আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
১৪৷ ভোটাধিকার প্রয়োগে সচেতনতা
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১৪। ভোটাধিকার প্রয়োগে সচেতনতা,

প্রার্থীকে শুনে, বুঝে, প্রার্থীকে গভীরভাবে যাচাই করে নাগরিকের অধিকার, জীবন মান, সম্পদ ও ব্যাংক বা অর্থের প্রতিনিধিত্ব সর্বোচ্চ সৎ, পরিশ্রমি ও দায়িত্বশীল প্রার্থীর হাতে তুলে দিতে উদ্বুদ্ধ করা হবে।

§  প্রার্থীর লেন-দেন ও চুক্তির প্রতি শ্রদ্ধা,

§  অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষার গুরুত্ববোধ,

§  দূরদর্শী ও প্রজ্ঞাবান,

§  সততা ও নিষ্ঠার দৃঢ়তা,

§  চারিত্রিক বৈশিষ্ট্য (লোভ ও লালোসা),

§  অপচয় বা অপব্যয় বা তছরুপ করার প্রবণতা,

§  কাজের স্বচ্ছতা বা দায়িত্বের পরিচ্ছন্নতা,

§  পরিশ্রমি ও কর্ম চঞ্চল,

§  অনুশোচনা বা আত্মসমালোচনার বৈশিষ্ট্য ও

§  সমালোচনা বা মতামত গ্রহণের মানসিকতা গভীরভাবে যাচাই বাছাই করে ভোট প্রদানের প্রতি নির্বাচন কমিশন কর্তৃক মাইকিং, লিফলেট, ব্যনার-ফেস্টুন ইত্যাদি মাধ্যমে ভোটারদের সচেতন করা হবে।

এবং

§  ভোগবাদী বা বিলাসী জীবন,

§  একাধিক নারী/পুরুষ লিপ্সা,

§  মাদকাসক্ত বা জুয়ারি,

§  অলস ও এড়িয়ে যাওয়ার প্রবণতা,

§  উচ্ছৃংখল বা উগ্র,

§  অহংকারী বা অবিনয়ী প্রার্থীদের পরিহার করে ভোট প্রদানের প্রতি নির্বাচন কমিশন কর্তৃক মাইকিং, লিফলেট, ব্যনার-ফেস্টুন ইত্যাদি মাধ্যমে ভোটারদের সচেতন করা হবে।