পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
দেশি উৎস হইতে (সদস্য ও সদস্যের উপর নির্ভরশীল ও পরিবারের জন্য প্রযোজ্য),
যাহার ০<৫ লাখ টাকা বা সমপরিমাণ সম্পদের কম রইয়াছে, তিনি বছর শেষে
সর্বোচ্চ n% টাকা বা সম্পদের প্রবৃদ্ধি করিতে পারিবেন।
যাহার ৪<২০ লাখ টাকা বা সমপরিমাণ সম্পদের কম রইয়াছে, তিনি বছর শেষে
সর্বোচ্চ ৮০% টাকা বা সম্পদের প্রবৃদ্ধি করিতে
পারিবেন।
যাহার ১৯<৫০ লাখ টাকা বা সমপরিমাণ সম্পদের কম রইয়াছে, তিনি বছর শেষে
সর্বোচ্চ ৬০% টাকা বা সম্পদের প্রবৃদ্ধি করিতে
পারিবেন।
যাহার ৪৯ লাখ<৫ কোটি টাকা বা সমপরিমাণ সম্পদের কম রইয়াছে, তিনি বছর শেষে
সর্বোচ্চ ৪০% টাকা বা সম্পদের প্রবৃদ্ধি করিতে
পারিবেন।
যাহার ৪<৩০কোটি টাকা বা সমপরিমাণ সম্পদের কম রইয়াছে, তিনি বছর শেষে
সর্বোচ্চ ৩০% টাকা বা সম্পদের প্রবৃদ্ধি করিতে
পারিবেন।
যাহার ২৯<৬০ কোটি টাকা বা সমপরিমাণ সম্পদের কম রইয়াছে, তিনি বছর শেষে
সর্বোচ্চ ২০% টাকা বা সম্পদের প্রবৃদ্ধি করিতে
পারিবেন।
যাহার ৫৯<৮০ কোটি টাকা বা সমপরিমাণ সম্পদের কম রইয়াছে, তিনি বছর শেষে
সর্বোচ্চ ৫% টাকা বা সম্পদের প্রবৃদ্ধি করিতে পারিবেন।
যাহার ৭৯<৯০কোটি টাকা বা সমপরিমাণ সম্পদের কম রইয়াছে, তিনি বছর শেষে
সর্বোচ্চ ২% টাকা বা সম্পদের প্রবৃদ্ধি করিতে
পারিবেন।
যাহার ৮৯<১০০কোটি টাকা বা সমপরিমাণ সম্পদের কম রইয়াছে,তিনি বছর শেষে
সর্বোচ্চ ১%টাকা বা সম্পদের প্রবৃদ্ধি করিতে পারিবেন। তবে,
(অ) এর কম প্রবৃদ্ধি হইলে প্রবৃদ্ধির
ঘাটতি হইবে, যাহা পরবর্তী বছর ঘাটতি পূর্ণ করিবেন।
(আ) প্রবৃদ্ধি বেশি হইলে, বেশি অংশ সুদবিহীন বা নিঃস্বার্থ ভাবে
শুভাকাঙ্খি বা সাহায্যকারী বা কাছের মানুষদের উপযুক্ত উপার্জন ক্ষেত্র প্রতিষ্ঠা বা
ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দিবেন বা শ্রমিকদের বোনাস
দিবেন বা বিভিন্ন সামাজিক কল্যাণ ও জন কল্যাণ মূলক কাজে অংশগ্রহণ করিবেন,
(ই) বিনিময় মূল্য ১ ডলার =১২০ টাকা ধরে এই অনুপাতে ডলারের মানের সম্পদের প্রবৃদ্ধি
নির্ধারিত থাকবে।
(ঈ) পার্টির সদস্য হিসাবে যুক্ত হইবার অর্থবৎসর হইতে ব্যক্তির সম্পদের ভিত্তিতে
উপরোক্ত আর্থিক শৃঙ্খলা গণ্য হবে,
“রপ্তানি কারক
হইলে প্রবৃদ্ধি দ্বিগুণ ও ২০০ কোটি টাকা বা সমপরিমাণ সম্পদ থাকিতে পারিবে এবং বিদেশি
উৎস হইতে আয়ের কোনো লিমিটেশন নেই”
/* সিন্ডিকেট বা ভ্যাজাল বা টেন্ডার
বা চাঁদাবাজি বা মাৎস্যন্যায় বা অন্য কোন অসাধু উপায়ে গোপনে আঙ্গুল ফুলে কলাগাছ বা রাতা-রাতি কোটিপতি হওয়ার কোনো ইচ্ছা পার্টির কোনো ক্ষমতাশালী বা জনপ্রতিনিধি বা সাধারণ সদস্যের মধ্যে থাকিলেও ব্যাপকভাবে অসৎ
হতে পারবে না। ফলে, পার্টির গ্রেট ইমেজ তৈরি হবে, সমাজে সম্পদের সমতা সৃষ্টি
হইবে, ক্ষমতার অপব্যবহার হইবে না, দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা
হইবে। ইনশাল্লাহ */