আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৪। আঞ্চলিক কার্যনির্বাহী কমিটি নির্বাচন
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১। আঞ্চলিক কার্যনির্বাহী কমিটি নির্বাচন,

(১.১) প্রতি চার বছর পরপর জেলা নির্বাচনের ৬ মাস পরে জানুয়ারি মাসে ইনস্ট্যান্ট রান-অফ ‘টপ 'জেলা সংখ্যা’' ভোটিং পদ্ধতিতে কার্যনির্বাহী কমিটির ৯৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

(১.২) নির্বাচন পরিচালনা কার্যক্রম (এক দিনে একটি বিভাগে ভোট অনুষ্ঠিত হবে),

            (১.২.১) প্রেসিডিয়াম কমিটির সকল সদস্য (নির্বাচন কমিশন)।

            (১.২.২) কেন্দ্রীয় কাউন্সিল কার্যপরিষদের সকল সদস্য (উপ নির্বাচন কমিশন)।

(১.২.৩) নিকটতম বিভাগের (ক্লক ওয়াইজ) আঞ্চলিক কাউন্সিল কার্যপরিষদের সকল সদস্য (রিটার্নিং কর্মকর্তা)।

(১.২.৪) নিকটতম বিভাগের (ক্লক ওয়াইজ) আঞ্চলিক কাউন্সিল সভাপতি বা সহ-সভাপতি কার্যপরিষদের সকল সদস্য (পিজাইডিং অফিসার)।

(১.২.৫) নিকটতম বিভাগের (এন্টি ক্লক ওয়াইজ) সকল আঞ্চলিক কাউন্সিল কার্যপরিষদের সদস্য (সহকারী পিজাইডিং ও পোলিং অফিসার অফিসার)।

(কোনো সদস্য ঐ বিভাগে প্রার্থীপদে থাকলে, তিনি দায়িত্ব প্রাপ্ত হবেন না এবং পরবর্তীতে নির্বাচিত বিভাগ ঐ নিকটতম বিভাগ সমূহের নির্বাচন কার্যপরিচালনা করতে পারবে না।)

(১.৩) নির্বাচনের ২০ দিন পূর্বে প্রার্থীদের নিকট ভোট কেন্দ্র, ভোটারের ভোট কক্ষ সহ ভোটার তালিকা প্রেরণ করা হবে,

(১.৪) নির্বাচন পর্যবেক্ষক,

                (১.৪.১) উপদেষ্টা পরিষদ।

                (১.৪.১) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।

                (১.৪.১) ঐ বিভাগ সহ অন্যান্য বিভাগের কার্যনির্বাহী কমিটি।

(কোনো সদস্য ঐ বিভাগে প্রার্থীপদে থাকলে, তিনি দায়িত্ব প্রাপ্ত হবেন না)

(১.৫) কেন্দ্রীয় কাউন্সিলের পরামর্শে প্রেসিডিয়াম কমিটি নারী ও পুরুষ কার্যনির্বাহী কমিটির নির্বাচনের স্থান, সময় ও তারিখ নির্ণয় সহ দায়িত্ব বণ্টন করবেন এবং সুষ্ঠু নির্বাচনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

(১.৬) রাজধানীতে এক দিনে সকল আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাজধানীতে একটি ভোটকেন্দ্রে সকল আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন

২। সিসিটিভি ও ডেটাবেজ,

প্রযুক্তি ব্যবহার করিয়া স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন এবং সকল বিশৃঙ্খলা, অভিযোগ ও অনাস্থার ঊর্ধ্বে রাখা হইবে। সে লক্ষ্যে, প্রতিটি ভোট কক্ষে সিসি ক্যামেরা থাকবে, হাই-স্প্রিড ইন্টারনেটের জন্য ডেটা ও ব্রডব্যান্ড লাইন থাকবে, সার্বক্ষণিক জেনারেটর থাকবে। নির্বাচনকে পার্টির সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

(২.১) পার্টির অধীনে,

(২.১.১) প্রতিটি ভোটকক্ষের নির্দিষ্ট দুটি স্থানে হাই-রেজুলেশন ক্যামেরা (যেন ভোট গণনার সময় ব্যালটের প্রতীক ও সিল স্পষ্ট দেখা যায়) সংযুক্ত করা হইবে এবং প্রতিটি কক্ষের ভিডিও রেকর্ড সংরক্ষণ করা হইবে।

(২.২.২) ভোট কেন্দ্রের প্রবেশ মুখের সড়কের দুদিকে, ভোটকক্ষের বারান্দায়, ভোটার লাইন কাভার করে এমন স্থানে এবং নিরাপত্তার প্রয়োজনে ভোটকেন্দ্রের বিভিন্ন স্থানে এক বা একাধিক ক্যামেরা স্থাপন করা হইবে এবং ভিডিও রেকর্ড সংরক্ষণ করা হইবে।