নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৮। প্রার্থী ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী,
(ক) প্রার্থী ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী প্রদান,
তফসিল ঘোষণা পরে নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে প্রার্থী, সন্তান
ও স্বামী/স্ত্রীর এনআইডি নম্বর দিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে সম্পদ বিবরণী আপডেট করে এনআইডি
নম্বরগুলো মনোনয়ন পত্রে সংযুক্ত করতে হবে।
(১) সাধারণ অভিযোগ,
o
মনোনয়নপত্র বছাইয়ের শেষ দিনের
পূর্ব দিন পর্যন্ত প্রার্থী ও তাঁর পরিবারের সম্পদ বিবারণী ওয়েবসাইটে উম্মুক্ত
থাকবে। প্রার্থী ও তাঁর পরিবারের সম্পদ
বিবরণী সম্পদের পরিমাণ কম বা বেশি নিয়ে কোনো নাগরিকের আপত্তি থাকলে কর্তৃপক্ষকে অভিযোগ করতে পারবে।
o
শাস্তি,
§ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, অভিযুক্ত সম্পদের বাজার
মূল্য ১ লাখ টাকার অধিক হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং প্রার্থীর জামানাত
ও ঐ সম্পদ সরকার বাজেয়াপ্ত করবে, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।
§ প্রার্থীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, অভিযুক্ত সম্পদের বাজার মূল্য ১ লাখ টাকার অধিক হলে ঐ সম্পদ সরকার
বাজেয়াপ্ত করবে, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।
(২) বিশেষ অভিযোগ,
o
প্রার্থী ও তাঁর
পরিবারের সম্পদ বিবরণী নিয়ে কোনো নাগরিক নির্বাচনী আদালতে অভিযোগ করতে পারবে।
সম্পদের বাজার মূল্য পরিমাণ ১ লাখ টাকার বেশি হলে ২৫ হাজার টাকা নির্বাচন কমিশনের
নির্দিষ্ট অ্যাকাউন্টে জামানত রাখতে হবে।
o
অভিযোগ প্রমাণিত হলে
দণ্ড,
§ প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং প্রার্থীর জামানাত ও ঐ সম্পদ সরকার বাজেয়াপ্ত করবে, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।
§ প্রার্থীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, ঐ সম্পদ সরকার বাজেয়াপ্ত করবে যা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। সম্পদের বাজার মূল্য ১০ লাখ টাকার বেশ হয় তবে ঐ সম্পদ বাজেয়াপ্ত, ৬ মাসের জেল ও ৫ লাখ টাকা জরিমানা সহ প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।
§ অভিযোগকারীকে জামানত সহ সম্পদের এক-তৃতীয়াংশ পুরস্কার প্রদান করা হবে।
o
অভিযোগ প্রমাণিত না হলে শাস্তি,
§ অভিযোগকারী জামানত বাজেয়াপ্ত হবে এবং অভিযোগকারীর বিরুদ্ধে আদালত আইন
অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে।