নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
১।
ভোটার,
(১.১) ১৬ বছর থেকে ৭০ বছর পর্যন্ত পার্টির সকল সদস্য ভোটার হইবেন,
(১.২) জাতীয় পরিচয় পত্রের স্থায়ী ঠিকানার ভিত্তিতে নির্দিষ্ট ওয়ার্ডের সদস্য ভোটার
হইবেন,
(১.৩) একজন ভোটার ইনস্ট্যান্ট রান-অফ ‘টপ ২৪’ ভোটিং পদ্ধতিতে ২৪ জন প্রার্থীকে ভোট দিবেন,
(১.৪) নির্বাচনের অন্তত ২০ আগে
ভোটার তালিকা প্রেসিডিয়াম কমিটির তত্ত্বাবধানে প্রস্তুত করতে হবে।
(১.৫) নির্বাচন পূর্ববর্তী বা ৩০
দিন আগের বিগত সময়ের চাঁদা পরিশোধ থাকিলে ভোটার হইতে পারিবেন।
(১.৬) ভোটারদের জন্য আচরণবিধি, অপরাধ ও শাস্তি মূলক ব্যবস্থার সম্পর্কে জানতে হবে এবং আচরণবিধি মানতে
হবে।
(১.৭) ভোটাধিকার প্রয়োগে সর্তকতা,
নিম্ন উক্ত বিষয়সমূহ প্রার্থীকে শুনে,
বুঝে, প্রার্থীকে গভীরভাবে যাচাই করে সর্বোচ্চ সৎ, পরিশ্রমি ও দায়িত্বশীল প্রার্থী
চয়ন করতে হবে।
(১.৭.১) প্রার্থীর লেন-দেন ও
চুক্তির প্রতি শ্রদ্ধা,
(১.৭.২) অঙ্গীকার ও প্রতিশ্রুতি
রক্ষার গুরুত্ববোধ,
(১.৭.৩) দূরদর্শী ও প্রজ্ঞাবান,
(১.৭.৪) সততা ও নিষ্ঠার দৃঢ়তা,
(১.৭.৫) চারিত্রিক বৈশিষ্ট্য (লোভ ও লালোসা),
(১.৭.৬) অপচয় বা অপব্যয় বা তছরুপ করার প্রবণতা,
(১.৭.৭) কাজের স্বচ্ছতা বা দায়িত্বের পরিচ্ছন্নতা,
(১.৭.৮) পরিশ্রমি ও কর্ম চঞ্চল,
(১.৭.৯) অনুশোচনা বা আত্মসমালোচনার বৈশিষ্ট্য
ও
(১.৭.১০) সমালোচনা বা মতামত গ্রহণের মানসিকতা গভীরভাবে যাচাই বাছাই করে ভোট প্রদান করতে হবে।
এবং
(১.৭.১১) ভোগবাদী বা বিলাসী জীবন,
(১.৭.১২) একাধিক নারী/পুরুষ লিপ্সা,
(১.৭.১৩) মাদকাসক্ত বা জুয়ারি,
(১.৭.১৪) অলস ও এড়িয়ে যাওয়ার প্রবণতা,
(১.৭.১৫) উচ্ছৃংখল বা উগ্র, ও
(১.৭.১৬) অহংকারী বা অবিনয়ী প্রার্থীদের পরিহার করে ভোট প্রদান করতে হবে।
২। প্রার্থী হইবার শর্তসমূহ,
(২.১) প্রার্থীর বয়স ১৮
বৎসরের অধিক ও ৬৬ বৎসরের কম হইবে এবং প্রার্থী পার্টির পূর্ণ সহযোগী সদস্য হইবেন,
(২.২) পূর্ণ সহযোগী
সদস্য হইতে, ১৫ জনকে পার্টির সদস্য হইতে সম্মতি প্রদান করিতে
হইবে, তাঁহাদের পার্টির সদস্য ও পার্টির চাঁদা পরিশোধিত থাকিতে হইবে,
(২.৩) জাতীয় পরিচয় পত্রের
স্থায়ী ঠিকানায় উল্লেখিত ওয়ার্ড ব্যতীত অন্য কোনো ওয়ার্ডে নির্বাচন করিতে পারিবেন
না,
(২.৪) পার্টির ওয়ার্ড নির্বাচনের
মনোনয়নপত্রে পার্টির ১৫ জন সদস্যের লিখিত সম্মতি থাকতে হইবে,
(২.৫) প্রার্থী ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী নির্দিষ্ট স্ম্যে জমা দিতে হবে।
(২.৬) অঙ্গসংগঠনের কোনো
সদস্য ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অংশগ্রহণ করতে পারিবেন,
(২.৭) প্রার্থীর সদস্য পদ
স্থগিত থাকিলেও পার্টির প্রার্থী হইতে পারিবেন।
(২.৮) প্রার্থীদের সর্তকতা,
(২.৮.১) প্রার্থীদের জন্য আচরণবিধি, অপরাধ ও শাস্তি মূলক ব্যবস্থার
সম্পর্কে জানতে হবে এবং আচরণবিধি মানতে হবে।