আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৭৷ ভোটার তালিকা
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

৭। ভোটার তালিকা,

(ক) ভোটার তালিকা প্রকাশ ও অভিযোগ,

(১) তফসিল ঘোষণার ১ মাস পূর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। কোনো অভিযোগ থাকলে ১৫ দিনের মধ্যে কর্তৃপক্ষকে অবগত করতে হবে।

(২) তফসিল ঘোষণার সাথে চূড়ান্ত ভোটার তালিকা স্থানীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পূর্বের অভিযোগ সুরুহা না হলে, পূর্বের অভিযোগপত্র সহ ৭দিন মধ্যে ৫ হাজার টাকা জামানাত রেখে নির্বাচনী আদালতে আপিল করতে হবে।

(খ) দণ্ড,

(১) অভিযোগ প্রমাণিত হলে যে টিম ভোটার তালিকা প্রকাশ করেছে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের বিধান থাকবে এবং অভিযোগকারীকে ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। অভিযোগ প্রমাণিত না হলে জামানতের ৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হবে