নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
১। নির্বাচনের মাধ্যমে ৪০% স্কোর প্রাপ্ত হবেন (ভোটার ও প্রাপ্ত ভোট সংখ্যার ভিত্তিতে স্কোর প্রাপ্ত হিবেন),
(১.১) জেলায় নির্বাচন অনুষ্ঠিত হইবে এবং প্রত্যেকটি ভোট কক্ষ হইতে প্রার্থীর ভোট সংখ্যা ঘোষণা করা হইবে, এরপরে ভোটকেন্দ্র হইতে ঐ দিন প্রাথমিক বিজয়ী ঘোষণা করা হইবে (কেন্দ্র ইনচার্জ, প্রত্যেক প্রার্থীর ভোট সংখ্যা নির্দিষ্ট পোর্টালে প্রদান করলে প্রার্থীদের মূল্যায়ন স্কোর প্রাপ্ত হইবেন)।
(১.২) নির্বাচন নিয়ে কোনো অভিযোগ থাকিলে ফুটেজ সহ অভিযোগের বিস্তারিত লিখিয়া ২৪ ঘন্টার মধ্যে সমন্বয় টিম বরাবর আবেদন করিতে হইবে এবং আবেদনের ৬ দিনের মধ্যে নিষ্পত্তি করিয়া আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হইবে। সমন্বয় টিমের রায়ের বিরুদ্ধে আঞ্চলিক দলীয় বিচার বিভাগে আপিল করা যাইবে, আঞ্চলিক দলীয় বিচার বিভাগের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।
তবে শর্ত থাকে যে, লিখিত অভিযোগ প্রদানের পূর্বে নির্বাচন লইয়া জনসম্মুখে নেতিবাচক মন্তব্য করিলে পার্টি শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করিবে, প্রয়োজনে সদস্যপদ বাতিল করিবে।
(১.৩) যে সকল ভোট কক্ষ হইতে আপিল আসিবে না ২৪ ঘন্টা পর উপদেষ্টা পরিষদ হইতে তাঁহাদের আনুষ্ঠানিক নির্বাচিত ঘোষণা করিয়া কার্যনির্বাহী কমিটির অনুমোদন প্রদান করা হইবে।
২। নির্বাচনী শৃঙ্খলা ও নিষ্পত্তি,
(২.১) নির্বাচন প্রশাসন ও অভিযোগ নিষ্পত্তির ক্ষমতা, কেন্দ্রীয় কাউন্সিল কার্যপরিষদের সুপারিশে প্রেসিডিয়াম কমিটি কর্তৃক জেলা ভিত্তিক ৫ সদস্যের আইন ও তথ্য বিষয়ক কর্মকর্তা সদস্যদের সমন্বয়ে টিমের উপর ন্যাস্ত থাকবে।
(২.২) শৃঙ্খলা ও নিরাপত্তা (লেভেল প্লেয়িং ফিল্ড) প্রয়োজনে সরকারের সহযোগিতা নেওয়া হবে।
(২.৩) নির্বাচনে অর্থ লেন-দেন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ টিমের উপর ন্যাস্ত থাকবে।
(২.৪) প্রার্থীর নিকট নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে প্রার্থী ভোট নির্দিষ্ট স্থানে সিসিটিভি স্থাপন করতে পারবে।।
(২.৫) নির্বাচন কার্যক্রম ও ভোটার তালিকা সহ সকল অভিযোগ নির্দিষ্ট সময়ের মধ্যে সমন্বয়ে টিমের নিকট লিখিত জমা দিতে হবে।
(২.৬) প্রার্থী ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী সম্পর্কে কোনো আপত্তি থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।
(২.৭) নির্বাচনী এলাকায় শৃঙ্খলা ভঙ্গ করলে ভোটার বা প্রার্থী তালিকা হতে বাতিল হবেন।
(২.৮) ভোট কেন্দ্রের শৃঙ্খলা ভঙ্গ করলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সপর্দ করা হবে।
৩। মূল্যায়নের মাধ্যমে ৬০% স্কোর প্রাপ্ত হবেন (প্রতি বছর মে মাসে কমিটির প্রত্যেক সদস্য গোপনে নিম্নোক্ত বিষয়ে ওয়েব সাইটে মূল্যায়ন করিবেন),
(৩.১) ৫ স্কোর= কার্যপরিষদ বা কার্যনির্বাহী কমিটিতে পদমর্যাদা (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।
(৩.২) ৫ স্কোর= নিকটতম নির্বাচনে প্রাপ্ত ভোট ও ভোটারের অনুপাত (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।
আঞ্চলিক কার্যনির্বাহী কমিটি কর্তৃক মূল্যায়ন (প্রতি বছর কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্য নিম্নোক্ত দুটি বিষয়ে ৫০ করে, ১০০ মধ্যে প্রত্যেক উপজেলা কার্যনির্বাহী কমিটির সদস্যকে স্কোর প্রদান করিবেন, যা ১০ স্কোরে কনভার্ট করা হবে)
(৩.৩) ৫ স্কোর (স্কোর কর্তন করা হবে)= লোভ-লালসা, মাদকাসক্ত ও জুয়ারি (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।
(৩.৪) ৫ স্কোর (স্কোর কর্তন করা হবে)= বিদেশি সেবা ও পণ্যের ব্যবহার (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।
জেলা কাউন্সিল কার্যপরিষদ কর্তৃক মূল্যায়ন (প্রতি বছর কাউন্সিল কার্যপরিষদ প্রত্যেক সদস্য দুটি বিষয়ে ৫০ করে, ১০০ মধ্যে প্রত্যেক উপজেলা কার্যনির্বাহী কমিটির সদস্যকে স্কোর প্রদান করিবেন, যা ১০ স্কোরে কনভার্ট করা হবে)
(৩.৫) ৫ স্কোর= অনুশোচনা বা আত্মসমালোচনার বৈশিষ্ট্য (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।
(৩.৬) ৫ স্কোর= কাজের স্বচ্ছতা, দায়িত্বের পরিচ্ছন্নতা, সমালোচনা ও মতামত গ্রহণের সক্ষমতা (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।
জেল কার্যনির্বাহী কমিটি কর্তৃক মূল্যায়ন (প্রতি বছর কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্য দুটি বিষয়ে ৫০ করে, ১০০ মধ্যে প্রত্যেক উপজেলা কার্যনির্বাহী কমিটির সদস্যকে স্কোর প্রদান করিবেন, যা ১০ স্কোরে কনভার্ট করা হবে)
(৩.৭) ৫ স্কোর= অর্থ লেনদেন, চুক্তি, অঙ্গীকার ও প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীলতা (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।
(৩.৮) ৫ স্কোর= কর্মসূচিতে অবদান, পরিশ্রমী ও কর্ম চঞ্চলতা (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।
উপজেলা কার্যনির্বাহী কমিটি কর্তৃক মূল্যায়ন (প্রতি বছর কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্য চারটি বিষয়ে ৫০ করে, ২০০ মধ্যে একে অন্যদের স্কোর প্রদান করিবেন, যা ২০ স্কোরে কনভার্ট করা হবে)
(৩.৯) ৫ স্কোর= সততা, নিষ্ঠা, দূরদর্শী ও প্রজ্ঞাবান (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।
(৩.১০) ৫ স্কোর (স্কোর কর্তন করা হবে)= অপচয়, অপব্যয় ও তছরুপ করার প্রবণতা (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।
(৩.১১) ৫ স্কোর (স্কোর কর্তন করা হবে)= ভোগবাদী ও বিলাসী জীবন ধারণের প্রবণতা (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।
(৩.১২) ৫ স্কোর (স্কোর কর্তন করা হবে)= উশৃংখল, অহংকারী, চরম স্বার্থপর, অলস ও দায়িত্ব-কর্তব্য এড়িয়ে যাওয়ার প্রবণতা (চার বছরে প্রাপ্ত স্কোর, ৫ স্কোরে কনভার্ট করা হবে)।
৪। কার্যনির্বাহী কমিটির অনুমোদন,
(৪.১) স্কোরের ভিত্তিতে একটি উপজেলায় ৪৭ জনকে নির্বাচিত ঘোষণা করা হইবে এবং প্রত্যেকের প্রাপ্ত ভোট সংখ্যা ও স্কোর উল্লেখ থাকিবে (নির্বাচনের দিন সকাল ৮টা হইতে প্রার্থীর প্রফাইলে স্কোর উল্লেখ থাকিবে)।
(৪.২) যিনি, (সম স্কোর হইলে সাবেক পদমর্যাদা নির্ধারিত হইবে, নিষ্পত্তি না হইলে পার্টির সদস্য পদে জেষ্ঠ্যতার ভিত্তিতে নির্ধারিত হইবে, নিষ্পত্তি না হইলে লটারির মাধ্যমে নির্ধারিত হইবে।)
(৪.২.১) সকল ইউনিয়নের ১। সভাপতিদের ভোটে প্রাপ্ত স্কোর ও মূল্যায়নের স্কোরের সমষ্টি যিনি সর্বোচ্চ স্কোর প্রাপ্ত হইবেন তিনি উপজেলা ১। সভাপতি নির্বাচিত হইবেন এবং জাতিয় সংসদ নির্বাচনে প্রার্থী হইবেন।
(৪.২.২) সকল ইউনিয়নের ২। সহ-সভাপতিদের-১ ভোটে প্রাপ্ত স্কোর ও মূল্যায়নের স্কোরের সমষ্টি যারা প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ স্কোর প্রাপ্ত হইবেন তিনি উপজেলা ২। সহ-সভাপতি-১ ও ৩। সহ-সভাপতিদের-২ নির্বাচিত হইবেন এবং যথাক্রমে জেলা পরিষদের উপজেলা সদস্য ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হইবেন ।
(৪.২.৩) সকল উপজেলার ৩। সহ-সভাপতিদের-২ ভোটে প্রাপ্ত স্কোর ও মূল্যায়নের স্কোরের সমষ্টি যারা প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ স্কোর প্রাপ্ত হইবেন তিনি উপজেলা ৪। সহ-সভাপতি-১ ও ৫। সহ-সভাপতিদের-২ নির্বাচিত হইবেন
-
-
-
(৪.২. -- ) এভাবে সকল ইউনিয়নের নির্দিষ্ট সিরিয়াল নং পদের কর্মকর্তা সদস্যদের ভোটে তাঁদের মধ্য হইতে ভোটের প্রাপ্ত স্কোর ও মূল্যায়নের স্কোরের সমষ্টির ভিত্তিতে ক্রমিক অনুযায়ী সর্বোচ্চ স্কোর প্রাপ্ত উপজেলার একই পদের সিরিয়াল নং অনুসারে ৪৭টি পদে নির্বাচিত হইবেন।