আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৬। ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির মেয়াদ, পদত্যাগ, পদশূন্য ও অপসারণ
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১। পদ শূন্য (ওয়ার্ড কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ১ বছর পূর্বে পদ শূন্য হলে, নিম্নোক্ত ভাবে পদে অধিষ্ঠিত হইবেন)

(১.১) সভাপতি পদ শূন্য হইলে সহ-সভাপতি-১ সভাপতির পদে অধিষ্ঠিত হইবেন,

(১.২) সহ-সভাপতি-১ পদ শূন্য হইলে সহ-সভাপতি-২, সহ-সভাপতি-১ এর পদে অধিষ্ঠিত হইবেন,

(১.৩) সহ-সভাপতি-২ পদ শূন্য হইলে সাধারণ সম্পাদক-১, সহ-সভাপতি-২ এর পদে অধিষ্ঠিত হইবেন,

(১.৪) সহ-সভাপতি-২ পদ শূন্য হইলে সাধারণ সম্পাদক-১, সহ-সভাপতি-২ এর পদে অধিষ্ঠিত হইবেন,

-

-

এভাবে উপরোক্ত পদ শূন্য হইলে নিকটতম পদধারী ব্যক্তি বিভাগীয় দায়িত্ব সহ উপরোক্ত পদে অধিষ্ঠিত হইবেন, তবে উপরোক্ত পদের ব্যক্তির বিষয় ভিত্তিক দায়িত্ব না থাকিলে বা একাধিক বিষয় ভিত্তিক পদের দায়িত্ব থাকিলে পূর্বের বিভাগীয় দায়িত্ব ছাড়িয়া দিবেন।

 

২। পদত্যাগ,

(২.১) ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির সভাপতি বরাবর, সভাপতি ইউনিয়ন সভাপতি বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগ পত্র প্রদান করিয়া পদ ত্যাগ করিতে পারিবেন।

 

৩। মেয়াদ,

(৩.১) ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির মেয়াদ থাকবে ৪ বছর এবং প্রতি ৪ বছর পরপর অধিবর্ষের জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হইবে।

 

৪। অপসারণ (উপযুক্ত সকল কমিটির শুনানিতে বক্তব্য প্রকাশ ও আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ থাকবে),

(৪.১) ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির কোনো সদস্যকে ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির সভাপতি সর্বোচ্চ ৭ দিন এবং ওয়ার্ড সভাপতিকে ইউনিয়ন কার্যনির্বাহী কমিটি বা ইউনিয়ন কাউন্সিল কার্যপরিষদ সর্বোচ্চ ৭ দিন সাময়িক বরখাস্ত করিতে পারিবেন।

(৪.২) ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির কোনো সদস্যকে ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির অনুরোধে ইউনিয়ন কার্যনির্বাহী কমিটি সর্বোচ্চ ৬০ দিন সাময়িক বরখাস্ত করিতে পারিবেন।

(৪.৩) ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির কোনো সদস্যকে ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির সুপারিশে ইউনিয়ন কাউন্সিল কার্যপরিষদ অনুরোধে জেলা কার্যনির্বাহী কমিটির বিবেচনায় অপসারণ করা যাইবে।

(৪.৪) ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির কোনো সদস্যকে ইউনিয়ন কাউন্সিল কার্যপরিষদের অনুরোধে বা ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির সুপারিশে ইউনিয়ন কাউন্সিল কার্যপরিষদ অনুরোধে জেলা কার্যনির্বাহী কমিটির বিবেচনায় অপসারণ করা যাইবে।

(৪.৫) ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির কোনো সদস্যকে উপজেলা কাউন্সিল কার্যপরিষদের অনুরোধে বা উপজেলা কার্যনির্বাহী কমিটির সুপারিশে উপজেলা কাউন্সিল কার্যপরিষদ অনুরোধে জেলা কার্যনির্বাহী কমিটির বিবেচনায় অপসারণ করা যাইবে।