নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৩৩। বিশ্ববিদ্যালয়ে ‘কেন্দ্রীয় ছাত্র সংসদ’ নির্বাচন,
Ø তফসিল,
o
প্রতিবছর ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে এবং ২২ ও ২৩ ফেব্রুয়ারি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
o
ফাস্ট পাস্ট দ্য পোস্ট ভোটিং পদ্ধতি নির্বাচন
অনুষ্ঠিত হবে।
o
ডিপার্টমেন্ট কমিটির প্রেসিডেন্ট হবেন ডিপার্টমেন্ট হেড, অনুষদ
কমিটির প্রেসিডেন্ট হবেন ডিন।
o
ডিপার্টমেন্টাল হল রিপ্রেজেন্টিটিভ কমিটির প্রেসিডেন্ট হবেন
সহকারি প্রভোস্ট এবং হল কমিটির প্রেসিডেন্ট হবেন একটি হলের প্রভোস্ট।
o
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ কমিটির প্রেসিডেন্ট
হবেন একজন প্র-ভিসি, উপদেষ্টা হবেন ভিসি।
o
দুটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে,
§ প্রথম
দিন ডিপার্টমেন্টের সকল বিভাগের নির্বাচন
অনুষ্ঠিত হবে।
§ দ্বিতীয়
দিন সকল অনুষদ, আবাসিক হল ও কেন্দ্রীয় কমিটির
নির্বাচন অনুষ্ঠিত হবে।
o
ডিপার্টমেন্টাল ছাত্র সংসদ ও
ডিপার্টমেন্টের হল রিপ্রেজেন্টেটিভ কমিটির পদসমূহ (সম্ভাব্য),
§ ভাইস-প্রেসিডেন্ট
(সহ-সভাপতি),
§ সাধারণ সম্পাদক,
§ স্বাধীনতা
সংগ্রাম ও মুক্তির বিপ্লব বিষয়ক সম্পাদক,
§ আন্তর্জাতিক
শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক,
§ বিজ্ঞান ও গ্রন্থ
বিষয়ক সম্পাদক,
§ সমাজসেবা ও
মিডিয়া বিষয়ক সম্পাদক,
o
কেন্দ্রীয় ছাত্র সংসদ, অনুষদ ছাত্র
সংসদ ও হল ছাত্র সংসদ কমিটির পদসমূহ (সম্ভাব্য),
§ ভাইস-প্রেসিডেন্ট
(সহ-সভাপতি),
§ সাধারণ সম্পাদক ও
সহ-সাধারণ সম্পাদক,
§ স্বাধীনতা
সংগ্রাম ও মুক্তির বিপ্লব বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক,
§ বিজ্ঞান ও
প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক,
§ কমনরুম ও
ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক,
§ আন্তর্জাতিক
শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক,
§ সাহিত্য ও
পাঠাগার বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক,
§ ক্রীড়া ও
সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক,
§ নৈতিকতা ও সুশাসন
বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক,
§ সমাজসেবা ও ছাত্র
পরিবহন সম্পাদক ও সহ-সম্পাদক,
§ ৬টি সদস্য পদ।
Ø প্রার্থী,
o
অনুষদ কমিটি,
§ একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিফটের প্রতিটি ডিপার্টমেন্টের প্রতিটি সেশনের সকল
শিক্ষার্থীদের মধ্য থেকে একটি করে পদের (ক্লাস রিপ্রেজেন্টেটিভ) জন্য নির্বাচনে প্রার্থী
হবেন।
·
একটি সেশনে একাধিক শাখা থাকলে, প্রতিটি শাখা ক্লাসের সকল
শিক্ষার্থীদের মধ্য থেকে একটি করে পদের (ক্লাস রিপ্রেজেন্টেটিভ) জন্য নির্বাচনে
প্রার্থী হবেন।
·
প্রতিটি শাখা ক্লাসের নির্বাচিতদের মধ্য থেকে প্রতিটি
সেশনের একটি করে পদের (সেশন চেয়ারম্যান) জন্য নির্বাচনে প্রার্থী হবেন।
§ বিশ্ববিদ্যালয়ের
প্রতিটি শিফটের প্রতিটি ডিপার্টমেন্টের সকল সেশনের নির্বাচিতদের মধ্য থেকে
ডিপার্টমেন্টাল পদের জন্য নির্বাচনে প্রার্থী হবেন।
§ ডিপার্টমেন্টাল পদে
নির্বাচিতদের মধ্য থেকে অনুষদ কমিটি পদের জন্য নির্বাচনে প্রার্থী হবেন।
o
হল,
§ একটি হল’এর ভিন্ন
ভিন্ন ডিপার্টমেন্টের স্থায়ী স্নাতক পর্যায়ের রেগুলার (নির্দিষ্ট সেশনে এক বছরের
অধিক সময় গ্যাপ না থাকলে) শিক্ষার্থীদের মধ্যে থেকে ডিপার্টমেন্টাল হল
রিপ্রেজেন্টিটিভ পদের জন্য নির্বাচনে প্রার্থী হবেন।
§ ডিপার্টমেন্টাল
হল রিপ্রেজেন্টিটিভ নির্বাচিতদের মধ্য থেকে হল কমিটি পদের জন্য নির্বাচনে প্রার্থী
হবেন।
o
কেন্দ্রীয় ছাত্র সংসদ কমিটি,
§ সকল অনুষদ ও হল
কমিটির নির্বাচিতদের মধ্য থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ কমিটি পদের জন্য নির্বাচনে
প্রার্থী হবেন।
o
বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট সেশনে এক বছরের অধিক সময় গ্যাপ
থাকলে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
o
প্রথম শ্রেণীর রেজাল্ট ব্যতীত (৩.০০=<) নির্বাচনে প্রার্থী
হতে পারবেন না (রাজনৈতিক দলের প্রভাব অনেকাংশে কমে আসবে)।
Ø ভোটার,
o
অনুষদ কমিটি,
§ একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিফটের প্রতিটি ডিপার্টমেন্টের প্রতিটি সেশনের সকল
শিক্ষার্থীরা ভোটার হবেন।
·
একটি সেশনে একাধিক শাখা থাকলে, প্রতিটি শাখার একটি করে পদের
জন্য ঐ শাখার সকল শিক্ষার্থীরা নির্বাচনে ভোটার হবেন।
·
একটি সেশনের একটি করে পদের জন্য ঐ সেশনের সকল শাখার
নির্বাচিতরা ভোটার হবেন।
§ ডিপার্টমেন্টাল কমিটির
পদের জন্য ঐ ডিপার্টমেন্টের সকল সেশনের নির্বাচিতরা ভোটার হবেন।
§ অনুষদ কমিটি পদের
জন্য ঐ অনুষদের সকল ডিপার্টমেন্টের কমিটির নির্বাচিতরা ভোটার হবেন।
o
হল,
§ একটি হল’এর
স্থায়ী স্নাতক পর্যায়ের রেগুলার (নির্দিষ্ট সেশনে এক বছরের অধিক সময় গ্যাপ না থাকলে)
শিক্ষার্থীরা নিজ ডিপার্টমেন্টের হল রিপ্রেজেন্টেটিভ নির্বাচনে ভোটার হবেন।
§ হল কমিটি
নির্বাচনে ডিপার্টমেন্টাল হল রিপ্রেজেন্টেটিভ নির্বাচিতরা ভোটার হবেন।
o
কেন্দ্রীয় ছাত্র সংসদ কমিটি,
§ কেন্দ্রীয় ছাত্র
সংসদ কমিটি পদের জন্য সকল অনুষদ ও হল কমিটির নির্বাচিতরা ভোটার হবেন।
§ এনআইডি কার্ডের
তথ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগ/জেলা শিক্ষা অফিসার, বিভাগ/জেলা নির্বাচন
অফিস ও নির্বাচন কমিশনারগণের মাধ্যমে ভোটার তালিকা প্রস্তুত করা হবে।
§ তফসিল ঘোষণার ১৫
দিন পূর্বে খসড়া ভোটার তালিকা উপজেলা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা
হবে।
§ খসড়া ভোটার
তালিকার বিরুদ্ধে খসরা ভোটার তালিকা প্রকাশের ৫ দিনের মধ্যে আপিল দাখিলের সময়
থাকবে।
§ আপিল দাখিলের
পরবর্তী ১০ দিনের মধ্যে আপত্তি নিষ্পত্তি করা হবে এবং তফসিল ঘোষণার সাথে চূড়ান্ত
ভোটার তালিকা উপজেলা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
Ø
ভোট কেন্দ্র,
o
নিজ বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট ভবনে সকল নির্বাচন অনুষ্ঠিত
হবে।
o
৪০০-৫০০ জন শিক্ষার্থীদের জন্য ১টি করে কক্ষে ভোট অনুষ্ঠিত হবে,
প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ব্যালট বক্স থাকবে।
o
নির্বাচনে আনুষঙ্গিক সকল ইকুপমেন্ট ও ব্যালট পেপার স্থানীয়
নির্বাচন অফিস প্রদান করবে।
o
সিসিটিভির আন্ডারে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেন্ট্রাল নির্বাচন
কমিশন, বিভাগ বা জেলা নির্বাচন অফিসার, ভিসি সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা পর্যবেক্ষণ
করতে পারবে।
o প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনারগণ সহকারী রিটার্নিং অফিসার, ঐ শিক্ষা প্রতিষ্ঠানের প্রভিসি প্রিজাইডিং অফিসার এবং ডিন সহকারী প্রিজাইডিং ও ডিপার্টমেন্টাল হেড পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
Ø নির্বাচনী ফলাফল,
o
অনুষদ কমিটি,
§ একটি সেশনে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) নির্বাচিত
হবেন এবং যিনি পরবর্তী সর্বোচ্চ ভোট পাবেন তিনি ডিপুটি রিপ্রেজেন্টেটিভ (ডিসিআর) নির্বাচিত
হবেন।
·
একটি সেশনে একাধিক শাখা ক্লাস থাকলে,
o
একটি শাখার সকল শিক্ষার্থীদের মধ্য থেকে যিনি সর্বোচ্চ ভোট পাবেন
তিনি ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) নির্বাচিত হবেন এবং যিনি পরবর্তী সর্বোচ্চ ভোট পাবেন
তিনি ডিপুটি রিপ্রেজেন্টেটিভ (ডিসিআর) নির্বাচিত হবেন।
o
একটি সেশনে একাধিক শাখার নির্বাচিতদের মধ্য থেকে তাদের ভোটে
যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি সেশন চেয়ারম্যান নির্বাচিত হবেন এবং যিনি পরবর্তী সর্বোচ্চ
ভোট পাবেন তিনি সেশন ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হবেন।
§ একটি
ডিপার্টমেন্টের সকল সেশনের নির্বাচিতদের মধ্য থেকে তাদের ভোটে ঐ ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল
ছাত্র সংসদ কমিটি নির্বাচিত হবে।
§ একটি অনুষদের সকল
ডিপার্টমেন্টের কমিটির মধ্য থেকে তাদের ভোটে ঐ অনুষদের ছাত্র সংসদ কমিটি নির্বাচিত
হবে।
o
হল,
§ একটি হল’এর নির্দিষ্ট
ডিপার্টমেন্টের স্থায়ী স্নাতক পর্যায়ের রেগুলার (নির্দিষ্ট সেশনে এক বছরের অধিক
সময় গ্যাপ না থাকলে) শিক্ষার্থীদের মধ্য থেকে তাদের ভোটে নিজ ডিপার্টমেন্টের হল
রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হবে।
§ একটি হল’এর সকল
ডিপার্টমেন্টের হল রিপ্রেজেন্টেটিভদের মধ্য থেকে তাদের ভোটে হল কমিটি নির্বাচিত
হবে।
o
কেন্দ্রীয় ছাত্র সংসদ কমিটি,
§ সকল অনুষদ ও হল
কমিটির নির্বাচিতদের মধ্য থেকে তাদের ভোটে কেন্দ্রীয় ছাত্র সংসদ কমিটি নির্বাচিত
হবে।
o
ভোট গনণা শেষে কেন্দ্রের প্রতিটি কক্ষে বিজয়ী
ঘোষণা করা হবে, তারপর কেন্দ্রে প্রাথমিক বিজয়ী ঘোষণা করা হবে।
o
নির্বাচনের পরের দিন সিসিটিভির ঘণ্টা ও মিনিট উল্লেখ করে
অভিযোগ বা সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করে প্রার্থী আপিল করতে পারবেন এবং পরবর্তী ৬
দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।
o
যে সকল নির্বাচনী আসনে নির্বাচনের পরের দিন আপিল আসবে না,
সেখানে নির্বাচন পরবর্তী ২য় দিন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।