আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।

জনপ্রতিনিধিদের মাসিক চাঁদার হার

Impact Story
নিম্নে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

নিম্নে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

জনপ্রতিনিধিদের মাসিক চাঁদার হার,

নাগরিকতন্ত্রের কর্মী

মোট চাঁদা (চাঁদা+বীমা)

প্রধানমন্ত্রী ও স্পিকার

১৫,০০০ (১২,০০০+৩,০০০)

মন্ত্রী ও সমপদমর্যাদা সম্পন্ন

১৪,০০০ (১১,০০০+৩,০০০)

প্রতিমন্ত্রী ও সমপদমর্যাদা সম্পন্ন

১৩,০০০ (১০,০০০+৩,০০০)

উপমন্ত্রী ও সমপদমর্যাদা সম্পন্ন

১২,০০০ (৯,০০০+৩,০০০)

সাংসদ ও সমপদমর্যাদা সম্পন্ন

১১,০০০ (৮,৫০০+২,৫০০)

আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান

১০,০০০ (৭,৫০০+২,৫০০)

আঞ্চলিক পরিষদের ভাইচ চেয়ারম্যান

৯,৫০০ (৭,০০০+২,৫০০)

আঞ্চলিক পরিষদের সদস্য

৯,০০০ (৭,০০০+২,০০০)

জেলা পরিষদের চেয়ারম্যান

৮,০০০ (৬,০০০+২,০০০)

জেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান

৭,৫০০ (৫,৫০০+২,০০০)

জেলা পরিষদের সদস্য

৭,০০০ (৫,০০০+২,০০০)

উপজেলা পরিষদের চেয়ারম্যান

৬,০০০ (৪,৫০০+১,৫০০)

উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান

৫,০০০ (৩,৫০০+১,৫০০)

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

৪,০০০ (২,৫০০+১,৫০০)

ইউনিয়ন পরিষদের মেম্বর

৩,০০০ (২,০০০+১,০০০)