পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
|
আয়ের উৎস |
|
জনপ্রতিনিধিদের মাসিক চাঁদা |
|
উপদেষ্টাদের মাসিক চাঁদা |
|
পার্টির কাউন্সিল
কার্যপরিষদের মাসিক চাঁদা |
|
পার্টির কার্যনির্বাহী কমিটির মাসিক চাঁদা |
|
পার্টির সদস্যদের
মাসিক চাঁদা |
|
সেবা মূলক প্রতিষ্ঠান হইতে আয় |
|
দান ও অনুদান |
|
বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে সংগৃহীত অর্থ |
|
বিক্রয়লব্ধ অর্থ |
|
-------------ইত্যাদি |
(১) কার্যনির্বাহী কমিটি চাঁদার অর্থ আদায় ও ব্যয় করিবেন,
(২) তহবিলের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে ম্যনুয়াল ও সফটওয়্যার ব্যবহার করিয়া সংরক্ষণ
করা হইবে এবং অর্থ নির্দিষ্ট এক বা একাধিক আর্থিক প্রতিষ্ঠানে সংরক্ষণ ও ওয়েবসাইটে
মাসিক স্টেটমেন্ট প্রকাশ করা হইবে,
(৩) চাঁদার অর্থ কার্যনির্বাহী কমিটির যে স্তরে আদায় হক না কেন নিম্ন স্তর হতে
উচ্চ স্তর পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ চাঁদা ভাগ হইবে,
(৪) আদায়কৃত অর্থ সাংগঠনিক কাঠামোর প্রত্যেক স্তরে কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি-১
ও সাধারণ সম্পাদক-১ সমন্বয়ে নিকটতম তফসিলিভুক্ত ব্যাংকে জমা রাখা হইবে এবং
তাঁহাদের যৌথ স্বাক্ষরে উঠাইতে হইবে,
(৫) নিম্ন স্তর হতে উচ্চ স্তর পর্যন্ত সকল অনুদানের অর্থ প্রেসিডিয়াম কমিটির অধীন
হইবে, এজন্য কোষাধক্ষ্য ও ভাইস প্রেসিডেন্টের সমন্বয় যৌথ অ্যাকাউন্ট থাকবে এবং
তাঁহাদের যৌথ স্বাক্ষরে উঠাইতে হইবে,
(৬) যাকাত প্রদানে উদ্বুদ্ধ করা, যাকাতের টাকা উত্তোলন এবং যাকাতের ৮টি খাতের মধ্যে উপযুক্ত সদস্যকে প্রদানের জন্য প্রত্যেকটি কার্যনির্বাহী কমিটির একটি স্থায়ী যাকাত উপ-কমিটি থাকিবে এবং উপ-কমিটির সভাপতি ও সহ-সভাপতির সমন্বয়ে যৌথ অ্যাকাউন্ট থাকবে এবং তাঁহাদের যৌথ স্বাক্ষরে উঠাইতে হইবে,
(৭) প্রেসিডিয়াম কমিটি কর্তৃক গঠিত অর্থ উপ-কমিটি হিসাব নিরীক্ষা করিয়া জাতীয় রাজস্ব বোর্ডে ট্যাক্স রিটার্ন দাখিল এবং নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করা হইবে।