নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
১৬।
নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্যতা ও পদ
শূন্য হবে,
§
জাতীয় ও সাধারণ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্যতা, যদি
o
বাংলাদেশের নাগরিক না হন,
o
নাগরিকের বয়স ১৮ বছরের কম এবং ৭০ বছরের বেশি হলে।
o
কোনো উপযুক্ত আদালত
তাঁকে অপ্রকৃতিস্থ বলে ঘোষণা করেন;
o
তিনি দেউলিয়া ঘোষিত হবার
পর দায় হতে অব্যাহতি লাভ করে পাঁচ বছর অতিবাহিত না হয়।
o
দ্বৈত নাগরিকত্ব বা
বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার ত্যাগ করে পাঁচ বছর অতিবাহিত না
হয়।
o
পুনরায় বাংলাদেশের
নাগরিকত্ব গ্রহণ করে পাঁচ বৎসরকাল অতিবাহিত না হলে।
o
তিনি অসদাচরণের দায়ে বা
কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন ৫ লাখ টাকা বা ছয় মাসের কারাদণ্ডে
দণ্ডিত হন এবং তাঁর অর্থ প্রদান বা মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়।; “অসদাচরণ” বলিতে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, প্রতারণা, দল ও স্বজনপ্রীতি বা নৈতিক স্খলনকে বুঝাবে৷
o
প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত কোনো
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদ ও
সাংবিধানিক পদে নিযুক্ত আছেন বা ছিলেন এবং দায়িত্ব ছাড়ার
পর পাঁচ বছরকাল অতিবাহিত না হলে।
§
প্রার্থী বা দায়িত্ব
গ্রহণের পর উপরুক্ত অযোগ্যতা সমূহ পরিলক্ষিত হয় তবে পদ শূন্য হবে।
§
সরকারি হাসপাতাল বা
ক্লিনিক বা স্বাস্থ্য কমপ্লেক্সে সুযোগ থাকার পরও যদি প্রাইভেট খাত থেকে প্রার্থী
বা তাঁর পরিবার (বাবা-মা, স্ত্রী,সন্তান) সেবা গ্রহণ করেন এবং সেবা গ্রহণের ৭ কর্ম
দিবসের মধ্যে নির্দিষ্ট মন্ত্রণালয় বরাবর সরকারি স্বাস্থ্য সেবার মান নিয়ে
অভিযোগপত্র বা যথাযথ কতৃপক্ষের নিকট কারণ না দর্শান বা কারণ দর্শালে সন্তষজনক না
হলে তবে পদ শূন্য হবে।
§
বিদেশে বা প্রাইভেট খাত
থেকে প্রার্থী বা তাঁর পরিবার (স্ত্রী-সন্তান) শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ব্যতীত
শিক্ষা গ্রহণ করেন পদ শূন্য হবে। তবে সরকারি প্রতিষ্ঠানে সুযোগ না পেয়ে বা যোগ্যতা
না থাকলে পদ শূন্য হবে।
§
সাবেক জনপ্রতিনিধি হয়ে
পরবর্তীতে উপরোক্ত চিকিৎসা বা শিক্ষা গ্রহণ করলে এবং তা দুই বছর অতিবাহিত না হইলে।