আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৩৪। শিক্ষক প্রতিনিধি ও ডিন নির্বাচন
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

৩৪। শিক্ষক প্রতিনিধি ও ডিন নির্বাচন,

Ø  তফসিল,

o   ফাস্ট পাস্ট দ্য পোস্ট ভোটিং পদ্ধতি

o   প্রতি ২ বছর পরপর ১০ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে এবং ২২ ও ২৩ অক্টোবর শিক্ষক প্রতিনিধি ও ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে।

o   শিক্ষক প্রতিনিধিরা শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির মেয়াদ শেষে, নতুন কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসাবে যুক্ত হবে।

Ø  প্রার্থী,

o   সর্বশেষ তিন টার্মের মধ্যে বর্তমান বা সাবেক ডিপার্টমেন্ট হেড ডিন পদে প্রার্থী হতে পারবেন।

o   নির্দিষ্ট শিফটের নির্দিষ্ট স্তরের শিক্ষকদের মধ্যে থেকে শিক্ষক প্রতিনিধি পদে প্রার্থী হতে পারবেন। তবে অন্তত পাঁচ বছর শিক্ষকতা পেশায় থাকতে হবে।

·         ভোটার,

o   একটি অনুষদের সকল শিক্ষকদের ডিন নির্বাচনে ভোটার হবেন।

o   শিক্ষক প্রতিনিধি নির্বাচনে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিফটের প্রতিটি স্তরের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ইত্যাদি) সকল শিক্ষক ভোটার হবেন।

·         ভোট কেন্দ্র,

o   নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে।

o   নিজ বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট ভবনে ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে।

o   নির্বাচনে আনুষঙ্গিক সকল ইকুপমেন্ট ও ব্যালট পেপার স্থানীয় নির্বাচন অফিস প্রদান করবে।

o   সিসিটিভির আন্ডারে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেন্ট্রাল নির্বাচন কমিশন, বিভাগ বা জেলা বা উপজেলা নির্বাচন অফিসার সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা পর্যবেক্ষণ করতে পারবে।

o   শিক্ষক প্রতিনিধি নির্বাচন,

§  উপজেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার, উপজেলা শিক্ষা অফিসার সহকারী রিটার্নিং অফিসার, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রিজাইডিং অফিসার এবং মাধ্যমিক/প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সহকারী প্রিজাইডিং ও শিক্ষকবৃন্দ পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

o   ডিন নির্বাচন,

§  প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনারগণ সহকারী রিটার্নিং অফিসার, ঐ শিক্ষা প্রতিষ্ঠানের ভিসি প্রিজাইডিং অফিসার এবং প্রভিসি সহকারী প্রিজাইডিং ও নির্দিষ্ট জেলার সকল উপজেলা নির্বাচন অফিসার পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

·         নির্বাচনী ফলাফল,

o   একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিফটের প্রতিটি স্তরের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ইত্যাদি) সকল শিক্ষকদের ভোটে একজন করে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হবেন।

o   একটি অনুষদের সকল শিক্ষকদের ভোটে ডিন নির্বাচন হবেন।