আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
২। ইউনিয়ন কাউন্সিল সদস্যদের দায়িত্ব-কর্তব্য
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১। ইউনিয়ন কাউন্সিল সদস্যদের দায়িত্ব-কর্তব্য

(ক) প্রতি মাসে একদিন সাধারণ সভা অনুষ্ঠিত হইবে, যথাসময়ে ও নিয়মিত পার্টির সভায় উপস্থিত হইবে। সভায় ইউনিয়নের সার্বিক অবস্থা সম্পর্কে পর্যালোচনা, পরিকল্পনা ও করনীয় নির্ধারণ হইবে।

(খ) পার্টির কার্যক্রম সম্পর্কে কাউন্সিলের প্রত্যেক সদস্য স্বীয় মতামত স্পষ্ট ভাষায় ব্যক্ত করিবেন, পার্টির সমালোচনা করিবেন এবং পার্টির কার্যক্রম সম্পর্কে পরামর্শ প্রদান করিবেন।

(গ) পার্টি কর্তৃক ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন, অগ্রগতি পর্যালোচনা, কার্যক্রমের পরিকল্পনা, দায়িত্ব বন্টন ও বাস্তবায়ন শেষে মূল্যায়ন করা হইবে।

(ঘ) জনপ্রতিনিধিদের নির্দেশনা বাস্তবায়ন করিবেন এবং তাঁদের কাজে সহযোগিতা করিবেন।

(ঙ) পার্টির লক্ষ্য-উদ্দেশ্য ও নীতি বাস্তবায়নে কাউন্সিলের সদস্যরা সচেষ্ট থাকিবেন।

(চ) দেশ ও জনগণের স্বার্থে নিজের জীবনে পার্টিকে ধর্মীয় অনুশাসন ব্যতীত সবকিছুর উপরে গুরুত্ব দিবে এবং পার্টির শৃঙ্খলা, ভাবমূর্তি ও ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কার্য হইতে বিরত থাকিবে

(ছ) কোনো সদস্য অসদাচরণ বা শিষ্টাচার বহির্ভূত এমন কোনো কাজে লিপ্ত হইলে বা সম্ভাবনা তৈরি হইলে তাহাঁকে সম্মানের সহিত আলোচনার মাধ্যমে বুঝিয়ে সংশোধনের চেষ্টা করা বা বিরত রাখিবে

(জ) কার্যপরিষদ কর্তৃক প্রদেয় দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করিবেন এবং যথাসময়ে কার্যপরিষদকে রিপোর্ট প্রদান করিবে

(ঝ) পার্টির কর্মসূচী জনগণের মধ্যে প্রচারের মাধ্যমে এবং আস্থা অর্জন করিয়া সদস্য সংগ্রহে সর্বদা সচেষ্ট থাকিবে