আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।

আর্থিক স্টেটমেন্ট ও অডিট

Impact Story
নিম্নে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

নিম্নে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১। আর্থিক স্টেটমেন্ট ও অডিট,

(ক) প্রত্যেক বছর অডিট ফার্মের মাধ্যমে প্রতিটি স্তরের কার্যনির্বাহী কমিটির অডিট করা হইবে এবং কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনের পূর্বে সকল রিপোর্ট কেন্দ্রীয় কাউন্সিল কার্যপরিষদের নিকট প্রদান করা হইবে।

(খ) প্রতি মাসে পার্টির আর্থিক স্টেটমেন্ট ও বাৎসরিক রিপোর্ট পার্টির ওয়েবসাইটে প্রকাশ করা হইবে এবং অনুদান প্রদানকারীর আবেদনের সাপেক্ষে, তাঁকে সমপরিমাণ অর্থের আয়-ব্যয়ের হিসাব দিতে পার্টি বাধ্য থাবে। 

(গ) প্রত্যেক ৪ মাসে প্রতিটি স্তরের কার্যনির্বাহী কমিটি নিকটতম ঊর্ধ্বতন কাউন্সিলের কার্যপরিষদের উপ-অডিট কমিটির নিকট আয়-ব্যয়ের হিসাব দিবেন বা উপ-অডিট রিপোর্ট জমা দেওয়া হইবে।

(ক) ওয়ার্ড পর্যায়ে কমিটি,

(অ) ইউনিয়ন কাউন্সিল কর্তৃক ৩ জন, উপজেলা কাউন্সিল কর্তৃক ২ জন এবং জেলা কাউন্সিল কর্তৃক ১ জন সদস্য নিয়ে একটি অডিট টিম গঠিত হবে।

(খ) ইউনিয়ন পর্যায়ে কমিটি, 

(অ) উপজেলা কাউন্সিল কর্তৃক ৩ জন, জেলা কাউন্সিল কর্তৃক ২ জন এবং আঞ্চলিক কাউন্সিল কর্তৃক ১ জন সদস্য নিয়ে একটি অডিট টিম গঠিত হবে।

(গ) উপজেলা পর্যায়ে কমিটি,

(অ) জেলা কাউন্সিল কর্তৃক ৩ জন, আঞ্চলিক জেলা কাউন্সিল কর্তৃক ২ জন এবং কেন্দ্রীয় কাউন্সিল কর্তৃক ১ জন সদস্য নিয়ে একটি অডিট টিম গঠিত হবে।

(ঘ) জেলা পর্যায়ে কমিটি,

(অ) আঞ্চলিক কাউন্সিল কর্তৃক ৩ জন, কেন্দ্রীয় কাউন্সিল কর্তৃক ২ জন এবং উপদেষ্টা পরিষদ কর্তৃক ১ জন সদস্য নিয়ে একটি অডিট টিম গঠিত হবে।

(ঙ) আঞ্চলিক পর্যায়ে কমিটি,

(অ) কেন্দ্রীয় কাউন্সিল কর্তৃক ৪ জন এবং উপদেষ্টা পরিষদের ২ জন সদস্য নিয়ে একটি অডিট টিম গঠিত হবে।

(চ) কেন্দ্রীয় পর্যায়ে কমিটি,

            (অ) কেন্দ্রীয় কাউন্সিল কর্তৃক ২ জন এবং উপদেষ্টা পরিষদের ৪ জন সদস্য নিয়ে একটি অডিট টিম গঠিত হবে।