রভু রক্ত দিয়ে হোলি খেলে এজন্য তারা রক্ত সংগ্রহ করে যোগান দেয়।