নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৩। নির্বাচন প্রক্রিয়ায় অধিকতর অভিযোগ ও অনিয়মসমূহ,
১. ভোট জালিয়াতি,
§
ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে একাধিক ভোট প্রদান।
§
এক বা একাধিক প্রিন্টিং ব্যালট পেপারের সিল মেরে ব্যালট বক্সে
ঢোকানো বা জাল ভোট।
২. আইনশৃঙ্খলা
বাহিনী ও প্রশাসনিক অনিয়ম,
§ রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্থ, সম্পদ বা সুন্দরী নারীর বিনিময়ে বিক্রি হয়ে যায় বা
প্রভাবশালী প্রার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমলে নেয় না, কখনো
আমলে নিলেও ব্যবস্থা গ্রহণ করে না বিষয়টি ধামাচাপা দেয়।
§ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তারা প্রভাবশালী
প্রার্থীদের সাহায্য করে এবং দুর্বল প্রার্থীদের কোণঠাসা করে রাখে এবং নির্বাচন কমিশনকে ভুল তথ্য প্রদান করে।
§ প্রিজাইডিং অফিসার, নিরাপত্তা রক্ষী, সহকারী প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারের
সহযোগিতায় প্রভাবশালী প্রার্থী ভোট গ্রহণের পূর্বেই ব্যালট পেপার
বিলি বা ভোট গ্রহণের পূর্বেই ব্যালট বক্স ভর্তি।
§ ভোট গণনায় কারচুপি।
৩. ভয়ভীতি প্রদর্শন,
§
ভোটকেন্দ্রে প্রবেশে প্রতিবন্ধীতা সৃষ্টি।
§ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসাদের ভয় ভীতি প্রদর্শন
করে ভোট জালিয়াতি।
§ প্রভাবশালী প্রার্থীর সমর্থকদের মাধ্যমে ভোটারদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
৪. নির্বাচন কমিশনের ভূমিকা,
§ প্রার্থীর কাছে তথ্য প্রমাণ না থাকার সুযোগে, ভোট জালিয়াতির অভিযোগ পেয়েও অনেক
সময় কমিশন কার্যকর পদক্ষেপ নেয় না, পুনরায় ভোট গণনা করেন না বা করতে পারে না।
§ নির্বাচন কমিশন অর্থ, সম্পদ বা সুন্দরী নারীর বিনিময়ে বিক্রি
হয়ে যায় বা প্রভাবশালী প্রার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমলে নেয় না, কখনো আমলে নিলেও ব্যবস্থা গ্রহণ করে না বিষয়টি ধামাচাপা দেয়।
৫. সাংবাদিকের স্বাধীনতা,
§ সাংবাদিকদের সঠিকভাবে তথ্য দেওয়া হয় না, ভোটকেন্দ্র ও কক্ষে প্রবেশে বাধা দেওয়ায়
প্রকৃত অবস্থা তুলে ধরতে পারেনা।
§ আইনশৃঙ্খলা বাহিনী অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসারের সাথে
সাংবাদিকদের ভোটকক্ষে নিয়ে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন পর্যবেক্ষণের নামে নাটক সাজানো
হয়।
৬. প্রার্থীর প্রতি বায়াস,
§ কৃত্রিম জনসমাগম (অর্থ, টি-শার্ট, ক্যাপ, রিচ খাবার, মাদক বা বাইক প্রদান করে কৃত্রিম জনসমাগম),
ধর্ম, জাতি, ইমোশন (মিডিয়ার টপ ক্যান্ডিডেট, ফেস ভ্যালু বা আবেগ, অন্য প্রার্থীকে
হারানোর জন্য), মিথ্যাবাদী বা মিথ্যা প্রতিশ্রুতি, চতুর বা মিষ্টিভাষী প্রতারকের প্রতি
বায়াস হয়ে ভোটার ভোট দেয়।
o
প্রার্থীর লেন-দেন, চারিত্রিক বৈশিষ্ট্য বা নারী/পুরুষ লিপ্সা,
ভোগবাদী বা বিলাসিতা, কাজের স্বচ্ছতা বা দায়িত্বের পরিচ্ছন্নতা, অপচয় বা অপব্যয়
বা তছরুপ করার প্রবণতা, মাদকাসক্ত বা জুয়ারি, সমালোচনা বা মতামত গ্রহণের মানসিকতা ও
অনুশোচনা বা আত্মসমালোচনার বৈশিষ্ট্য না দেখে, না বুঝে, প্রার্থীকে গভীরভাবে যাচাই
না করে দেশের মানুষ তাঁদের অধিকার, সম্পদ ও ব্যাংক বা অর্থ প্রার্থীর হাতে তুলে দেয়।
৭. প্রার্থীর প্রার্থিতা বাতিল,
§ প্রভাবশালীদের চাপ বা স্বার্থ বা দুর্নীতি বা অর্থ বা নারী/পুরুষ লিপ্সার মাধ্যমে
রিটার্নিং অফিসার বা তাঁর সোর্স প্রার্থীর প্রতি মিথ্যা ডকুমেন্ট সাবমিট বা গোপন করে
এবং ফর্মে লেখার ভুল সংশোধনের সহযোগিতা না করে প্রার্থিতা বাতিল করে।
৮. নির্বাচনী
এরিয়া, ভোটার তালিকা ও দলের নিবন্ধন,
§ ভাবশালীদের চাপ বা স্বার্থ অনুযায়ী সহযোগিতা করে।