আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
২৪৷ গণভোট
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

২৪। গণভোট,

Ø  গণভোট আবেদন প্রক্রিয়া (৬ মাসে একটি গণভোট অনুষ্ঠান করা যাবে, তবে সরকার গঠন/পুনর্নির্বাচনের জন্য ২ বছরে একবার একটি গণভোট অনুষ্ঠান করা যাবে )

o   দুটি প্রক্রিয়ায় আবেদন করতে হবে,

§  প্রথম ধাপে,

·         আপিল বিভাগের কোনো রায় বা সিদ্ধান্তের বিরুদ্ধে বিস্তারিত ব্যাখ্যা করে নির্বাচন কমিশনে আবেদন করতে হবে। অথবা, 

·         আপিল বিভাগে কোনো আবেদন যা ১২০ কর্মদিবস অতিবাহিত হয়েছে, সে বিষয়ে আবেদনপত্রসহ বিস্তারিত ব্যাখ্যা করে নির্বাচন কমিশনে আবেদন করতে হবে।

§  দ্বিতীয় ধাপে,

·         প্রথম ধাপের আবেদনের পরে ৭ দিনের মধ্যে নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর (স্বয়ংক্রিয়) ব্যবহার করে, ৭০% ইউনিয়ন এবং প্রতিটি ইউনিয়নের অন্তত ২০ জন নাগরিকের (পোলিং এজেন্ট হিসাবে) আবেদনে সমর্থন থাকতে হবে। 

·         সমর্থন প্রদানের ক্ষেত্রে, 

o   নির্বাচন কমিশনের নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে, এনআইডি নম্বর ও মোবাইল নম্বর প্রদান করতে হবে।

·         এনআইডি নম্বর থেকে স্থায়ী ঠিকানা গণ্য হবে।

·         ঐ এনআইডি নম্বরে গৃহীত মোবাইল নম্বর যা ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করা হবে।

o   দুটি প্রক্রিয়া বা উভয় প্রক্রিয়া সম্পন্ন হলে নির্বাচন কমিশনে আবেদন গৃহীত হবে।

Ø  তফশিল ঘোষণা,

o   রাষ্ট্রপতি সম্মতি প্রদান করলে ৭ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন এক বা একাধিক বিষয়ের গণভোটের তফসিল ঘোষণা করবেন।

o   তফসিল ঘোষণার ৩০ দিনের মধ্যে শুক্রবার গণভোটের অনুষ্ঠান করবেন।

o   জাতীয় সংসদের দ্বিতীয় ধাপের নির্বাচনের আইন অনুযায়ী একই পদ্ধতিতে এবং বাংলাদেশ ব্যাপি এক দিনে গণভোট অনুষ্ঠিত হবে।

Ø  প্রচারণা,

o   নির্বাচন কমিশন কর্তৃক প্রচারণা,

§  নির্বাচন কমিশন প্রত্যেকটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে একদিন মোট তিন দিন মাইকিং ও লিফলেট বিতরণ এবং জাতীয় ও স্থানীয় পত্রিকায় সহ ইলেকট্রনিক মিডিয়ায় নিরপেক্ষ ভাবে নাগরিকদের অবগত করবেন করবেন। ভোট প্রদানে উদ্বুদ্ধ করবেন।

o   সমর্থক কর্তৃক প্রচারণা,

§  তফসিল ঘোষণা সাত দিন পর এবং নির্বাচনের একদিন পূর্ব পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রচারণার আইন অনুযায়ী বা নিয়ম মেনে স্ব-শরীরে প্রচারণা করতে পারবেন।

Ø  ভোটার,

o   জাতীয় সংসদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্যে যেটি সর্বশেষ নির্বাচন সেই ভোটার তালিকা অনুযায়ী ভোটার হবেন।

Ø  ভোট কেন্দ্র,

o   সর্বশেষ জাতীয় সংসদের দ্বিতীয় ধাপের নির্বাচন অনুযায়ী ভোটকেন্দ্র থাকবে।

o   সর্বশেষ নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন হলে ভোটার তালিকায় নতুনভাবে ভোট কক্ষ প্রদান করা হবে। নতুবা একই থাকবে।

Ø  ফলাফল,

o   জাতীয় সংসদের দ্বিতীয় ধাপের নির্বাচনের আইন অনুযায়ী একই পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হবে। প্রতিটি কক্ষ থেকে ফলাফল প্রকাশের পর ভোট কেন্দ্র থেকে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।