আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৩। কেন্দ্রীয় কাউন্সিল কার্যপরিষদের পদ সমূহ
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১। কেন্দ্রীয় কাউন্সিলের কার্যপরিষদের পদ,

সংসদ নির্বাচনের ১০ দিনের মধ্যে কেন্দ্রীয় কাউন্সিল কার্যপরিষদ গঠিত হইবে এবং পার্টির সদস্য পদে (একটানা) জ্যেষ্ঠতার ভিত্তিতে পদ নম্বর নির্ধারিত ইহবে,

(১.১) চেয়ারম্যান, পার্টির মনোনীত বর্তমান প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেতা, না থাকিলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করিবেন।

(১.২) ভাইচ-চেয়ারম্যান, পার্টির মনোনীত বর্তমান উপ-প্রধানমন্ত্রী বা বিরোধী দলের উপনেতা এবং, না থাকিলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করিবেন।

(১.৩) সাধারণ সম্পাদক (নির্দিষ্ট নয়), পার্টির মনোনীত বর্তমান সংসদের হুইপ, না থাকিলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করিবেন।

(১.৪) যুগ্ম সাধারণ সম্পাদক (নির্দিষ্ট নয়), পার্টির মনোনীত বর্তমান মন্ত্রী বা প্রতিমন্ত্রী, না থাকিলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্য হইতে তাঁদের ভোটে নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করিবেন।

(১.৫) সম্পাদক (নির্দিষ্ট নয়), পার্টির মনোনীত বর্তমান মন্ত্রীর উপদেষ্টা বা প্রতিমন্ত্রীর পার্টি কর্তৃক উপদেষ্টা, না থাকিলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদকদের মধ্য হইতে তাঁদের ভোটে নির্বাচিত সম্পাদক ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করিবেন।

(১.৬) সহ-সম্পাদক (নির্দিষ্ট নয়), পার্টির মনোনীত বর্তমান উপমন্ত্রী, না থাকিলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদকদের মধ্য হইতে তাঁদের ভোটে নির্বাচিত সহ-সম্পাদকগণ ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করিবেন।

(১.৭) নির্বাহী সদস্য, পদাধিকার বলে কেন্দ্রীয় ও দেশের সকল বিভাগের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সহ-সভাপতি।

(১.৮) নির্বাহী সদস্য, পদাধিকার বলে কেন্দ্রীয় ও দেশের সকল বিভাগের অঙ্গসংগঠন কমিটিসমূহের সভাপতি ও সহ-সভাপতি।