আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
১। নিয়োগ
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১। নিয়োগ,

(ক) প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ,

(১) অন্যান্য নির্বাচন কমিশনার,

o   প্রতি পাঁচ বছর পরপর জাতীয় পরিষদের মুখ্য সদস্যগণ নিম্নে উল্লেখিত পদ হইতে দশ জন নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করিবেন,

(১) একজন সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকার (যিনি নির্বাচনে প্রার্থী নন),

(২) একজন সাবেক আপিল বিভাগের বিচারক,

(৩) শীর্ষ র‍্যাংকিং’এ থাকা সাবেক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক প্রভিসি,

(৪-৫) দুইজন সাবেক সিনিয়র সচিব,

(৬) একজন সাবেক লেফটেন্যান্ট জেনারেল বা সম পদমর্যাদাসম্পন্ন,

(৭) একজন সাবেক অতিরিক্ত আইজিপি গ্রেড-১,

(৮) একজন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল,

(৯) একজন সাবেক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর,

(১০) একজন সাবেক এনএসআই অতিরিক্ত মহরিচালক,

এবং পদাধিকার বলে

(১১) বাংলাদেশের শীর্ষ র‍্যাংকিং’এ থাকা ২টি করে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও অনার্স বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভাইস প্রেসিডেন্টদের মধ্য থেকে তাদের ভোটে নির্বাচিত একজন স্টুডেন্ট ভাইস প্রেসিডেন্ট, (প্রতিবছর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দশ কর্ম দিবসের মধ্যে নির্বাচন ভবনে ভোট অনুষ্ঠিত হবে)

(২) প্রধান নির্বাচন কমিশনার,

o   স্টুডেন্ট ভাইস প্রেসিডেন্ট ব্যতীত অন্যান্য নির্বাচন কমিশনার হতে রাষ্ট্রপতি স্বাধীনভাবে একজনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগদান করবেন।

(খ) নির্বাচন বিভাগের সহযোগী ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ,

(১) এই সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগদান করিবেন।

(গ) নিয়োগে প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা,

(১) যোগ্যতা,

§  কোন ব্যক্তি কেবল বাংলাদেশের নাগরিক হইলে;

§  দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে, বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার বা নাগরিকত্ব ত্যাগ করিয়া পাঁচ বৎসরকাল অতিবাহিত হইলে;

§  পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করিয়া পাঁচ বৎসরকাল অতিবাহিত হইলে;

§  তাঁহার বয়স ১৮ বৎসর বয়স হইতে ৬৫ বৎসর বয়সের মধ্য হইলে;

(২) অযোগ্যতা,

§  কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ-সদস্য থাকিবার যোগ্য হইবেন না, যদি

(ক) কোন উপযুক্ত আদালত তাঁহাকে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা করেন;

(খ) তিনি দেউলিয়া ঘোষিত হইবার পর দায় হইতে অব্যাহতি লাভ করিবার পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইলে;

(গ) তিনি কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন;

(ঘ) তিনি অসদাচরণের দায়ে বা কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন ৫ লাখ টাকা বা ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁহার অর্থ প্রদান বা মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইলে; “অসদাচরণ” বলিতে ক্ষমতার অপব্যবহার, যৌন হয়রানি, দুর্নীতি, প্রতারণা, স্বজনপ্রীতি, ধর্মীয় অসহিষ্ণুতা, মাদক সেবন, পরকীয়া, জুয়াখেলা বা নৈতিক স্খলনকে বুঝাইবে৷

(ঙ) সাংবিধানিক পদে নিযুক্ত আছেন বা ছিলেন এবং পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইলে।

(চ) এই  সংবিধান আইনের দ্বারা পদাধিকারীকে অযোগ্য ঘোষণা করিতেছে না, এমন পদ ব্যতীত তিনি প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে অধিষ্ঠিত আছেন বা ছিলেন এবং পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইলে;

(ছ) দল নিরপেক্ষ না হওয়া, এবং রাজনৈতিক দলের সমর্থন ত্যাগ করিয়া পাঁচ বৎসর কাল অতিবাহিত না হইলে।

“দল নিরপেক্ষ” বলিতে নিবন্ধিত রাজনৈতিক দল বা ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে গঠিত কোনো দলের সদস্য, মিটিং, মিছিল, কোনো সভায় বা কর্মসূচিতে যুক্ত না হওয়াকে বুঝাইবে।

(জ) পূর্বপদ হইতে অপসারণ বা মেয়াদ আবসানের পূর্বে পদত্যাগ করেছেন এবং পাঁচ বছরের অতিবাহিত না হইলে।